নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
সময় মতো কাজ করে যে, সেই স্মার্ট হয়।
হেলে-ধুলে চলে যে, সেই স্মার্ট নয়।
কথায়-কাজে মিল রাখে যে, সেই স্মার্ট হয়।
বেশি কথা বলে যে, সেই স্মার্ট নয়।
পরিষ্কার থাকে যে, সেই স্মার্ট হয়।
দামী দামী কাপড় পড়ে যে, সেই স্মার্ট নয়।
সত্যকথা বলে যে, সেই স্মার্ট হয়।
টাকা-পয়সা বেশী যার, সেই স্মার্ট নয়।
পড়া লেখায় ভালো যে, সেই স্মার্ট হয়।
চার-পাঁচটা প্রাইভেট পড়ে যে, সেই স্মার্ট নয়।
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ মোস্তাফা সোহেল।
২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩
বিজন রয় বলেছেন: আপনি স্মার্ট কবিতা লিখেছেন।
+++++
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হ্যা। আপনার কি পছন্দ লেগেছে বিজন রায়
৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: অবশ্যই।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: শুভ নববর্ষ
৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫
অতঃপর হৃদয় বলেছেন: আমরা সব সময় বেশি বুঝি এটাই আমাদের সমস্যা।
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: তাই স্মার্ট হতে যা প্রয়োজন তাই করতে হবে।
SMART
S = Specific
M = Measurable
A = Achievable
R = Realistic
T = Time-bound
৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯
করুণাধারা বলেছেন:
"সময় মতো কাজ করে যে, সেই স্মার্ট হয়।"
ঠিক বলেছেন। আজকাল দেখি ঢিলেঢালা ভাবে কাজ করাটাকে স্মার্টনেস মনে করা হয়।
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: তাইতো স্মার্ট কবিতা লিখলাম। ভালো লাগলে শেয়ার কর। ধন্যবাদ করুণাধারা
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০
মোস্তফা সোহেল বলেছেন: লেখার প্রচেষ্টা ভাল ছিল । আমরা আসলে বেশির ভাগ মানুষ স্মার্টনেসের মানেই জানিনা।