নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
লেখক : সালাউদ্দিন শাহরিয়া
গাড়ি চড়তে জানি না আমি,
গাড়ি ভাঙ্গতে পারি।
নামায পড়ি না আমি,
ইসলাম নিয়ে কথা বলি।
ঘুম থেকে ওঠে আমি,
রাজনীতি করি।
ভালো মানুষকে মিথ্যা মামলায়,
জেল কাটাতে পারি।
পাঁচ টকার বিনিময়ে আমি,
চোখ রাঙ্গাতে পারি।
কু-স্বার্থের জন্য আমি,
সবই করতে পারি।
যোগ্যহীন ব্যক্তি আমি,
নেতৃত্ব দিতে পারি।
সত্যকে মিথ্যা আর,
মিথ্যাকে সত্য করতে পারি আমি।
সাবধান জাতি! সাবধান হও জাতি।
খোদা তুমি রহম করো,
এগুলো থেকে যেন বাঁচতে পারি আমি।
২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো থেকে মুক্ত হতে হলে, ঘরবাড়ী ছেড়ে মাজারে টাজারে, বা বনে জংগলে চলে যান; বছর খানেক পরে, অবস্হা জানাবেন; আর আমরা আপনার থেকে সাবধানে থাকবো।
৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫
অতঃপর হৃদয় বলেছেন: সাবধানতা অবলম্বন করতে হবে।
৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১২
ধ্রুবক আলো বলেছেন: এরকমই হয় বর্তমান যুগে
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯
রিকতা মুখাজীর্র্ বলেছেন: হুমমমম সাবধান ই থাকতে হবে।