নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
বর্তমানে নারী নয় পুরুষেরা পর্দাশীল। অথচ পর্দাশীল থা্কার কথা কার ছিল। পর্দা নারীর সম্মান বাড়ায়। নারীরা পর্দাশীল না থাকায় তাদেরকে কেউ দেখলে সম্মান তো দূরের কথা তাদের নিয়ে অশ্লীল কথা বার্তা বলে। নারীদেরকে মায়ের মতো, বোনের মতো দেখতে হয়। কেন আজ তাদেরকে দেখলে অশ্লীল কথাবলা হয়। ইভটিজিং করা হয়। এটা আসলে পুরুষের কোন দোষ নেই। সব দোষ নারীর। কারণ তারা যদি পর্দাশীল থাকতো তাহলে তাদের দিকে খারাপ নজরে কখনো তাকিয়ে থাকতো না, অশ্লীল কথাবার্তা বলতো না। পুরুষেরা উলঙ্গ থাকে না বরং পুরুেষেরা পর্দার সহিত থাকে। এরপরও তো পুরুষদের স্মার্ট দেখায়। বিভিন্ন ফিল্মে দেখা যায় নায়ক থেকে নায়িকা কাপড়ের অবস্থা.........। ভেবে দেখুন পর্দাশীল থাকার মর্যাদা কতটুকু থাকে।
২| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
কানিজ রিনা বলেছেন: তোমার কথায় তুমি ধরা খেয়েছ,মেয়েদের
থেকে ছেলেরাই যদি পর্দায় চলত তাহলে
অশ্লিলকথা ইভটিজিংয়ের হাত থেকে মেয়েরা
বাঁচত। শিশু থেকে কিশোরী যুবতী কেউ
ধর্ষনের হাত থেকে রক্ষা পায়না পুরুষের
হাত থেকে। আসলে মেয়েরা পর্দা করেনা
সেই দোহায় দিয়ে শিশু ধর্ষন থামবে কি করে
তাই বলি পুরুষের মানুষীকতায় পর্দা চাই।
৩| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: প্রথমত বলবো এক হাতে তালি বাজেনা......দ্বিতীয়ত বলবো এখন যেই হারে শিশু ধর্ষইত হচ্ছে তাতে কি আমরা পুরুষরা পর্দা করছি বলে আপনি মনে করেন!!!
৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আমি তিনজনকেই বলতে চাই যে, আমি নারীর পর্দার কথা উল্লেখ করেছি। নারীরা যতই পর্দাশীল হোক না কেন যারা অমানুষ তারা কখনোই ভালো চোখে দেখবে না। পশুর চেয়েও অধম যারা তারাইতো ধর্ষন করে। শিশু হোক আর যেউ কেউ হোক। কিন্তু নারীরা পর্দাশীল হলে সমাজের তো কিছুটা অবস্থা ভালোথাকতো।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬
আতিক রহমান (স্বপ্ন) বলেছেন: পর্দা যেমন নারীর জন্য ফরজ তেমনি পুরুষের জন্যও। নারীর বেপর্দার দোহায় দিয়ে তাদেরকে ধর্ষণ করা হালাল বানিয়ে ফেলিবেন না।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
নতুন বলেছেন: এটা আসলে পুরুষের কোন দোষ নেই। সব দোষ নারীর। কারণ তারা যদি পর্দাশীল থাকতো তাহলে তাদের দিকে খারাপ নজরে কখনো তাকিয়ে থাকতো না, অশ্লীল কথাবার্তা বলতো না।
পুরুষরা ভালো কন্তু তারা কেন নারীদের অশ্লীল কথাবাতা` বলে? ভদ্রমানুষ কখনো বাজে কথা বলতে পারে?
আর যারা অভদ্র তারা কি নারীর পোষাখ দেখে.... তারা দেখে নারী দূব`ল কিনা তখন সুবিধা দেখে ইভটিচিং করে...
এলাকার নেতা,এমপি,মন্ত্রীর মেয়েদের কেউ ইভটিজিং করেনা। কারন জানে তাদের কপালে কস্ট আছে।