নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

একের পর এক হত্যা

০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮

একের পর এক হত্যা। অবিরাম চলতেই আছে। কেউ প্রেমের স্বার্থে নির্মমভাবে হত্যা, কেউ টাকার স্বার্থে নির্মম ভাবে হত্যা, কেউ সন্দেহে নির্মমভাবে হত্যা এইভাবে হাজার স্বার্থে মানুষকে পশুর চেয়ে অধমে পরিণত হয়ে হত্যা চলছে বাংলাদেশে। ২০১০ সাল থেকে বর্তমানে যে খুনের খেলা চলেছে তা অতুলনীয়।


কেউ পুলিশকে ঘুষ দিয়ে মুক্তি, কেউ নেতা হয়ে মুক্তি, কেউ অন্যান্য কলাকৌশলে মুক্তি। আবার যদিও উপযুক্ত শাস্তি হয় তবেও এর হার কমছে না বরং বাড়ছে। রাজন যখন হত্যা হয়েছিল তখন অপরাধী ঘুষ দিয়ে সৌদিআরবে চলে যায়। তারপর রেহাই হয়নি তার।

কয়েকদিন আগে সিলেট জেলার কানাঘাট উপজলোয় ইমরান হত্যা। তাও প্রেমের ফাঁদে। যখন ইমরান হত্যার দায়ে মেয়েটিকে গ্রেপতার করা হয়েছিল তার পরের দিন ৪ পুলিশকে জেলে মেয়ের সাথে প্রেমের খেলা করার জন্য গ্রেপতার করা হলো।
আমি মনেকরি, আমাদের দেশে একের পর এক হত্যা বন্ধ হয়ে তখন যখন অপরাধীকে সৌদিআরবের মতো সবার সামনে অপরাধীর মাথা কথল করা। কারণ মাথা কথল করলে যে যে এই বিচার নিজচুক্ষে দেখবে সে জীবনে নির্মম হত্যা করবে না। দেখাগেছে বাংলাদেশে ধর্ষনের শাস্তি কয়েক মাস জেল তারপর ছুটি। কিন্তু উপযুক্ত বিচার হয় খুব কম।
আমি চাই অপরাধীর উপযুক্ত শাস্তি। আপনি ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অপরাধ বন্ধ করতে যা করা দরকার তাই করা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.