নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
বাংলাদেশে অনেক ছোট দেশ হলেও উন্নত দেশ নয় বরং উন্নয়নশীলদেশ।কিন্তু বাংলাদেশকে উন্নত করে গড়ার জন্য সরকার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। পৃথিবীতে বাংলাদেশ থেকে অনেক ছোট দেশ রয়েছে যা উন্নয়নশীল দেশ নয় উন্নত দেশ। অনেক দেশ রয়েছে যা বাংলাদেশ জন্ম হওয়ার অনেক পর সৃষ্টি হয়েছে। তারাও দেখা যায় উন্নত দেশে পরিণত। তাহলে আমাদের প্রশ্ন হলো আমাদের সোনার বাংলাদেশ কেন উন্নত দেশ নয়। আবার কেউ বলতে পারে আমাদের বাংলাদেশকে তুর্কি, ইংরেজ ইত্যাদি বর্গীরা শাসন-শোসন করে সবকিছু লন্ডবন্ড করে দিয়েছে তাই এখন বাংলাদেশ উন্নত দেশ নয়। আসলে এই কথা বিন্দু মাত্র সত্যি হলেও উন্নত দেশ গড়ার লক্ষ্য বর্গীর শাসনের কথায় মিল থাকেনা। কারণ বাঙ্গালি কখন পরিশ্রমশীল হয়না, হতেও চায়না। তাহলে কিভাবে উন্নত দেশে রুপান্তর হবে। দেখাগেছে একটা রাস্তা ভাঙ্গা। সেই রাস্তাতে সরকার টাকা দিলে কন্টেকদার ও তার পার্টিরা টাকা হাতিয়ে রাস্তা নাড়া-চাড়া, টুক-টাক করে টিক করে ফেলে। একবছর যেতে না যেতে রাস্তা ভেঙ্গে যায়। এইভাবে একটা উন্নত দেশেরে একটি অংশ রাস্তার অবস্থা। এখন তো রইল শিক্ষা, চিকিৎসা, নিজের কাজ ইত্যাদি। তাছাড়া আমাদের দেশে যদি কোন দুযোর্গ তথা খরা দেখা দেয় আর সেই মুহূর্তে বিদেশ থেকে সাহয্য আসে খাদ্য ও পানি আর এই পানি যদি প্রতি বাজারে একটি নির্দিষ্ট জায়গা দেওয়া হয়ে যেন সবাই পানি পান করে সেখানে দেখাযাবে ৫ জন লোক যদি উপস্থিত থাকে তাহলে সেখান থেকে ১জন সব নিয়ে বাড়ি চলে যাবে আর বাকি ৪ জন না খেয়ে মরবে। এই হলো বাঙ্গালির একটা গুন। আসি তাহলে আসল কথায় দেশ উন্নত করতে হলে যা যা প্রয়োজন আমি আমার মতে তা বলছি। ১০টি ধাপে বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত করা সম্ভব।
ধাপ:
১। নাগরিক হিসেবে নিজেকে সুনাগরিকে পরিণত করা: দেশকে উন্নত করতে হলে ১ম ও প্রধান কাজ হলো নাগরিকের। আর এই নাগরিকই পারবে দেশকে উন্নত করতে। যদিও আমরা বাংলাদেশেরে নাগরিক কিন্তু সাবই যে, বাংলাদেশের সুনাগরিক তা নয়। দেশের সুনাগরিক হতে হলে দেশের প্রতি কর্তব্য, দেশপ্রেম তথা দেশের সকল আইন মান্য করব। তাছাড়া দেশের স্বাধীন নাগরিক হিসেবে যা যা ভোগ করা প্রয়োজন তাই ভোগ করব কিন্তু অন্যের সম্পদের প্রতি লোভ না রেখে। বাংলাদেশের সব নাগরিক যে ধনী তা নয়। গরিবের প্রতি ধনীর সহনশীলতা তাও থাকতে হবে। সরকারের আইনানুগায়ী কর প্রদান করতে হবে। সরকার তো কর দিয়ে তার পকেট ভরে না। বরং কর দিয়ে গরিব-দু:খি মানুষের সাহয্য করে। অন্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা সবই তো সরকার মানুষের সম্পদের পরিমাণ অনুযায়ী কর গ্রহন করে তা সাধারণ জনগণের সাহায্য করে। তারপরও বলা যায় সরকার ঠিকই জনগণের সাহায্যে আপ্রান চেষ্টা চালাচ্ছে এবং প্রয়োজন মতো যা দিচ্ছে তা সরকারের কাছ থেকে (কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত) পোঁছাতে ১০০ ভাগের ২০ ভাগ এসে পৌঁছছে জনগনের কাছে। কেন এইসব তার প্রধান কারণ হচ্ছে সুনাগরিকের কোন নজির নেই বাংলাদেশে। যদি সুনাগরিকের মর্যাদা থাকতো তাহলে এই সরকার থেকে সাধারণ জনগনের যা সম্পদ তা লুটপাত হতো না। তাই আমি বলি দেশ উন্নত করে গড়ার লক্ষ্যের মধ্যে নাগরিক হিসেবে নিজেকে সুনাগরিকে পরিণত করা: একটি অন্যতম কারণ
ধাপ: ২ এর জন্য অপেক্ষা করুন।
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৩
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আমার ছবিটি দিলাম। তো দেখছি বিশ্রি লাগছে তাই ছবিটি ডিলেট করে দিলাম।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০
ভ্রমরের ডানা বলেছেন: তাই আমি বলি দেশ উন্নত করে গড়ার লক্ষ্যের মধ্যে নাগরিক হিসেবে নিজেকে সুনাগরিকে পরিণত করা
আপনার কথার সাথে শতভাগ সহমত!
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ “ভ্রমরের ডানা”
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: আচ্ছা অপেক্ষা করতেছি। কিন্তু
পোস্টের সাথে এই ছবির কি সম্পর্ক বুঝলাম না।