নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

এভাবে যাচ্ছি ক্ষয়ে

০৯ ই জুন, ২০২৪ দুপুর ২:১৬

কতোবার পোড়া মনকে বুঝাই সে আমার কিছু নয়
সব মরীচিকা আলেয়ার মতো তবু শংকা; তবু ভয়৷
তৃষ্ণার জলের মতো তাকে অনুভব করি তটস্থ হয়ে
আমি এফোঁড় ওফোঁড় পড়ে থাকি সময়ে অসময়ে৷
তার কাছে হেরে যাবার ভয়ে হেরে বসে আছি কবে
জলজ ছায়ার মতো একইসাথে মিলেমিশে নীরবে৷

কতোবার তাকে ভুলে যেতে চেয়েছি নিজের মতো
বলেছি সে আমার কিছু নয় বিধে থাকা মনের ক্ষত৷
টিকে আছে অভায়ারণ্যে মনের গহীনে বনের ছায়া
দিনের শেষে নিভু নিভু সাজের আলো মাখা মায়া৷
আমার ভেতরে হাজারো প্রশ্নের উত্তর দিয়েছে সব
কেন তাকে ভুলতে পারিনা কেন করে যাই অনুভব৷

এতোবার নিজেকে বুঝাই সে এসেছে হারিয়ে যেতে
চাঁদের মতো প্রতিদিন জোয়ার-ভাটা উৎসবে মেতে-
যে চলে যায় সে কখনোই কারো আপন হয়না বলে
কতো কবিতা লেখা হয় দিশেহারা শব্দের কোলাহলে
সে আমার অস্তিত্ত্ব এতোবার এভাবে নিজেকে বলি
প্রতিবার হাত বাড়াই ধরি তারপরে দেই জলাঞ্জলি৷

এই সময়ে এই আমি এই ছিল আমার ভাগ্যে লেখা
তার ভেতর দিয়ে যেতে যেতে অনেক কিছুই শেখা৷
প্রতিদিন কবিতার ফেরারি শব্দ খুঁজি নিজের মাঝে
আমার আমিকে হারিয়েছি তার দেয়া কারুকাজে৷
আমার ভেতরের ভাঙ্গনের শব্দে জেগে থাকি ভয়ে
তাকে ভালোবেসে সব বিলিয়ে এভাবে যাচ্ছি ক্ষয়ে৷

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.