নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

কাজী সায়েমুজ্জামানের দুটি প্রেমের কবিতা

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৫২


তুমি কাছে এলে

তুমি কাছে এলে আমি আকাশ দেখি জোৎস্নার শুনি গান,
তুমি এলে সারা দিনমান বৃষ্টির সাথে একটানা অভিমান৷
তুমি কাছে এলে আমার আমি তোমার ভেতরে খুঁজে পাই,
তোমার নিঃশ্বাসে বিশ্বাস ফিরে পেয়ে অজানায় হারিয়ে যাই৷
অবাধ্য অনুভূতি কীভাবে ফুলে ফেঁপে উঠে তোমার উনুনে,
কীভাবে যে বলি আমার ভেতরের চাহিদা বেড়ে যায় বহুগুণে৷
তুমি কাছে এলে আমার বুকের ভেতরে বিশাল এক আকাশ,
তুমি এলে দুঃখরা দূর থেকে একনাগাড়ে ফেলে দীর্ঘশ্বাস৷
আমার ভেতরে সাগরের গর্জন দূর থেকে আসা হাওয়া
আমার যত কিছু হারিয়ে গিয়েছিলো পুনরায় ফিরে পাওয়া৷
নিজের যত আগ্রহ, অনুসন্ধিৎসা আর যত ধরণের কৌতুহল,
তোমাকে দেখে দেখে থামিয়ে দিতে পারি সময়ের চলাচল৷
তুমি কাছে এলে তোমার চুলের গন্ধে মতোয়ারা হয় মন,
তোমার শরীরের ঘ্রাণে খুলে যায় আমার ভেতরের আবরণ৷
মন বাড়িয়ে দিয়ে তোমাকে ছুঁয়ে দেখতে হাত বাড়িয়ে দেই,
তোমাকে দিয়েই আমার ইচ্ছা পূরণ করতে চাই নিমিষেই৷
জানিনা কেন এমন হয়ে থাকে কখনো তুমি কাছে এলে
নিজেকে আমি চিনতে পারিনা বন্য পাখিরা ডানা মেলে৷
আসল ব্যাপার খুঁজে পেয়েছি কারণ তুমিই তো আমার সব,
বাস্তবে তুমি নেই কাছে আসোনি এভাবে সবকিছুই অনুভব৷



মায়া এড়ানো বড় কঠিন

হয়তো আমি খুব সাধারণ ভবিষ্যতে আমি কী হবো
জানিনা, তবে আমার বিশ্বাস,
কোন একদিন কালের খেয়ায় কত কিছু ঘটে যাবে
এই চিঠি তখন হবে ইতিহাস৷

হয়তো কিছু স্মৃতি মলিন হবে হয়তো সবুজ পাতা
ঢেকে যাবে ধুসর আবরণে৷
অন্য কোথাও লেখা হবে আমার যত আবেগ রয়ে
যাবে ভালোবাসায় সন্তরণে৷

হয়তো অনেক কথা হবে হয়তো ভুলে যাবো কিছুটা
তবুও প্রথম দিনের প্রকাশ,
আলোর সখ্যতায় হয়তো ছাদ হবে মাথার উপরে
তবু থেকে যাবে এক আকাশ৷

জীবনের এপার ওপার খুব সহজেই পার হওয়া যায়
ভরসা রাখার দুটো হাত ধরে,
নিয়মের কখনো ব্যত্যয় হয়না কেউ হয়তো জানেনা
ভালোবাসে নিজের অগোচরে৷

যাই বলিনা এই সত্যতা লুকানোর সাধ্য কারো নেই
আমি ছিলাম তোমার সহচর,
তোমাকে ছাড়া ভালো নেই আমি তোমাকেই ভেবে
কেটে যায় কত রাতের প্রহর৷

ক্ষুধায় মানুষের মৃত্যু হয়না তবে অবহেলা মানুষকে
এখনো করে দেয় অর্বাচীন৷
তোমাকে আসতেই হবে কেউ জানুক বা না জানুক
মায়া এড়ানো বড় কঠিন৷


মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দুটোই সুন্দর। তবে দ্বিতীয়টা বেশি ভালো লাগল।

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৭

সায়েমুজজ্জামান বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা।

২| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

ঢাকার লোক বলেছেন: এখানে পোস্ট করা অনেক কবিতার চেয়েই ভালো, লিখতে লিখতে আরো ভালো হবে নিঃসন্দেহে, তবে আপনার বিভিন্ন বিষয়ের উপর তথ্যপূর্ণ লেখাগুলো আরো ভালো হয় বলে আমার মনে হয়।

০৭ ই জুন, ২০২৪ রাত ৯:৫৫

সায়েমুজজ্জামান বলেছেন: লোকজন বাজে কমেন্ট করে বলে। আমাকে নিয়ে অনেক অসৌজন্যকর পোস্ট দেয়া হয়েছে। সেজন্য আপতত কবিতা পোস্ট করবো।
ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৭ ই জুন, ২০২৪ রাত ১০:২৪

শ্রাবণধারা বলেছেন: কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

"লেখক বলেছেন: লোকজন বাজে কমেন্ট করে বলে। আমাকে নিয়ে অনেক অসৌজন্যকর পোস্ট দেয়া হয়েছে।"

আপনার এই মন্তব্যটি পড়ে দুঃখিত হলাম। যদি আপনার কথা দুঃখজনক হলেও সত্য।

ব্লগে কিছু ইতর লোকজন আছে। এদেরকে এড়িয়ে চলা ছাড়া আর কি বা করার আছে?

০৭ ই জুন, ২০২৪ রাত ১১:০৯

সায়েমুজজ্জামান বলেছেন: আসলে গত কিছুদিন ধরে প্রচুর মন্তব্য পেয়েছি। কোন মন্তব্য ছিল আঘাত করার জন্য। কোনো মন্তব্য ছিল একপেশে। এর মধ্যে আপনার মন্তব্য আমার দৃষ্টি কেড়েছে। কারো কথাবার্তা মন্তব্য তার ব্যক্তিত্ত্বকে প্রতিফলন করে। আপনার মন্তব্যে আমি আপনার হৃদয়ের উত্তাপ খুজে পেয়েছি। অনুভব করেছি।


ইতর লোকজনের সাথে আমার তো তর্ক করা খাটেনা। এক সময় সাংবাদিক ছিলাম। কলম চালিয়ে পেট চালাতাম। তখন থেকে
এই ব্লগে লেখালেখি করি। দুই বছর আগে অব্যাহত আক্রমণের মুখে ব্লগ ছাড়তে বাধ্য হই। অনেক দিন পরে আসলাম। দেখি একই অবস্থা। এবার আর ওসবে ভ্রুক্ষেপ করিনি। ওসব পোস্ট পড়েও দেখিনি। মন্তব্যও করিনি। যা খুশী তা লিখুক। সমস্যা কী!

যাই হোক, লেখাটা আমার এখন নেশা। এজন্য লেখালেখি ছাড়তে পারিনি। প্রশাসনে সবাই জানেন আমি লেখালেখি করি। তবে আমার ও
পর তাদের ভরসা আছে। বেফাঁস বা বিব্রতকর কোনকিছু আমার লেখুনিতে প্রকাশিত হবেনা। তারপরেও অনেক কথা সাহস করে বলি। সাংবাদিকতা করে এসেছি বলে এ
ই সাহসটা পাচ্ছি। আমি যা বলি আমার বর্তমান অঙ্গণের কেউ তা বলতে সাহস তো পরের কথা চিন্তাও করবেনা।

অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন।

৪| ০৯ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪৫

নতুন বলেছেন: আপনার কবিতার হাত ভালো। ++


তুমি কাছে এলে হৃদয় হয়ে যায় মুক্ত, সঙ্গীত ভরা,
তুমি এলে, বৃষ্টি আর জোৎস্নায় ভিজে যায় সারা।
তোমার উপস্থিতি মনের আকাশে ছড়িয়ে দেয় আলো,
তুমি কাছে এলে দুঃখেরা পালিয়ে যায়, হয় একেবারে ভালো।

ব্লগে কমেন্টের জবাব দেওয়া একটা ভদ্রতা। আপনার আগের একটা ব্লগ ছিলো নতুন প্রযন্মের উপরে এবং সেটার পেছনে সক্রেটিসের একটা বক্তব্য ছিলো মোটিভেসন কিন্তু সেটা যে ভুয়া বক্তব্য সেটা বলায় আপনি আমার উপরে সম্ভবত নাখোশ হয়েছেন। প্রমান দেবার পরেও আপনি আমার মন্তব্যের জবাব দেননাই।

উপরের কমেন্টে যারা আপনার লেখায় আপনার বিরুদ্ধে মত প্রকাশ করেছে তাদের ইতর বা তাদের কমেন্টকে বাজে কথা বলছে বলে উল্লেখ করেছেন।

ব্লগ আলোচনা সমালোচনার স্থান এখানে ভিন্নমত আসবে। আপনার ভিন্নমত ভালো না লাগলে শিরোনামে উল্ল্যেখ করবে, তবে ব্লগারা আপনার ব্লগে সেই হিসেবে আলোচনা করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.