নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
সিভিল প্রশাসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ নির্দেশ মানার কোন সুযোগ নেই। কোন কাজে দুর্নীতি হলে তার দায়ভার নিজেকেই নিতে হয়। কোন ভাবেই উপরের নির্দেশে করেছি বলে পার পাওয়া সম্ভব নয়। এ কারণে বলা হয়, বস ভালো মানে পোস্টিং ভালো। সব সময় ভালো বস মিলবে তার গ্যারান্টিও নেই। ভাগ্য খারাপ হলে খারাপ বস মিলতে পারে। এক্ষেত্রে তিন ধরণের অবস্থা হতে পারে। এক. আপনার ঊর্ধ্বতন যা বলবেন তা বুঝে না বুঝে মেনে নেবেন। পরবর্তিতে কোন কারণে ধরা পড়লে এর পরিণতি ভোগ করবেন। দুই. বসের ঊর্ধ্বতন সিনিয়রকে ঘটনা জানাবেন। তার সহায়তা প্রার্থনা করবেন। এক্ষেত্রে বসের আক্রোশে পড়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য ভালো হলে পার পেয়ে যাবেন। তিন. কৌশল অবলম্বন করবেন। কারো বিরাগভাজন হবেননা৷ দুর্নীতিও সংঘটিত হবেনা৷ আজকে তিনটি অবস্থার তিনটি ঘটনা শেয়ার করছি।
ঘটনা এক:
আমার এক ব্যাচমেট। সঙ্গত কারণেই তার নাম বলছিনা। বুয়েট থেকে লেখাপড়া করেছেন।। জাপান থেকে পিএইচডি করেছেন। ছোটবেলা থেকেই তাবলিগ জামাতের সাথে যুক্ত। শশ্রুমন্ডিত। নুরানী চেহারা। কোন দুই নম্বরির আশপাশেও নেই। ওর সাথে আমার প্রথম দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ২০১০ সালের নভেম্বর মাসের শেষের দিকে। সরকারি চাকরিতে যোগ দেয়ার আগে আমার জন্মদিনে সবাই একত্রিত হয়েছিলাম। আমার এই ব্যাচমেটের প্রথম পোস্টিং হয় কক্সবাজারে। আমি মজা করে বলেছি, তুমি তো চাকরি করতে যাচ্ছোনা। হানিমুনে যাচ্ছো। ভাগ্য খুব ভালো হলেই কক্সবাজারে তার পোস্টিং হয়। আমরা যখন জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেই, তখন অফিসারের সংখ্যা কম ছিল। এ কারণে শুরুতেই সবাইকে বড় বড় দায়িত্ব দেয়া হয়। আমার ব্যাচমেটকে ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্ব দেয়া হয়। কিছুদিন পরে তিনি জাপানে পিএইচডি করতে চলে যান।
একদিন জানতে পারেন তাকে দুর্নীতির মামলায় আসামী করা হয়েছে। তার দায়িত্ব পালনকালে ওই জেলায় একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। এতে দুর্নীতি ধরা পড়ে। অভিযোগ ওঠে, খাসজমিতে লবণ চাষি ও পরবর্তীতে মৎস্য চাষের সাথে জড়িতদের ক্ষতিগ্রস্থ দেখিয়ে ক্ষতিগ্রস্থ দেখিয়ে অধিগ্রহণের টাকা প্রদান করা হয়। অথচ খাসজমিতে লবণ থাকলে তা সংশ্লিষ্টদের তুলে নিতে বললেই হতো। তারপর সেই স্থানে পানি আসবে আরো ছয়মাস পর। সেখানে মৎস্য চাষ হবে- তারপর তারা ক্ষতিগ্রস্থ হবে- দুর্নীতির উদ্দেশ্যই এমন ছক সাজানো হয়েছে। পরে এ নিয়ে দুদকে মামলা হয়। তদন্তে ওই ফাইলে যারা সাক্ষর করেছেন, তাদের সবাইকে আসামী করা হয়। আমার ব্যাচমেট ওই স্বাক্ষর দেয়ার পর ওই দিনই রিলিজ হয়ে যান। তবে ফাইলে স্বাক্ষর থাকায় তিনিও আসামী হয়ে যান। একজন নবীন কর্মকর্তা যিনি কাজ শিখছেন, ফাইলে সাক্ষর থাকায় তার শেষরক্ষা হয়নি। আমার আরেক ব্যাচমেট বলেছেন, তার স্যারদের চাপে ওই ফাইলে সাক্ষর করা ছাড়া কোন উপায় ছিলনা। ওই মামলার সবাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ভয়ে আমার ব্যাচমেট দেশেও ফিরেননি। পিএইচডি শেষে দেশে ফিরে দেখেন চার্জশিট হয়ে গেছে। মাননীয় হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। তার ভাগ্য এখন বিজ্ঞ আদালতের বিবেচনার উপরেই ঝুলছে। কপাল কাকে বলে!
ঘটনা দুই:
আমার আরেক ব্যাচমেট। তিনিও এখন পিএইচডি করছেন। তার নামটাও উহ্য থাক। একটি উপজেলায় তাকে এসি ল্যান্ড হিসেবে পোস্টিং দেয়া হয়। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই উপজেলার ইউএনও। একদিন তিনি আমার ব্যাচমেটকে বলেন, উপজেলায় অনেক খরচ করতে হয়। এ খরচ তিনি একা চালাতে পারবেন না। এজন্য প্রত্যেক নামজারি থেকে তাকে টাকা দিতে হবে। এমন কথা শুনে আমার ব্যাচমেটের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। যিনি এসিআর দেবেন, তিনি যদি এমন কথা বলেন, তাহলে চাকরি করবেন কীভাবে! সততার অনেক শক্তি। আমার ব্যাচমেটের সেই শক্তিটা ছিল। পরে তিনি যেটা করেছেন, তা আমাকে দিয়ে সম্ভব হতোনা। তিনি বিভাগীয় কমিশনার স্যারকে সরাসরি ফোন দিয়ে ঘটনা জানান। কমিশনার স্যারও একজন সৎ অফিসার খুঁজছিলেন। ওই বিভাগের মহানগরে একটি পদ তখন ফাঁকা হয়। কমিশনার স্যার আমার ব্যাচমেটকে সেখানেই পোস্টিং দেন। ব্যাচমেট তার সেই বিশ্বাসটা রেখেছিলেন। শুধু সততা নয় কর্মনিষ্ঠারও উজ্জ্বল দৃষ্টান্ত রেখে এসেছেন। এক্ষেত্রে তিনি প্রথমোক্ত ব্যাচমেটের মতো আত্মসমর্পণ করেননি। সৎসাহস দেখিয়েছেন৷ দুর্নীতিতে সহায়তাও করেননি৷ বিপদেও পড়েননি।
ঘটনা তিন:
আমার বস ভাগ্য ভালো৷ সব জায়গাতেই ভালো স্যার পেয়েছি৷ কোথাও পোস্টিং হলে প্রথমেই কাজেের মাধ্যমে বুঝিয়ে দেই, আমি দুই নম্বরিতে নেই৷ এ কারণে কোন স্যার আমাকে ওই পথে কখনোই নিতে চেষ্টা করেন নি৷ তবে বিপদে যে একেবারে পড়িনি সেটা কিন্তু নয়৷ একবার আমাকে এমন একটি জমি অধিগ্রহণের প্রস্তাব দিতে বলা হলো- যেটা পুকুর শ্রেণির৷ বিধি অনুযায়ী এ জমি অধিগ্রহণ করা যায়না৷ শ্রেণি পরিবর্তন করতে হয়৷ বলা হলো শ্রেণি পরিবর্তনের প্রস্তাব দাও৷ স্থানীয় জনপ্রতিনিধি সেখানে সরকারি ভবন করবেন৷ কী ভবন করবেন সেটা বললাম না৷ তবে এলাকাবাসীর জন্য পুকুরটা খুবই দরকার ছিল৷ স্যারও চাপের মুখে৷ তিনিও আমাকে চাপ দিচ্ছিলেন৷ অবশেষে আমি কৌশলের সাহায্য নিলাম৷ এটি জুনিয়র সহকর্মীদের কাজে লাগতে পারে৷ সেজন্যই শেয়ার করছি৷ কমিশনার স্যারকে বিষয়টি বলার মতো ছিলনা৷ কারণ যে স্যার এটা করতে বলছিলেন, তার সাথে আমার সম্পর্ক খুব ভালো৷ এটি নষ্ট করা ঠিক হবেনা৷ তাছাড়া এটা এমন একটা সময় যে এসিআর নিতে হবে৷ কথা না শুনে কোন উপায় নেই৷
উপয় না পেয়ে একটা ভুয়া নাম দিয়ে এলাকাবাসীর পক্ষে নিজেই নিজের বিরুদ্ধে স্যারের কাছে একটা অভিযোগ দেই৷ অভিযোগে লেখা হয়, এলাকার একটি মাত্র পুকুর অমুকে অধিগ্রহণের পায়তারা করছেন৷ এটি করা হলে গণআন্দোলন হবে৷ পুকুর ভরাট করা যায়না তার স্বপক্ষে যত প্রকার বিধি বিধান আছে তা যুক্ত করে দেই৷ কপি দেই কমিশনার স্যারকে৷ অভিযোগে প্রেসক্লাবের কপিও রাখা হয় ৷ যদিও বাস্তবে প্রেসক্লাবকে কপি দেয়া হয় নাই৷
অভিযোগ পাওয়ার পর পুকুর ভরাটের প্রক্রিয়া থেমে যায়৷ একদিন স্যার বললেন, অন্য কোথাও থেকে জমির প্রস্তাব দাও৷ আমি হাফ ছেড়ে বেঁচেছিলাম৷ একটু দূরের জমিতে ওই ভবনের প্রস্তাব দিয়েছিলাম৷
এই কৌশলটা আরেকবার কাজে লাগিয়ে সফল হয়েছিলাম৷ কারণ কেউ ধারণাও করবেনা- কোন অফিসার নিজের নামে নিজে অভিযোগ দিতে পারেন৷ অনেককে এ বুদ্ধি দিয়েছি৷ তারাও সফল হয়েছেন৷ আমার প্রথমোক্ত ব্যাচমেট আমার সাথে যোগাযোগ করলে তাকে এ পরামর্শই দিতাম৷ আমি নিশ্চিত যে এতে আমার ব্যাচমেট বেঁচে যেতেন৷ দুর্নীতিটাও সংঘটিত হতোনা৷ কারণ দুর্নীতি আড়ালে সংঘটিত হয়৷ যদি এটা প্রকাশ হয়ে যায়- সেক্ষেত্রে কারো বুকের এত পাটা নেই যে তা করে যাবে৷
দুর্নীতি করতে না চাইলে, দুর্নীতি না করলে নিজের ভেতরে একটা শক্তি জন্মে৷ এটা সততার শক্তি৷ এর সামনে কোন কিছুই দাড়াতে পারেনা৷ তবে কৌশলের বিকল্প নেই৷ কারো প্রয়োজন হলে আমার কৌশলটা প্রয়োগ করে দেখতে পারেন৷ ফল পাবেন৷
২| ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ১১:০৮
ফিনিক্স পাখির জীবন বলেছেন: ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। অনেকেই ভাল থাকতে চান। পেশাগত কাজে উপরের অনৈতিক চাপ প্রতিহত করার উপায়টা বের করার মানসিকতাই আমাদের সৎ থাকতে সাহায্য করে।
৩| ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ১১:১৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর পোষ্ট। ভাল মানুষের সবখানেই সমস্যা বিশেষ করে দূর্নীতি প্রবণ দেশ হলে কথায় নাই। পদেপদে তেনাতেনা প্রবলেম
৪| ০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ১২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।
'প্রজন্ম' সম্পর্কিত আপনার পোস্টটা পড়া হয় নি, কিন্তু ওটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমার দেখা মতে, নতুন প্রজন্মরা অনেক জ্ঞানী, সাহসী ও সত্যবাদী। আপনার পোস্ট থেকে একটা জিনিস উঠে এসেছে, তা হলো প্রশাসনে অনেক 'অবৈধ' কাজ বা 'অবৈধ আদেশ' দেয়া হয়। আপনার লেখা থেকে আপনাকে অনেক ইনফ্লুয়েনশিয়াল, সাহসী ও সৎ অফিসার মনে হয়। তাই, একটা কালচার শুরু করতে পারেন - অবৈধ আদেশ পাওয়ার পর অন্য কোনো কৌশল বা অবৈধ কৌশল অবলম্বনের দরকার নেই। বিশদ ব্যাখ্যা করে আপনি বসকে বুঝিয়ে বলুন, আদেশটি অবৈধ বা অন্যায়, যা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। ছদ্মনামে লিফলেট প্রচার করলেন তো আপনি নিজেই একটা অন্যায় করে বসলেন, যার শাস্তি সম্পর্কে মনে হয় আপনি ভালো জানেন। আদেশটি যদি সত্যিই অবৈধ হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই জানেন ওটা কেন অবৈধ, আপনি ওটা ব্যাখ্যা করুন। যদি বসকে বোঝাতে সক্ষম হোন, তাহলেই জয়যাত্রা শুভ হলো। উলটো বস আপনাকে বুঝিয়ে দিতে পারেন, বিষয়টা অবৈধ নয়। আপনি কনভিন্স্ড হলে সেটা মেনে নিন এবং এগিয়ে যান।
বাই দিস টাইম আপনি নিজেও একজন বস। ভবিষ্যতে আরো উপরে যাবেন। আপনি সরাসরি কোনো অবৈধ আদেশ পেলে সেটা নীচের লেভেলে ট্রান্সমিট করবেন কীভাবে, সেই প্রস্তুতিও নিশ্চয়ই আপনার আছে। আদেশটা যে উৎসেই 'অবৈধ', সেটাও আদেশদাতাকে ডিপ্লোম্যাটিক্যালি বুঝিয়ে ঐ আদেশ প্রত্যাহারের কৌশল রপ্ত করতে হবে। একটা দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আপনার নিজের অনেক ভূমিকা রাখার সুযোগ আছে। আপনার পক্ষে যতখানি সম্ভব, আশা করি আপনি তাই করবেন এবং করে যাচ্ছেন।
শুভ কামনা রইল আপনার জন্য।
৫| ০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ২:০৭
নতুন বলেছেন: এই কৌশলটা আরেকবার কাজে লাগিয়ে সফল হয়েছিলাম৷ কারণ কেউ ধারণাও করবেনা- কোন অফিসার নিজের নামে নিজে অভিযোগ দিতে পারেন৷ অনেককে এ বুদ্ধি দিয়েছি৷ তারাও সফল হয়েছেন৷ আমার প্রথমোক্ত ব্যাচমেট আমার সাথে যোগাযোগ করলে তাকে এ পরামর্শই দিতাম৷ আমি নিশ্চিত যে এতে আমার ব্যাচমেট বেঁচে যেতেন৷ দুর্নীতিটাও সংঘটিত হতোনা৷ কারণ দুর্নীতি আড়ালে সংঘটিত হয়৷ যদি এটা প্রকাশ হয়ে যায়- সেক্ষেত্রে কারো বুকের এত পাটা নেই যে তা করে যাবে৷
দুর্নীতি করতে না চাইলে, দুর্নীতি না করলে নিজের ভেতরে একটা শক্তি জন্মে৷ এটা সততার শক্তি৷ এর সামনে কোন কিছুই দাড়াতে পারেনা৷ তবে কৌশলের বিকল্প নেই৷ কারো প্রয়োজন হলে আমার কৌশলটা প্রয়োগ করে দেখতে পারেন৷ ফল পাবেন৷
ম্যানেজমেন্টে একটা পর্যায়ে পৌছালে উপরের কোন সিদ্ধান্তে না বলা যায় না। এটা খুবই একটা কঠিন সমস্যা।
দেশের বাইরে কাজের সুবাধে অনৈতিক কিছু করতে হয় নাই। কিন্তু আমাদের টিম পছন্দ করবেনা এমন কাজের নির্দেশ যখন এসেছে তখন সেটা নিয়ে চাপে পরেছি। তখন আপনার মতনই বুদ্ধি করে কাজ হয়েছিলো।
ম্যানেজার হিসেবে টিমকে যেই কাজ আমরা করতে বলেছি সেই কাজ যে টিমের ছেলে মেয়েরা পছন্দ করছেনা তা তাদের কেই উপরের মহলে অভিযোগ দিতে আমরাই বলেছি। এবং কিছুদিন পরে আমাদের ঐ বস কে অন্য ডিপাটমেন্টে বদলি করে দিয়েছিলো।
ইচ্ছা থাকলে উপায় হয়। এখন সোসাল মিডিয়ার যুগে এই রকমের বিয়ষগুলি প্রকাশ্যে আনা আরো একটু সহজ। তাই আশা করি নতুন প্রযন্মের কর্মকর্তারা অনলাইনের একটিভিটি তাদের কাজের সচ্ছতা প্রকাশের কাজে লাগাবে যাতে দূনিতির বিরুদ্ধে মানুষ বেশি সেচ্ছার হয়।
৬| ০৫ ই জুন, ২০২৪ রাত ১২:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুর্নীতি না করলে নিজের ভেতরে একটা শক্তি জন্মে৷ এটা সততার শক্তি৷
.......................................................................................................
তারপরও কি বাচাঁ যায় ???
আশপাশে যারা অবৈধ উৎস থেকে টাকা অর্জন করতে চায়
তাদের দ্বারা বিপদে পড়তে হয় ।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪
আলামিন১০৪ বলেছেন: সরকারি চাকরিতে সৎ থাকা যে কত কঠিন তা একজন মাঠপর্যায়ে নিযুক্ত প্রকৌশলীকে জিজ্ঞাসা করে জেনে নিবেন। আমি এ জন্য জীবনে মাঠ পর্যায়ে পোস্টিং নেই নি, বাকি জীবন যেন এভাবে কাটাতে পারি আল্লাহর কাছে সে প্রার্থনা করি। একটা উদাহরণ দিই, আপনার সহকর্মীরা যারা জেলা প্রশাসক তারা সময়ে-অসময়ে, ইঞ্জিনিয়ারদের কাছে চাঁদা চান বিভিন্ন উপলক্ষে যেমন অমুক অনুষ্ঠান, অমুক দিবস ইত্যাদি। সেই বেচারা সৎ প্রকৌশলী তখন আর কী করবেন, ঠিকাদারকে ডেকে তার কাছে হাত পাতা ছাড়া? ফলে সেই ঠিকাদার সুযোগ বুঝে কাজে ফাকি দিয়ে সম্পূর্ণ বিল দাবী করে বিল দাবি করে বসে....
আপনি অনেক সুন্দর লিখেন, বই প্রকাশ করার পরামর্শ রইল। আরেকটি কথা, আপনাদের সুপার নিউমারী পদ নিয়ে কিছু কি লিখার সাহস আছে? শুনতে পাই আপনি নাকি অনেক সাহসী...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ৯:১১
জ্যাক স্মিথ বলেছেন: সরাসরি বসের বিরোধীতা করলে বিপদে পরার সম্ভবনা রয়েছে তাই এখানে কৌশল অবলম্বন করতে হবে, ইসলামি পরিভাষায় যাকে বলে হিকমা। তবে আপনি যতই হিকমা খাটান না কেন, বাংলাদেশে একজন ভালো মানুষের পক্ষে সুস্থ-স্বাভাবিক জীবন যাপন সম্ভব নয়, বিপদ আপনার চারিদিকে ওৎ পেতে রয়েছে।