নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

কাজী সায়েমুজ্জামান- এর দুটো কবিতা

০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৭

এক।
হারিয়ে ফেলার ভয়
গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় চারদিক চেয়ে দেখি
এই শূন্যতায় কোথাও কেউ নেই জেগে আছি একাকী।
সাতপাঁচ ভেবে কোন লাভ নেই শুয়ে থাকি পাশ ফিরে
তোমার গর্ভে আমার আশংকা বেড়ে ওঠে ধীরে ধীরে।
তোমাকে যতটুকুই পেয়েছি তার হিসেব করতে গিয়ে
দেখি প্রাপ্তির ঘরে কিছু নেই পূর্ণ হয়ে আছে ভুল দিয়ে।
তোমার স্পর্শে জন্ম নেয়া শব্দেরা বড় হয়ে ঘুমঘোরে
শংকার কবিতা এখানেও আওয়াজ তুলে জোরেশোরে।
সবকিছু মিলে আমার ভেতরেও এমন কেন মনে হয়
তোমাকে পাওয়ার আগেই কেবল হারিয়ে ফেলার ভয়।

ফিমা, মিরপুর
২২ জানুয়ারি, ২০১৮


দুই।
তোমাকে চেনা যায়
বুকের বাম পকেটে আঘাত জমা হয়ে প্রতিদিন
নিজের অজান্তেই বেড়েছে অনেক খেলাপি ঋণ।
ইচ্ছার আগুনে পুড়ে যাওয়া মনে তবু জাগে বোধ
কবিতার প্রকাশেই হতে পারে এ ঋণ পরিশোধ।

জানি, মন খারাপের কালে কবিতা লিখতে নেই
তবু আবেগের ঢেউ প্রবোধ মানছেনা কিছুতেই।
কলমের কালিতে অঝোরে দুঃখ বেরিয়ে আসে
মন খারাপেরা বাঁধাহীন ছড়িয়ে পড়ে চারপাশে।

আমার কবিতায় কষ্টগুলো এভাবে বেঁধেছে ঘর
উপরে নীরবতায় ঝড় বয়ে যায় গহনের ভেতর।
কষ্ট ছড়ানোর ঝুকিঁ কেউ কী সহজে নিতে চায়!
মন খারাপের কষ্টের কালে তোমাকে চেনা যায়।

ফিমা, মিরপুর
২৩ জানুয়ারি ২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৪

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৮

সায়েমুজজ্জামান বলেছেন: অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

২| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৬

তারেক ফাহিম বলেছেন: উভয় কবিতা দারুন।

এত এত শংকা নিয়ে ভালোই আছেন।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

সায়েমুজজ্জামান বলেছেন: সাতপাঁচ ভেবে কোন লাভ নেই শুয়ে থাকি পাশ ফিরে
তার গর্ভে আমার আশংকা বেড়ে ওঠে ধীরে ধীরে।

৩| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: দু'টি কবিতাই ভালো হয়েছে।
আমার পত্রিকা থাকলে এ দু'টি কবিতা ছাপাতাম এবং আপনাকে কিছু সম্মানীও দিতাম।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৩

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আপনার মন্তব্যে এর চেয়েও বেশি পুরস্কার পেয়ে গেছি। কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

৪| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।দুটিই ভালো লাগলো।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:০৪

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

মোহাম্মদ নাজমুল হোসেন বলেছেন: ভাবনা বা বাস্তবতার বহি:প্রকাশের চূড়া থেকে বলছি, অনেক সুন্দর হয়েছে। দু'টি কবিতাই অনেক ভালো লেগেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.