নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
সেরা ইতিহাস
এক মহামানবের গল্প শোনাবো অবনত শ্রদ্ধাভরে
তার যত কীর্তি খোদিত আছে মহাকাব্যের অন্দরে৷
তিনি জুড়ে আছেন আত্মপরিচয়ে উৎস আর উদ্ভবে
সব মতপথের শেষ প্রান্ত তিনি এখানেই থামতে হবে৷
তার নেতৃত্বে একটি জাতিকে দিয়েছিলো স্বাধীনতা
শোষিতের পক্ষে অত্যাচারীর মানেন নি অধীনতা৷
বাংলায় এমন বজ্রকন্ঠের ডাক কেউ শুনেনি আর
আঙ্গুলের হুংকারে আলোকিত হয় গাঢ় অন্ধকার৷
ব্যক্তিত্বে প্রজ্ঞায় রাজসিক উচ্চতায় জীবন্ত হিমালয়
অন্যরা যারা বেঁচে ছিলেন আসলে সেটা তাঁর সময়৷
বিশাল হৃদয়টায় আকাশের মতো জায়গা ছিল তাঁর
শত্রু ধরে বুকে টেনে নিতেন; ক্ষমা দিতেন উপহার৷
পরাজিত শত্রু হেরেছিল বটে তবুও কৌশলে ধীরে
ষড়যন্ত্রের জাল বুনা হয় তার এই মহানুভবতা ঘিরে৷
নিজের মানুষের প্রতি এমন আস্থার নির্দয় প্রতিদান
বুলেটের আঘাতে ঝাঁঝরা বুকে সবাইকে দিয়ে যান৷
হায় পাপিষ্ঠ, এমন মানুষ হত্যা কখনোই বিপ্লব নয়
এই কালোরাতে হিংস্রতা ছিল মানবতার পরাজয়৷
যতবারই ভাবি মেলাতে পারিনা উদাস শূন্য চোখ
বুকের দেয়ালে গেঁথে গেছে স্বজন হারানোর শোক৷
কিছুতেই শেষ হবেনা তাঁর অমোঘ কীর্তি অফুরান
তিনি সেরা ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷
কাজী সায়েমুজ্জামান
ইস্কাটন, ঢাকা
১৫ আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
©somewhere in net ltd.