নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
১.০
ও চাঁদ তোমার কাছে অামার শুধু এই প্রশ্নটি ছিল,
একাই যদি থাকা তবে সে ক্যান মানব জনম দিল?
একটি বার কি এই অালোতে পড়বে হাতের রেখা?
বলো, কোন জনমে তার সাথে এই অামার হবে দেখা৷
২.০
চাঁদ, অামার সাথে যার দেখা হয় সেই করে যায় ক্ষতি,
কষ্ট না হয় বয়েই যেতাম ভাগ্য অামার এমন হতো যদি;
তোমার অালোয় সেরে যাবে মনের সকল ব্যথার ক্ষত
বলো, হাতের রেখায় কি লিখেছে সে অামার ভবিষ্যৎ৷
৩.০
চাঁদ, চুপ থেকোনা অাজকে তোমার এমন রূপের রাতে
ভুৎ ভবিষ্যৎ সব বলে দাও- যা লেখা অাছে এই হাতে৷
তোমার অালো অামার; কান্না ছড়ায় সে যেন তা বুঝে
না হয় অামিও হারিয়ে যাবো অার অার পাবেনা খুঁজে৷
কাজী সায়েমুজ্জামান
লাইভ ছড়া
বিপিএটিসি, সাভার৷
১৪ নভেম্বর, ২০১৬
©somewhere in net ltd.