নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
খামখেয়ালীর জীবন
কাজী সায়েমুজ্জামান
বুকের ভেতর সারা বছর বৃষ্টি চাষের ফল,
সাগর নদীর যা কিছু তা আমার চোখের জল।
লোনাজলের ফলন বাড়ে নীল রঙয়ে অক্ষরে,
ছন্নছাড়া অনুভূতি কবিতায়- সব ধার করে।
আকাশ জানে সব খবরই মেঘে কোথায় বাস,
আমার ভেতর বন্যা কখন- ঝড়ের পূর্বাভাস?
হাত বাড়িয়ে মন ছুয়েঁ যায় আড়াল মেলে চোখ
বেহিসাবী আবেগ ভাসায় আমার স্বপনলোক।
দু’হাত ভরে খরচ করে মনে আজব খেয়াল,
একটা মন তাও সেখানে দুভাগ করা দেয়াল।
ভর দুপুরেই সন্ধ্যা নামে, মাঝ রাতেই রোদ
দু’পকেটের মুঠোয় ঘুমায় হাজার প্রতিশোধ।
জলছবিটায় রঙ লাগিয়ে ইচ্ছা উড়ায় ঘুড়ি
এক মানবী সামনে এলেই শখের ছোড়াছুড়ি।
ইচ্ছা জাগে ভীষণ রকম উঠতে গেলেই চূর্ণ,
কি আসে যায়-যখন আমি সব হারিয়েও পূর্ণ।
একতরফা ছুয়ে নেয়া-এমন খেলার কি নাম?
মানবীকেই খামখেয়ালী জীবন সপে দিলাম।
(উৎসর্গ: সুহৃদ স্মৃতি। এবার বিএসসি অনার্স পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় অভিনন্দনসহ)
ডাকবাংলো, গলাচিপা
২৫ জানুয়ারী, ২০১৫
রাত ১২.০১ টা।
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২
সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। আপনার ভালোলাগা গ্রহণ করলাম। ভালো থাকবেন নিরন্তর।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
নিলু বলেছেন: ভালো , লিখতে থাকুন
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩
সায়েমুজজ্জামান বলেছেন: আপনাকে ধন্যবাদ। অনুপ্রেরণা দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
উসীমজদ্দীন বলেছেন:
অনেকদিন পর সামুতে কবিতা পড়লাম। ভাল লাগা রেখে গেলাম....