নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
অনেকেই কালো বিড়ালের রাস্তা পার হওয়াকে অশুভ মনে করে থাকেন। এ সংস্কার শুধু আমাদের দেশেই প্রচলিত নয়। পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতেও তা বিদ্যমান।
জার্মানিতে রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে কালো বিড়ালের ছুটে যাওয়াকে অশুভ মনে করা হয়। কালো বিড়াল যদি বাম থেকে ডানে রাস্তা পার হয় তবে তা শুভ লক্ষণ বলে ধরা হয়।
পশ্চিম এবং দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশেও এ জাতীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। ১৯ শতকের জলদস্যুরা বিশ্বাস করতো, কোনো মানুষের কাছ থেকে কালো বিড়াল দূরে পালালে তা দুর্ভাগ্য দূরীভূত হওয়ার লক্ষণ। জুয়াড়িরা জুয়া খেলতে যাওয়ার পথে কালো বিড়ালের দর্শনও অশুভ বলে মনে করেন।
সাধারণভাবে মনে করা হয়, কালো বিড়াল রাস্তা পার হলে ১০ পা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আবার সামনে এগিয়ে যাওয়া ভালো।
জীববিজ্ঞানীদের একাংশ মনে করেন, এ সমস্ত বিশ্বাসের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। কোনো কোনো প্রাণী আসন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাস পেয়ে থাকে। কিন্তু ব্যক্তি বিশেষের দুর্ভাগ্যের সঙ্গে বিড়াল বা অন্য প্রাণীর যোগ রয়েছে বলে বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।
২| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: মানুষ শখ করে বিড়াল পালে এখন। এসব কুসংস্কার অনেকটাই দূর হয়ে গেছে এখন।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
কামাল১৮ বলেছেন: কুসংস্কারের কোন ভালো দিক নাই।যে কোন অন্ধ বিশ্বাসই খারাপ।
৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৯
আজব লিংকন বলেছেন: কালা বিলাই আমার খুব পছন্দ। বাসায় প্রায়ই ৩ বেলা একটা কাল বিড়াল আসে। ডাকাডাকি করে। ভাত মাছ গোস্ত দেই। ভাত খায় না শুধু মাছ গোস্ত খায়, খুব জমিদার।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৮
জ্যাক স্মিথ বলেছেন: এমন প্রাগঐতিহাসিক চিন্তাধারার মানুষ এখনো দুনিয়ায় আছে?