নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

কর্নেল তাহের।

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

ইনি কর্নেল তাহের। বাংলাদেশে জন্ম নেয়া একজন

অগ্নিপুরুষ। আফসোস আমার দেশ তার শ্রেষ্ট

সন্তানদের ধরে রাখতে পারে নি। পাকিস্তান

আর্মিতে থাকাকালে তাহেরের অসাধারন

সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে।

তাকে আসতে দেখলে অফিসার রা ফিসফিসিয়ে বলত "লুক জেন্টলম্যান, দিস ইজ তাহের, আ লিজেন্ট ইন দ্য

হিস্ট্রি অভ কামান্ডো ট্রেনিং। ...আ ম্যান ক্যান নট

বী আ তাহের। হী ইজ আ সুপার, এক্সেপশনাল'।" "তাঁর

সার্টিফিকেটে লেখা ছিল, তিনি পৃথিবীর যে কোন

দেশের, যে কোন সেনাবাহিনীর সঙ্গে, যে কোন

অবস্থায়, অনায়াসে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম।" যুদ্ধের সময় কর্নেল তাহের পাকিস্তান

সেনা বাহিনী থেকে পালিয়ে আসেন। যোগ দেন

মুক্তিযুদ্ধে। পাক অফিসার রা তাদের সৈনিকদের তাহের

সম্পর্কে সতর্ক করে দিয়ে বলত, "'ইয়াংম্যান,

বী আ্যওয়ার অভ তাহের। হী ইজ আ ভলকানো, আ

হানড্রেড পার্সেন্ট এক্সাম্পল, প্রফেশনাল। সো সেভ ইয়্যুর স্কীন'।" তাহের যুদ্ধে পা হারান।"তাহেরের বাঁ পায়ে গুলি লেগে গেল,

রক্ত ঝরছে বিরামহীন। চেষ্টা করেও

থামাননো যাচ্ছে না। তাঁকে উদ্ধার করতে ভারতীয়

বাহিনীর সদস্যরা দ্রুত হেলিকপ্টার

নিয়ে ঘটনাস্থলে পৌছল।

উদ্ধারকারি মিত্র বাহিনীর অফিসারকে তাহের হা হা করে হাসতে হাসতে বললেন: 'এরা কী যুদ্ধ করবে,

এরা আমার মাথায়ই গুলি লাগাতে পারেনি। বাংলাদেশ

স্বাধীন হবেই, এরা আটকাতে পারবে না, এদের এই

ক্ষমতাই নাই'।" কর্নেল তাহের কে হত্যা করা হয়। কাজটি করেন

মেজর

জিয়া। যে জিয়াকে তাহের ই কারামুক্ত করেছিলেন।"তাঁকে যেভাবে ফাঁসি দেয়া হয় প্রকারন্তরে এ খুনেরই নামান্তর।

তাঁর ডেথ ওয়ারেন্ট ইস্যু করার মাত্র ৩ দিনের মাথায়

ফাঁসি কার্যকর করা হয়। অথচ জেল কোড অনুযায়ী ডেথ

ওয়ারেন্ট ইস্যুর ২১ দিন আগে বা ২৮ দিন পরে মৃত্যুদন্ড কার্যকর করার

বিধান নাই।" "একজন কথিত জল্লাদ জনাব মোঃ সিরাজউদ্দিনের

সাক্ষৎকার নেয়া হয়েছিল, মিনার মাহমুদের বিচিন্তা পত্রিকায়:

"প্রশ্ন: ফাঁসির মঞ্চের কোনও ব্যক্তির আচরণ

কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? যদি যায়, তবে সেই

ব্যক্তিটি কে? জল্লাদ সিরাজউদ্দিন: কর্ণেল তাহের। ফাঁসির

মঞ্চে দাঁড়াইয়া তিনি সহজভাবে কথা বলেছেন।

একটা বিপ্লবী কবিতা পইড়া শোনাইছেন (জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে...)। আশ্চর্য!

তিনি নিজের হাতে যমটুপি পরছেন। নিজেই ফাঁসির

দড়ি নিজের গলায় লাগাইছেন। আমার মনে হয় ফাঁসির মঞ্চে এমন সাহস

দুনিয়ার আর কেউ

দেখাইতে পারে নাই।'" কর্নেল তাহের তোমাকে কি স্পর্শ করতে পারি http://www.ali-mahmed.com/2009/01/blog- post_8805.html মুক্তিযুদ্ধে, তাহের- স্যালুট ম্যান http:// http://www.ali-mahmed.com/2007/06/blog- post_5428.html

ইনি কর্নেল তাহের। বাংলাদেশে জন্ম নেয়া একজন অগ্নিপুরুষ। আফসোস আমার দেশ তার শ্রেষ্ট সন্তানদের ধরে রাখতে পারে নি। পাকিস্তান আর্মিতে থাকাকালে তাহেরের অসাধারন সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে। তাকে আসতে দেখলে অফিসার রা ফিসফিসিয়ে বলত "লুক জেন্টলম্যান, দিস ইজ তাহের, আ লিজেন্ট ইন দ্য হিস্ট্রি অভ কামান্ডো ট্রেনিং। ...আ ম্যান ক্যান নট বী আ তাহের। হী ইজ আ সুপার, এক্সেপশনাল'।" "তাঁর সার্টিফিকেটে লেখা ছিল, তিনি পৃথিবীর যে কোন দেশের, যে কোন সেনাবাহিনীর সঙ্গে, যে কোন অবস্থায়, অনায়াসে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম।" যুদ্ধের সময় কর্নেল তাহের পাকিস্তান সেনা বাহিনী থেকে পালিয়ে আসেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। পাক অফিসার রা তাদের সৈনিকদের তাহের সম্পর্কে সতর্ক করে দিয়ে বলত, "'ইয়াংম্যান, বী আ্যওয়ার অভ তাহের। হী ইজ আ ভলকানো, আ হানড্রেড পার্সেন্ট এক্সাম্পল, প্রফেশনাল। সো সেভ ইয়্যুর স্কীন'।" তাহের যুদ্ধে পা হারান।"তাহেরের বাঁ পায়ে গুলি লেগে গেল, রক্ত ঝরছে বিরামহীন। চেষ্টা করেও থামাননো যাচ্ছে না। তাঁকে উদ্ধার করতে ভারতীয় বাহিনীর সদস্যরা দ্রুত হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌছল। উদ্ধারকারি মিত্র বাহিনীর অফিসারকে তাহের হা হা করে হাসতে হাসতে বললেন: 'এরা কী যুদ্ধ করবে, এরা আমার মাথায়ই গুলি লাগাতে পারেনি। বাংলাদেশ স্বাধীন হবেই, এরা আটকাতে পারবে না, এদের এই ক্ষমতাই নাই'।" কর্নেল তাহের কে হত্যা করা হয়। কাজটি করেন মেজর জিয়া। যে জিয়াকে তাহের ই কারামুক্ত করেছিলেন।"তাঁকে যেভাবে ফাঁসি দেয়া হয় প্রকারন্তরে এ খুনেরই নামান্তর। তাঁর ডেথ ওয়ারেন্ট ইস্যু করার মাত্র ৩ দিনের মাথায় ফাঁসি কার্যকর করা হয়। অথচ জেল কোড অনুযায়ী ডেথ ওয়ারেন্ট ইস্যুর ২১ দিন আগে বা ২৮ দিন পরে মৃত্যুদন্ড কার্যকর করার বিধান নাই।" "একজন কথিত জল্লাদ জনাব মোঃ সিরাজউদ্দিনের সাক্ষৎকার নেয়া হয়েছিল, মিনার মাহমুদের বিচিন্তা পত্রিকায়: "প্রশ্ন: ফাঁসির মঞ্চের কোনও ব্যক্তির আচরণ কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? যদি যায়, তবে সেই ব্যক্তিটি কে? জল্লাদ সিরাজউদ্দিন: কর্ণেল তাহের। ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া তিনি সহজভাবে কথা বলেছেন। একটা বিপ্লবী কবিতা পইড়া শোনাইছেন (জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে...)। আশ্চর্য! তিনি নিজের হাতে যমটুপি পরছেন। নিজেই ফাঁসির দড়ি নিজের গলায় লাগাইছেন। আমার মনে হয় ফাঁসির মঞ্চে এমন সাহস দুনিয়ার আর কেউ দেখাইতে পারে নাই।'" কর্নেল তাহের তোমাকে কি স্পর্শ করতে পারি http://www.ali-mahmed.com/2009/01/blog- post_8805.html মুক্তিযুদ্ধে, তাহের- স্যালুট ম্যান http:// http://www.ali-mahmed.com/2007/06/blog- post_5428.html

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

লেখোয়াড় বলেছেন:
+++++++++++++

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: দুইটা পোস্টের যেকোনো একটাতে সম্ভবত আমার কমেন্ট আছে।আমার দুঃখ খালেদ মোশারফকে নিয়ে।উনি খন্দকার মোশতাক্ রে নামাইলেন।তারে মারলেন তাহের জিয়ারে বাচাইতে গিয়া।গাদ্দার জিয়া তারেই পথের কাঁটা বুইঝা সরাইয়া দিলো।নিয়তির কি নির্মম পরিহাস!জিয়াও এসাসিনেটেড হইলেন।খালেদ মোশারফ কাউরে না মাইরাই মরল উনার মা এর ভাইএর কাবিলামির জন্য।এটাতে আমার খুব আফসোস হয়।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: দুইটা পোস্টের যেকোনো একটাতে সম্ভবত আমার কমেন্ট আছে।আমার দুঃখ খালেদ মোশারফকে নিয়ে।উনি খন্দকার মোশতাক্ রে নামাইলেন।তারে মারলেন তাহের জিয়ারে বাচাইতে গিয়া।গাদ্দার জিয়া তারেই পথের কাঁটা বুইঝা সরাইয়া দিলো।নিয়তির কি নির্মম পরিহাস!জিয়াও এসাসিনেটেড হইলেন।খালেদ মোশারফ কাউরে না মাইরাই মরল উনার মা এর ভাইএর কাবিলামির জন্য।এটাতে আমার খুব আফসোস হয়।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: শ্রদ্ধা এবং শ্রদ্ধা ....

৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

গোয়েন্দাপ্রধান বলেছেন: srodda tar jnno tbe taherer plan clo zia k samne reke sipahi biplob kra ebong proyonjn mto chure fela.so ek bne dui bag take na tai j kno ekjn k mrte htoi ekane tai gotese

৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

পাস্ট পারফেক্ট বলেছেন: শ্রদ্ধাঞ্জলী দিতে দিতে বাঙ্গালী তার লাইফ পার কইরা দিব।

৭| ০১ লা মে, ২০১৩ রাত ১:২১

পিকেকে টিটু বলেছেন: +++++++++++++++

৮| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: ধন্যবাদ ভাই পোষ্টের জন্য। মানুষটা সম্পর্কে অনেক কিছুই জানা ছিলনা!

৯| ০১ লা মে, ২০১৩ দুপুর ১:২৯

মামুন,চৌ:হাট বলেছেন: কর্ণেল তাহের , জিয়া , মুজিব, তাজউদ্দিন সহ ঐ সময়ের প্রথম সারির সকল নেতাকে মন থেকে ভালভাসি। রাজনীতি করতে গেলে এধরনের ঘটনাগুলো হবেই। তবে সাধারণ জনগণ হিসাবে আমি ওনাদের ভালবাসি তারা আর যা হোক দেশ প্রেমীক ছিল।তাদের মধ্যে থেকে যে কেউ এখন পর্যন্ত দেশ পারিচলনার দায়িত্বতে থাকলে বাংলাদেশের অবস্থান আজ অন্যরকম হতে পারত।

১০| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:২৭

রক রক বলেছেন: (জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.