নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

এই জাতি একদিন উঠবেই উঠবে,

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

এই দেশে বুক ভরে শ্বাস টেনে দীর্ঘদিন বাঁচতে বড় স্বাধ জাগে, যখন দেখি অসংখ্য ৫-১২ বছরের শিশুরা টিফিনের টাকা জমিয়ে, রুটি, কলা, বিস্কুট, খাবার সেলাই স্বজনহারা পথশ্রমে ক্লান্ত মানুষের মাঝে বিলাতে। লাশ রাখার অধরচন্দ্র স্কুলের মাঠটা স্বপ্রনোদিত হয়ে দেখাতে। লাশের গন্ধ উপেক্ষা করে ছোট ছোট বাচ্ছারা স্কাউটের কাজ করতে। জাতি ধর্ম ভুলে বৃদ্ধকে রিক্সায় বসিয়ে অধরচন্দ্রে নিয়ে যেতে। রাস্তায় দাড়িয়ে সোহেল রানার অপকর্মের জন্য ধিক্কার দিতে।

আমি ভুলে যাই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দ্বি-খন্ডিত (আস্তিক-নাস্তিক) বাংলাদেশ। এই জাতি একদিন উঠবেই উঠবে, কেউ দাবিযে রাখতে পারবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

সাদা রং- বলেছেন: এসব দেখে চোখে জল চলে আসে।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

বেলাল আহমেদ রাসেল বলেছেন: সাদা রং- বলেছেন: এসব দেখে চোখে জল চলে আসে।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

মেংগো পিপোল বলেছেন: এই জাতি একদিন উঠবেই উঠবে, কেউ দাবিযে রাখতে পারবে না।

স হ ম ত।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

বিজয় বেষ্ট বলেছেন: আইসব শুনলে বা দেখলে মন আবেগে ভরে উঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.