নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

সমালোচনা কেনো করতে হবে

২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫২



ইউনুস সাহেব ফেল করলে পুরো বাংলাদেশ ফেল করবে।

তিনি ফেল করলে যত তরুণ দেশ সংস্কারের স্বপ্ন দেখেছিলো সবার স্বপ্ন ভংগ হবে, হতাশায় অনেকে আত্মহত্যাও করতে পারে। একটা বড় অংশ দেশ ছাড়বে।
যারা রিভার্স ব্রেইন ড্রেইন করে দেশে যাওয়ার স্বপ্ন বুনছিলো তারা আর জীবনেও দেশের নাম নেবে না।
এই আন্দোলনে যারা জড়িত সবাইকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, এখন হল দখল করতে বাধা দেওয়া সহ অনেক কাজের জন্য অনেকে ক্ষেপা, পরবর্তী যেদল ক্ষমতায় আসবে তারা এদেরকে পেঠাবে।

তাই ইউনুস সাহেবকে ফেল করতে দেওয়া যাবে না।
তিনি যাতে তার হাতে অল্প যা সময় আছে সেটার ব্যবহার করে সসম্মানের সাথে ক্ষমতা হস্তান্তর করতে পারেন এজন্য তাকে সাহায্য করতে হবে।

তোমরা যারা তেলবাজ আছো তেলবাজি করতে গিয়ে মিথ্যা খবর শেয়ার করছো আদতে তোমরা উনার ক্ষতি করছো।

এখন উনার দরকার সঠিক দিকনির্দেশনা, উনি প্রবাসীদের জন্য কি করতেছে আর গ্যাস লাইন বন্ধ করছে কি না এইসব ফেইক নিউজ শেয়ার দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে উনার সরকার আসন্ন কি কি বিপদের সম্মুখীন হতে পারে আর এর থেকে কিভাবে বাচতে পারে এর খোলামেলা আলাপ।

সবাইকে সারপ্রাইজ করে দিয়ে একেকবার একেকটা আন্দোলনের নামে ইউনুস সরকারকে নড়ানোর চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন এই সরকারের উপর আঘাত আসছে, পুলিশ এখনো পুরোদমে কাজ করছে না, বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, পাল্টা অভ্যুত্থানের চক আকা হচ্ছে, বিদেশি শক্তি সক্রিয় হচ্ছে। এই সরকার চলছে পুলসিরাতের দড়ির উপর দিয়া।
প্রতিটা পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হচ্ছে, সরকার যদি কোনো ভুল করে সেটা না দেখার ভান না করে সেটার সমালোচনা করলে ভবিষ্যতে আর সেই ভুল করবে না, ফলে সে সঠিক রাস্তায় থাকবে। আর সরকারের ভুল এড়িয়ে শুধুমাত্র ভালোকাজের প্রসংশা করলে এই ভুলগুলো আর ভুল মনে হবে না ফলে একসময় যখন ভুলের মাশুল দেওয়ার সময় আসবে তখন দেরি হয়ে যাবে।

তাই অযথা তেলমারা ফেইক নিউজ শেয়ার না দিয়া সরকারের ভালো যে কাজগুলো আছে সেগুলোর প্রচার এবং খারাপ কাজের নিন্দা করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করতে হবে, কি হতে পারে আর কিভাবে এর থেকে বাচা যায় সেগুলো নিয়ে আলাপ করতে হবে, তর্কবিতর্ক করতে হবে। যদি মনে করেন যে হাসিনার পতন হইছে মানে আমরা জিইত্তা গেছি তাইলে ভুল, একটা জয় অবশ্যই হইছে তবে আসল জয়ের দেখা পেতে হলে স্রোতে গা না ভাসিয়ে সতর্ক থাকুন, চোককান খোলা রাখুন। খেলা এখনো শেষ না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


ইউনুস পাস করতে হলে কীভাবে খাতায় লিখতে হবে বলে, মনে করেন।

২| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

বাউন্ডেলে বলেছেন: মানুষ গনতান্ত্রিক সরকারের কাছে আশা করে। সাম্রাজ্যবাদের চপিয়ে দেয়া ষন্ডামার্কা সরকারের কিছু চায় না- পরিত্রান চায়। এই ক’ দিনেই দেশটাকে নরকে পরিনত করেছে সে । সারাদেশে চলছে গুম,খুন,নির্যাতন, লুটপাট, বাড়ীঘর, কারখানা জ্বালিয়ে দেয়। তাকে দেশের মানুষ চলে যেতে বলছে ।

৩| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তিনি যে ফেল করবেন এটা অবধারিত।
তিনি একটি অনির্বাচিত সরকারের প্রধান এবং এই সরকারের অস্তিত্ব সংবিধানে নাই।
সুতরাং তাঁর সফল হওয়ার কোনো কারণ নেই।
তাঁর পেছনে কোন রাজনৈতিক দলও নাই ।
তিনি একা।

৪| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






এ সরকারের কোনো ভালো কাজ নাই।
এই সরকারের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে বিএনপি জামাতকে প্রতিষ্ঠা করা।


৫| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১:৪০

প্রহররাজা বলেছেন: আর্মি আর মব কে কাজে লাগিয়ে উনার মাধ্যমে আমেরিকার লিবারেল সরকার নিজেদের স্বার্থ উদ্ধার করবে, যে কারনে জাতিসংঘ ইসরাইল, ইরান, ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তানের পরিস্তিতি বাদ দিয়ে ক্রিকেটার সাকিবকে নিয়েও কথা বলছে।

৬| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ২:৫০

ছাত্র২৪ বলেছেন: দেশের বেশিরভাগ মানুষ খুব নিরাশায় ভোগে। এর অন্যতম কারণ তাদের আত্মবিশ্বাস খুবই কম। যেমন আন্দোলনের সময় একদল মনে করতো আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভবই না। আমি বাংলাদেশের ভবিষ্যত নিয়ে আশাবাদী সাথে ইন্টারিম গর্ভমেন্ট নিয়েও। অবশ্যই তাদের সমালোচনা করতে হবে ভুল ধরিয়ে দিতে হবে। আকাশচুম্বী কিছু আশা করিনা। ধারাবাহিক ভাবে সংস্কার চাই যেটার জন্য সময় লাগবে এবং এটা একা ইন্টারিম গর্ভমেন্ট করতে পারবেনা । সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রয়োজন কারণ তাদের মধ্যেই কেউ না কেউ ক্ষমতায় আসবে। নিজেদের মধ্যে হানাহানী বাদ দিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর আগের মতো থাকবেনা। এই তরুণদের হাত ধরে ভিন্ন এক বাংলাদেশ দেখতে যাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.