নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

সিনেমা যেভাবে আমাদের পারসেপশন নিয়ন্ত্রণ করে।

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২



উপমহাদেশীয় সিনেমায় আমরা দেখি হিরো তথা গল্পের প্রধান চরিত্র সাধারণত একজন পার্ফেক্ট লোক হয়।

পার্ফেক্ট বলতে সে লেখাপড়ায় ফার্স্টক্লাস ফার্স্ট হয়, লড়াইয়ে তার সাথে কেউ পারে না, সে হয় একজন ভালো স্বামী, ভালো পিতা, লয়াল প্রেমিক, সে দেখতে সুদর্শন হয়, সে নেশা করেনা, সে অন্যায়ের প্রতিবাদ করে, সে নেতৃত্ব দেয়, পুলিশ হলে সে সৎ পুলিশ হয়, সে দূর্বলের পক্ষে দাড়ায়, সে গরীবকে সাহায্য করে অর্থাৎ সকল মানবিক গুণাবলি তার মাঝে থাকে। ক্ষেত্রবিশেষ দুয়েকটা সিনেমায় গল্পের প্রয়োজনে তার মধ্যে হয়তো দুয়েকটা গুণাবলির অভাব দেখা যায় কিন্তু জেনারলি হিরোরা হয় পার্ফেক্ট ।

এই আমরা এইভাবে প্রগ্রামড হইছি যে একজন ভালো শিপ্লী হলে তার মাঝে অন্যসব মানবিক গুণাবলিও থাকবে, একজন ভালো সাংবাদিক হলে সে আমাদের হিরো সো তার মাঝে অন্যসব মানবিক গুণাবলিও থাকববে। বা কেউ ভালো ইউটিউবার বা ভালো শিক্ষক বা ভালো খেলোয়াড় সো সে যেহেতু আইডল হিরো নায়ক যা ই বলি না কেনো তার মাঝে অন্যসব মানবিক গুণাবলি থাকবে।

এই ভ্রান্ত ধারণাটা আমাদের প্রত্যাশা বাড়িয়ে দেয়, ফলে যখন আমরা একজন গায়কের মাঝে অন্যসব মানবিক গুণাবলির কোনো একটা পাই না তখন চরম হতাশায় নিমজ্জিত হই, তারপর শুরু করি তাকে ট্রল করা, গালি দেওয়া দালাল ট্যাগ দেওয়া।
এজন্য রোল প্লে নিয়া আমি একটা বা দুইটা লেখা লেখছিলাম, সবার একটা আলাদা রোল আছে সমাজে, সে সেই জায়গায় পার্ফেক্ট হওয়া যথেষ্ট।
যে নাপিত ভালো চুল কাটে তারে আপনি তার চুল কাটার প্রেমে পইড়া তারে বাবুর্চির দায়িত্ব দিলে তরকারিতে লবণ কমবেশি হওয়ার আশংকা থেকেই যায়। তার কাজ চুল কাটা সেটা ঠিকমতো না করলে তাকে বকা যায়, রান্নায় লবণ কম দিলে তাকে বকা উচিত না, তার কাজ রান্না করা না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.