নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রয়টার্সকে দেওয়া জয়ের সর্বশেষ সাক্ষাৎকার হেসে উড়িয়ে দেওয়া উচিত না, জয়ের আগের ইন্টারভিউ গুলোতে সে তার নিজের কথা বললেও এই ইন্টারভিউতে সে শিখিয়ে দেওয়া কথা বলছে। এই কথাগুলো তার নিজের না।
তার বক্তব্যের পরেই বিচারপতিরা সভা ডাকেন, পরে অবশ্য চাপের মুখে তা স্থগিত করেন। এখন হাইকোর্টে ইউনুস সরকার কেনো অবৈধ নয় সেই মর্মে রিট হলেও অবাক হবো না। রিট আমলে নেওয়ার মতো আওয়ামীপন্থী বিচারপতির অভাব নাই। এখন রিট রুখতে কি জরুরি অবস্থা জারি করবেন?
জয় বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নের ইশারা দিয়েছেন। উনাকে যিনি এই কথা শিখিয়ে দিয়েছেন তিনি এখন বুঝতে পেরেছেন যে ইউনুস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করবে যা বিএনপি পছন্দ করবে না, বিএনপি আওয়ামীলীগ উভয়েরই এখন উদ্যেশ্য একটা, নির্বাচন। সো তাদের উভয় দলকে ভবিষ্যতে একত্রে ইউনুস সরকারকে চাপ দিয়ে নির্বাচন আদায় করা অন্যথায় আন্দোলন করার প্রয়োজন দেখা দিতে পারে।
জয় আওয়ামিলীগ তথা বাংলাদেশ প্রশ্নে আগে হেসে উনারা ইন্টারেস্টেড না এই কথা বললেও এখন অন্য কথা বলছেন, তার এই "অন্যকথা" প্রতিবিপ্লবের বীজ রোপণ করলো।
২| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতের কথায় সে বলছে। এখন সবাইকে আরো সাবধান হতে হবে। এখন সে যা বলবে সবই ভারতে শেখানো।
৩| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৮
নূর আলম হিরণ বলেছেন: অবস্থা বেগতিক দেখলে ইউনূস সরকার বিএনপি থেকে ইন্ডিমিনিটির নিশ্চয়তা নিয়ে ক্ষমতা হস্তান্তর করে দিবে।
৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রধান উপদেষ্টা নিয়োগের গেজেট আছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন গেজেট নাই ।
বিষয়টা কেমন রহস্যজনক মনে হয়।
৫| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রধানমন্ত্রীর নিয়োগের গেজেট হয়েছে কিন্তু পদত্যাগের কোন গেজেট দেখা যাচ্ছে না।
৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৪
কিশোর মাইনু বলেছেন: খালেদা জিয়াকে কিন্তু হাসিনার নির্দেশেই ছাড়া হয়েছে। হাসিনার শেষ অর্ডার ছিল এটা দেশ ছাড়ার আগে পুলিশ চীফ কে যে বিএনপি এবং জামাত শিবিরের সবাইকে ছেড়ে দিতে including খালেদা জিয়া।
৭| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৪৩
আলামিন১০৪ বলেছেন: সর্পকে কখনো বিশ্বাস করতে নেই, বিএনপি যেন ফাদে পা না দেয়। জামাতের হাত ধরে ক্ষমতায় েআসা আওয়ামীদের কাজের নমুনা সামনেই আছে
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২০
নতুন বলেছেন: চোরে চোরে হালী।
নতুন আন্দোলনে আয়ামীলীগ, বিএনপির দুজনেরই পেটে লাথি পড়েছে। তাই দুজনে মিলে এই সরকার হঠিয়ে আবার দূনিতির সুযোগ নেওয়ার চেস্টা তো করবেই।
বাটপারেরা তাদের কৌশল পালাটে সময় নেবেনা। তাদের লক্ষতো দেশের সম্পদ লুট করা মাত্র।