নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ইউনুস সরকারের প্রতি আমার প্রথম সমালোচনা।
তিনি সলিমুল্লাহ খানকে উনার ক্যাবিনেটে রাখেন নাই কারন সলিমুল্লাহ স্যার কমিউনিস্ট। আর আমেরিকা কমিউনিস্ট দু চোখে দেখতে পারে না।
এটা থেকে বুঝা যায় উনি আমেরিকার প্রতি দূর্বল, এবং আমেরিকার কথায় চলেন, আমেরিকা উনারে বলছে কমিউনিস্ট না রাখতে। এখন তিনি আমেরিকাকে অনৈতিক সুবিধা দিলেও অবাক হবো না।
কারো কাছে কোনো কাউন্টার আর্গুমেন্ট থাকলে পেশ করতে পারেন।
২ । কেন সমালোচনা করবেন?
বিএনপি দেশকে পাকিস্তান বানাতে চায়, কিংবা আওয়ামী লীগ চায় দেশ ভারতের কাছে বিক্রি করতে, বা ইউনুস আমেরিকার কাছে। এইগুলা পপুলার সমালোচনা । কিন্তু বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিলো, দেশ পাকিস্তান হয়নাই, লীগ দেশরে ভারতের কাছে বিক্রি করেনাই, তেমনি ইউনুসও দেশ আমেরিকার কাছে বিক্রি করবেনা।
তবে কেনো আমরা এই আলাপ জারি রাখবো?
জারি রাখবো এই কারণে যে আপনি আলাপ বন্ধ করলে এই বিষয়গুলো ঘটা অসম্ভব না। আপনি এই আলাপ করতেছেন এজন্যই লীগ দেশকে ভারতের কাছে বিক্রি করেনাই, আপনি আলাপ করতেছেন এজন্যই বিএনপি দেশকে আবার পাকিস্তান বানায় নাই, আপনি এখন এই আলাপ করবেন এজন্যই ইউনুস দেশকে আমেরিকার কাছে বিক্রি করবে না।
আমরা যত বলবো ইউনুস দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে, উনি নিজেকে ততটাই আমেরিকার থেকে দূরে রাখার চেষ্টা করবেন, উনি ততটাই আমাদের কাছে প্রমাণ করতে চাইবেন যে উনি আমেরিকার দালাল না।
আমরা কিছু তথ্য সামনে এনে বলবো, দেখেন আপনি আমেরিকারে এই এই সুবিধা দিছেন, আমেরিকার সাথে আপনার দহরম মহরম । এইগুলা প্রমাণ করে আপনি আমেরিকার পারপাস সার্ভ করতেছেন। তখন উনি আমেরিকারে সুবিধা দেওয়া কমাবেন, দহরম মহরম না কমালেও প্রকাশ করবেন না, পরিশেষে এটা আমাদের দেশের জন্য লাভজনক ।
তাই সমালোচনা চলুক।
২| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা কোন কিছিই পজিটিভলি ভাবতে পারিনা। আমরা হিংসা পরায়ণ। অন্যের ভালো সহ্য করতে পারিনা। এরা কাজই শুরু করেনি এখনই অযোগ্যতার ধান্দা। আজ এয়ারপোর্টে নেমে ড: ইউনুস চোখের পানি ফেলে দেশের ও শহীদ দের প্রতি যে ভালোবাসা দেখিয়ে উহা রিয়েল। কোন ফেক নেই। আর জংলি পাকি ও সাম্প্রদায়িক ভারত এর চেয়ে স্মেরিকা অনেক ভালো। অন্তত দেশ ধ্বনি হবে।
৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: কারেকশন *
অযোগ্যতার সার্টিফিকেট প্রদান < অযোগ্যতার ধান্দা।
৪| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরলীকরণ হয়ে গেলেও আপনার কথাগুলো ভালো লেগেছে।
৫| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৪
কামাল১৮ বলেছেন: সলিমুল্লা খানের প্রধান সমস্যা হলো,সে বলবে আমি ওনার থেকে বেশি জ্ঞানি।
৬| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ২:০০
কামাল১৮ বলেছেন: আমেরিকা অর্থনৈতিক কি সুবিধা নিবে।সে চায় ঘাটি গাড়তে যেটা শেখ হাসিনা দেয় নাই।তাদের অর্থনীতি এমনিতেই অনেক বড়।
৭| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৭
শ্রাবণধারা বলেছেন: জনাব কি ড. ইউনূসের লেখা "A World of Three Zeros: The New Economics of Zero Poverty, Zero Unemployment, and Zero Net Carbon Emissions" এই বইটির নাম শুনেছেন?
ভুল বানানে লেখা "ইউনুস কি আমেরিকার দালাল" এই জাতীয় পোস্ট লেখার আগে আরেকটু পড়ালেখা করে নিলে হয় না?
৮| ০৯ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫৮
আলামিন১০৪ বলেছেন: আম্রিকা ইউনুসকে চিনে নাই, আমরা যেন চিনতে ভুল না করি, সে আমাদেরই
৯| ০৯ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোমলমতিরা যেহেতু তাদের ভাষায় একটি সফল বিপ্লব বা ছাত্র অভ্যুত্থান করতে পেরেছে তাহলে তাদের প্রথমেই উচিত ছিল বর্তমান সংবিধান স্থগিত রাখা।
কেননা, এখন যেকাজগুলোই করা হচ্ছে সবগুলি সংবিধান পরিপন্থী ।
এরা পরবর্তীতে সংবিধান সংশোধন করতে যাবে।
সেটা করতে চাইলে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে রাখতে হবে।
যদি নিজেদের অনুকূলে নির্বাচনের ফলাফল রাখতে চায়ই সেই ক্ষেত্রে নির্বাচন কোনভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না
কেননা, সংবিধান সংশোধনের জন্য এই বিপ্লবী সরকারকে অবশ্যই দুই শয়ের উপরে আসন পেতে হবে ।
যেটা একেবারেই অসম্ভব একটি ব্যাপার।
আমার পর্যবেক্ষণ হচ্ছে, ২০৩০ সালে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সংবিধান সংশোধন করা এত সহজ কাজ হবে না। সেই নির্বাচনে বিএনপি ১৬০টির মতো আসন পেতে পারে এবং আওয়ামী লীগ পেতে পারে ১৪০টি আসন ।
তাহলে লেগে যাবে ক্যাঁচাল
১০| ০৯ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৭
শেরজা তপন বলেছেন: দালাল হইলে আতি-পাতি দেশের দালাল না হয়ে সবচেয়ে শক্তিশালী দেশের দালাল হওয়াই তো ভাল!
চীন, ভারত ও আমেরিকার সাথে আমদানী রপ্তানীর ফারাক দেখলেই বোঝা যায় কাদের আমাদের প্রয়োজন বেশী। তবে প্রতিবেশী দেশের সাথে অবশ্যই সু-সম্পর্ক বজায় রাখতে হবে। মনে রাখতে হবে ইউনূসকে কিন্তু ভারত সরকারও তার অবদানের জন্য সেরা দুটো পুরস্কারে ভূষিত করেছিল।
১১| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছাত্র-গণঅভ্যুত্থান হবার পরে বাংলাদেশের সংবিধান স্থগিত করা হয়নি।
যেহেতু বাংলাদেশের সংবিধান কার্যকর আছে সেই বিবেচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সম্মত নয়।
এখন কেউ যদি হাইকোর্টে রিট মামলা করে এবং হাইকোর্ট বিষয়টি নিয়ে নেতিবাচক রায় দেয় তাহলে সরকার কি পদত্যাগ করবে?
১২| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪
দূর মিয়া বলেছেন: আমার মাথাই আসতেছে না, এটা কি আগে থেকে প্লেন করা ছিল, না হয় ওরা কী ভাবে সরাসরি ড.ইউনুস এর নাম প্রস্তাব করল এবং তাকে উপদেষ্টা প্রধান করার জন্য রাষ্ট্রপতি এর সাথে ৬ ঘন্টা বৈঠক করল. যা আমরা ১৯-২০ জুলাই থেকে সন্দেহ করে আসতেছি।
১৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০২
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, এই লেখার জন্য আমি আপনাকে সন্মানিত করতে চাই আপনি কোন দেশের মুদ্রায় নিতে সাচ্ছন্দ বোধ করবেন? ভারতীও, পাকিস্তানি নাকি আমেরিকার মুদ্রায়?
১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১০
প্রফেসর সাহেব বলেছেন: ইউরোতে।
১৪| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩১
দূর মিয়া বলেছেন: আমি পরাজিত যোদ্ধা মুদ্রায় koto diven taropor nirvor kortece
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৯
মঞ্জুর চৌধুরী বলেছেন: দেশ যদি আমেরিকা হয়, তাহলে সমস্যা কি?
জোকস আপার্ট, "অনৈতিক" সুবিধা বলতে কি বুঝিয়েছেন একটু ব্যাখ্যা করুন।
ইউনুস আসায় সুবিধা হচ্ছে ওর সাথে আমেরিকার একটা ভাল সম্পর্ক আছে। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় কাস্টমার, আমরা যদি আমাদের দোকানের সব প্রোডাক্ট ওদের কাছে বিক্রি করতে পারি, মানে আমাদের মেধা ও মাল দুইটাই, তাহলে আমাদেরই লাভ।
আমার বিশ্বাস, আমাদের এখন উচিত আমেরিকা থেকে যত বেশি সম্ভব বিনোয়োগ বাগানো। ওদের প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা চালানোর আগে যেন আমাদের কথা মাথায় রাখে, এমন হতে হবে। ওদের লেবার লাগলে যেন ওরা আমাদের কাছে আসে, ওদের মাল লাগলেও যেন আমাদের কাছেই আসে। কয়েক বছরেই দেশের ইকোনমি পাল্টে যাবে।