নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

ইউনুস কি বড় কোনো পরিবর্তন আনতে পারবেন?

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৫



ইউনুস হইতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেই সরকার তিন বা ছয়মাসের ভেতরে একটা ইলেকশন দেবে, ইলেকশন পরে দেশ চালাবে নির্বাচিত দল। আপাতদৃষ্টিতে সেটা হচ্ছে বিএনপি।

তিনি ছয়মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, থাকলে সেটাকে চ্যালেঞ্জ করা হবে।

উনার নিজের দল নাই, দল গঠন করে নির্বাচনে গেলে আর বিজয়ী হলে সেই বিজয় প্রশ্নবিদ্ধ হবে, কারণ নির্বাচন হবে উনার অধীনে, বিএনপিই সেই বিজয় মানবে না, আবার লাগা আন্দোলন ।

সো ইউনুস সর্বোচ্চ ছয়মাস ক্ষমতায় আছেন, এই ছয়মাসে উনি কতটুকু করতে পারবেন তা সময় বলে দিবে। সো উনাকে নিয়া খুব বেশি উচ্চাকাঙ্খা না রাখাই উত্তম।

উনি ছয়মাসের রাস্ট্রপ্রধান, সেটা সাতে গেলেই স্বৈরাচার ট্যাগ খাবেন।


এখন উনার ক্ষমতাগ্রহনের প্রক্রিয়া সাংবিধানিকভাবে অবৈধ (as far as i know, correct me if im wrong). অনির্বাচিত কাউকে ক্ষমতায় আসার পথ বন্ধ । পরবর্তীতে যে দল ক্ষমতায় আসবে তারা সংবিধান সংশোধন করবে আর উনাকে ইন্ডেমনিটি তথা বৈধতা দেবে। এখন এমন কেউ যদি ক্ষমতায় আসে যে উনাকে পছন্দ করে না তাহলে সে চাইলে ইউনুসকে জেলেও ভরতে পারে। সো ইউনুস কারো শত্রু হতে চাইবেন না। তিনি দেবেন একটা নিরপেক্ষ নির্বাচন। বিএনপি ক্ষমতায় আসবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:



উনার মামলাগুলো খারিজ হবে, এটাই জাতির জন্য বড় পাওয়া।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৪

প্রফেসর সাহেব বলেছেন: উনার মামলা খারিজ হলে জাতির কি কি লাভ হবে?

২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৩

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে অনেক কিছুই অবৈধ ঘটে।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩২

এক্সম্যান বলেছেন: যে কোনো ভাবে এই সরকারকে ২ - ৩ বছর না রাখতে পারলে যে লাউ সেই কদুই হবে। ৩ বা ৬ মাসের মধ্যে নিরোপেক্ষ নির্বাচন দিলে বিএনপি সিওর আসবে, আর লীগের নামতো দুই-চার প্রজন্মেও কেউ নিবে কিনা সন্দেহ আছে।

এই আলোচনায় রাজনৈতিক দলগুলো কি আছে? থাকলে তাদের সাথে আলোচনা করেই দির্ঘ মেয়াদি একটা সরকারের ব্যাবস্থা করতে পারলে ভালো হতো।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৫

প্রফেসর সাহেব বলেছেন: রাজনৈতিক দলগুলো আছে, তবে তারা নির্বাচন চায়। তারা কেনো চাইবে ইউনুস ক্ষমতায় থাকুক কিন্তু তারা নয়?

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উনিই পারবেন, ইনশাআল্লাহ।

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৯

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ভোটহীন ভাবে অনির্বাচিত সরকার তিন চার মাসের বেশি থাকলেই ঝামেলা শুরু হবে । অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই থাকবে তো একটা সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা । জনগন যাকে ভোট দিবে সে ক্ষমতায় বসবে !

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬

প্রফেসর সাহেব বলেছেন: সেটাই, সো আবার বিএনপি ।

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: ওনার প্রতিষ্ঠন গুলো আবার দাড়িয়ে যাবে।এটাই বা কম কি।জাতির জন্য অবদান রাখবে এসব প্রতিষ্ঠান।টাকা দিয়ে হয়তো আরেকটা নোবেল কিনে নিবেন।বিশ্বের শেরা ধনী বাংলাদেশের।আমাদর গর্ভের একটা জায়গা হবে।

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: অন্তবর্তী সরকার খুবই স্বল্পমেয়াদি হওয়ার কারণে জনকল্যাণমূলক কাজ করার যেহেতু সুযোগ নাই কাজেই লক্ষ্য থাকবে একটি ফেয়ার এন্ড ফ্রী এলেকশন পরিচালনা করার। এর বেশি কিছু করতে পারবে বলে মনে হয় না।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭

প্রফেসর সাহেব বলেছেন: আপাতত এটাই জরুরি । বাংলাদেশের মানুষ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন অনেকদিন হয় দেখেনাই।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩০

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: বি এন পি রে আগেই ক্ষমতায় বসায় দিয়েন না। খেলা জমে উঠেছে, অনেক খেল এখনো বাকি আছে। ইউনুসের খেল এখনো শুরুই হয় নাই। এতো আগেই কোনও প্রেডিকশন দিতে যায়েন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.