নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

আবু সায়িদ

২৬ শে জুলাই, ২০২৪ রাত ২:২৬



আবু সায়িদের ঘরে ফেরা কথা ছিলো রাত দশটায়
কথা ছিলো সে ভাত খাবে মায়ের সাথে
বোনের সাথে বাবার সাথে,
মা মাছের মাথা তুলে দেবে তার পাতে
জিজ্ঞাসিবে "কি হইতাছে দেশটায়"?

সে মিছিলের গল্প শুনাবে
বলবে সুদিন খুব বেশি দূরে না,
ততটাই দূরে যতটা দূরে সে পুলিশ থেকে বুক চিতিয়ে
দাড়িয়ে ছিলো,
একথা শুনে বাবার গর্ব হবে, যদিও মুখে বলবে
এসবের কি দরকার বাবা, কত মানা করেছি তরে না?


মা বকবে বোকা কোথাকার, পুলিশের সাথে কি কেউ লাগে?
ওরা কি মানুষ? ছাড়তো কি ওরা তরে পাইলে বাগে?
হাসে আবু সায়িদ, আমি একা না মা, অনেক মায়ের ছেলে
জান বাজি রেখে ন্যায়ের তরে মিছিলে ঘাম ফেলে।

দেশটা আবার স্বাধীন হবে, যায় যদি যাক প্রাণ
মিছিলে গেলে পাই গো মা ফেরদাউসের গ্রাণ।
এখন ঘুমাই ক্লান্ত শরীর, দোয়া করো সবে মিলে
কাল সকালে যেতে হবে যে আবার মিছিলে।

২৫-০৭-২০২৪

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ২:৩২

কামাল১৮ বলেছেন: শহীদ হবার থেকে বড় গৌরব আর কিছুতে নাই।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৩

প্রফেসর সাহেব বলেছেন: হ্যা, সৌভাগ্যের বিষয়

২| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৩:০৪

সোনাগাজী বলেছেন:



আপনি আমাদের নতুন নজরুল ইসলাম, চরমপন্হী বিদ্রোহী

৩| ২৬ শে জুলাই, ২০২৪ ভোর ৪:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মরেগেলে মানুষ দুনিয়ার ঝামেলা থেকে বোঁচে যায়। আবু সায়িদের মিছিলের পাঠ শেষ হয়েছে। যারা বেঁচে আছে তারা চিন্তায় আছে। ছেঁড়া-ফাঁড়া অন্তজালে মানুষের শান্তি নাই।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৪

প্রফেসর সাহেব বলেছেন: আসলেই, মরে গেলেন তো বেচে গেলেন

৪| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



যারা শহীদ হয় তারা বিনা হিসাবে জান্নাতে যাবে ।
আফসোস কিসের?

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৪

প্রফেসর সাহেব বলেছেন: আফসোস নাই

৫| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ৮:০৫

অপলক বলেছেন: শেষের ৪ লাইন সবচেয়ে সেরা... দারুন লিখছেন প্রফেসর সাহেব।

ছবিটাও ভাল ইডিট করছেন।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৫

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ, ছবিটা অনলাইন থেকে নেওয়া, ছবির উপর লেখা আছে এর সোর্স

৬| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সে একটা ভোদাই ছেলে!

৭| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবভিত্তিক অসাধারণ লেখা লিখেছেন। কবিতাটা পড়ে চোখের অপর প্রান্তে কান্নার পাহাড় যেন জমে গেছে।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৬

প্রফেসর সাহেব বলেছেন: প্রথম লাইন মাথায় এসেছিলো আবু সায়িদের মৃত্যুর পরের দিন,বাকিটুকু লিখতে পুরো সপ্তাহ লাগলো। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

৮| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৫৩

আরেফিন৩৩৬ বলেছেন: আবু সাঈদের চেতনা অসাধারণ। উপরের দুইখানা কমেন্ট হলো শ*য়*তা*নী, সাধারণ শিক্ষার্থীদের আত্মত্যাগকে তারা মফিফাই করতে চায়। তারা মনে করে বাংলাদেশের বদ্বীপ প্লাবিত চেতনার ভেতর খাদ আছে, তারা যতেষ্ট গৌরবের সাথে স্বৈরপক্ষে।
তারা পারতো দেশটিকে একটি দূর্নীতি মুক্তি প্রগতিশীল ধারায় রাখতে, কিন্তু তাদেরই স্বৈরাচারই লাগবে।
তারা বখে গেছে, তারা আত্মত্যাগকে ছোট করতেও ছাড়ে না। নষ্টদের উল্লাসে বদ্বীপ কোন দিন থেমে যায়নি।
আর্যরা এ অঞ্চল দখল করতে না পেরে বলেছিলো ম্লেচ্ছ আর যবন এখন তারা বলে ডিফাইন রাজাকার।
এগুলোর গৌরব মূল্য নেই।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৭

প্রফেসর সাহেব বলেছেন: চেতনা আর খাচ্ছে না জনগণ ।

৯| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: আপনার মনের অবস্থা বুঝতে পারছি, আমাদের ও অনেকটাই তেমন।
ভালো লিখেছেন।

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৮

প্রফেসর সাহেব বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো

১০| ২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩৪

মিথমেকার বলেছেন: যুগে যুগে এই দেশে আরও আবু সাঈদ জন্ম নেবে!

২৬ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৮

প্রফেসর সাহেব বলেছেন: এদেশের বুকে আবু সায়িদেরব আসুক নেমে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.