নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

আমার এনালাইসিস আর পূর্ব অভিজ্ঞতা বলছে

১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৪



১ । দুদিন পর আদালত রায় দিবে, রায় ছাত্রদের পক্ষে থাকবে, কোটা বাতিল থাকবে। রায়ের পরে সরকার আরও কঠোর হবে। তখন মাঠে থাকা এখনকার মতো "সহজ" হবে না।

তাই কারো মনে কোনো "উচ্চাকাঙ্খা" থাকলে রায়ের আগেভাগে করতে পারেন, রায়ের পর আর মাঠে থাকতে পারবেন না। আর রায়ের পরে এখনকার মতো আবেগ আর এনার্জিও শরীরে থাকবে না।

২।
ফেসবুকে যে আমরা দেখছি অমুক এলাকা ছাত্রদের দখলে তমুক এলাকা ছাত্রদের দখলে চলে এসেছে গণভবনে গেরাও হয়েছে সেগুলো সব না হোক বেশিরভাগই গুজব। দুইদিন পর ইন্টারনেট আসলে সব ক্লিয়ার সবে।

কেনো গুজব বলছি কারণ এইভাবে এলাকা সরকারের দখলহীন হইয়া সরকার পতনের উপক্রম হইলে সরকার এতক্ষণে ঠিকে থাকার শেষ অস্ত্র হিশেবে জরুরি অবস্থা জারি করতো। সেটা যেহেতু করেনাই সেহেতু নিয়ন্ত্রণ এখনো সরকারের হাতে রয়েছে।

আর বংগভবনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা এইটাতো ভুয়া, প্রধানমন্ত্রী তো বংগভবনে থাকেই না, আর এই মূহুর্তে সে কি শুধুমাত্র আলোচনার জন্য গণভবন ত্যাগ করবে? মাথায় ঘিলু থাকলে করবে না।

৩। আন্দোলনকারীদের "রাজাকার" লেভেলিং সরকারের জন্য ব্যকফায়ার করছে, কাজে লাগেনাই, সরকার এখন আন্দোলকারীদের নতুন ট্যাগ দিবে, ওবায়দুল কাদের বা প্রধানমন্ত্রীর পরের বক্তব্যেই সেটা পাবেন। আমরা নাহয় আন্দোলকারী বলছি, সরকার তো আন্দোলকারী বলবে না। মানুষকে দমন করার প্রথম পদক্ষেপ হইতেছে ট্যাগিং, তারে নতুন নাম দেওয়া, নতুন ট্যাগ কি হইতে পারে সেটা মাথায় আসছে না।

৪। রায়ে কোটা বাতিল হবে, পরে সরকার যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে, পরিবারের দুয়েকজনকে সরকারি চাকরি দেবে, দুয়েকটা পুলিশ বরখাস্ত হবে, ছাত্রলীগের দুয়েকটা পান্ডা জেলে যাবে।

৫। আন্দোলকারীরা যদি রায় শেষে ঘরে ফিরে যায় তখন এইসব ভাংচুর আর অগ্নিসংযোগের দায় পরবে বিএনপিজামাতের উপর, বিরোধীদলের অনেক নেতা এইসব মামলায় জেলে যাবেন।

৬। এখন আওয়ামীলীগ ক্ষমতায় না থাইকা যদি বিএনপি থাকতো আর আওয়ামিলীগ বিরোধীদলে থাকতো তাহলে এতক্ষণে সরকার পতন হইয়া যাইতো।

(আমার এনালাইসিস ভুলও হতে পারে, আপনাদের কারো ভিন্নমত থাকলে জানাতে পারেন, আর ভবিষ্যতে কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, যেকোনো মূহুর্তে ঘটনা যেকোনোদিকে মোড় নিতে পারে, এইগুলা ভবিষ্যতবানী না, শুধু সম্ভাবনার কথা বলছি)

সর্বোপরি চাই কোটা বাতিল হোক, যেসব পুলিশরা বিনা বিচারে গুলি করছে তাদের বিচার প্রচলিত আইনে বিচার হোক আর সর্বোচ্চ সাজা হোক, ছাত্রলীগের যারা ছাত্রদের উপর আক্রমণ করছে তাদের শাস্তি হোক।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৫

ভুয়া মফিজ বলেছেন: এই সরকার যদি এই যাত্রা টিকে যায়, তাহলে আপনার সব কয়টা পয়েন্টই ভ্যালিড। এই ঘটবে। ইতিহাস তাই বলে। তবে ইতিহাসেই অনেক হিসাব ওলট-পালট করার উদাহরনও আছে।

তুচ্ছ কারনে এতো রক্ত ঝরানোর পর এই সরকারকে ক্ষমতায় থাকতে দেয়ার কোন কারন নাই। এই সরকার এমনিতেই দানবে পরিণত হয়েছে, টিকে গেলে মহাদানবে পরিণত হবে; যেটা বাংলাদেশের রাস্ট্রযন্ত্র বা জনগনের জন্য মোটেই শুভ কিছু হবে না। আন্দোলনের সংগঠকরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, শহীদদের রক্তের উপর দিয়ে হেটে তারা কোন সমঝোতায় যাবে না।

দেখা যাক কি হয়!!!!

২| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১২:১২

নতুন বলেছেন: সরকার টিকে গেলে এমনটাই হবে।

কিন্তু সরকার চলে গেলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে... :| সেটাও অনেকেই চায় না।

তারপরে এই প্রযন্মের পোলাপাইনে বিদেশে চলে যাবার জন্য লাইন দেবে... দেশ আরো মেধা শুন্য হবে... :(

আর সাইকোপ্যাথেরা যতদিন শেখ হাসিনা বেচে আছে ততদিন সুখে শান্তিতে ক্ষমতা দখল করে কোটি টাকার মালিক হবে।

৩| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১২:৩৪

ভুয়া মফিজ বলেছেন: @নতুনঃ সবকিছু একসাথে চাইলে তো হবে না। আগে এই ফ্যাসিস্ট সরকারের পতন, পরেরটা পরে দেখা যাবে। দেশে যে গণহত্যা চলছে, সেটা আগে বন্ধ হওয়া দরকার।

৪| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১২:৪৯

ভুয়া মফিজ বলেছেন: এইমাত্র দেখা একটা ভিডিওর স্ক্রীণশট। চাপাতি হাতে হেলমেট বাহিনী

এই ছাত্রটা কোপ খেয়ে দৌড়ে যাচ্ছে।


নাগরিক টিভিতে দেখতে পারেন।


৫| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫৩

ভুয়া মফিজ বলেছেন: Nagorik TV

৬| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:১১

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: আরে ক্ষমতায় থাকবি থাক, পাবলিকরে খেপাস ক্যান?
চুরি চামারি করবি কর, একটু রয়ে সয়ে কর, অন্ততপক্ষে পোলাপাইনদের চাকরি বাকরির বারটা না বাজাইয়া কর।
লুটে পুটে খাবি, খা, কিন্তু খাওয়ার পর একটু হলেও দেশের জন্য কিছু কর, অন্ততপক্ষে চায়না থেকে হাত পা ধইরা ইনভেস্টর আনা, ঘুষমুষ লইয়া দেশে বিজনেস খুলা, খুলে পাবলিকদেরও কিছু পয়সা-পাত্তি কামানোর ব্যবস্থা করে দে।

কিন্তু না, কিছুই করবোনা, চুরি চামারি করবি, লুটে পুটে খাবি, আবার যাগো লুটে পুটে খাবি তাগো জীবন অতিষ্ট কইরা ছাড়বি, এদের মাথায় ঘিলু-মিলু কিছু নাই নাকি?

আমি প্রধানমন্ত্রী হইলে এগুলা কিছুই হইতনা, নিজের শালা-সম্মুন্দিরেও খাওয়াইতাম, পাব্লিকরেও খাওয়াইতাম।

৭| ২০ শে জুলাই, ২০২৪ রাত ২:৫৭

কামাল১৮ বলেছেন: সরকারের পতন হলে কে আসবে ক্ষমতায়?

২১ শে জুলাই, ২০২৪ ভোর ৪:২১

প্রফেসর সাহেব বলেছেন: তা পতনের ধরনের উপর নির্ভর করে, সামরিক অভ্যুত্থান হলে তো সেনাবাহিনী আসবে, ফখা মঈনের মতো সিচুয়েশন হবে। লীগ সরকার পদত্যাগ করে টেইক কেয়ার সরকার বানাইয়া তাদের দায়িত্ব দেবে। এই দুই ছাড়া পতনের আর কোনো ধরণ মাথায় আসছে না।

৮| ২০ শে জুলাই, ২০২৪ রাত ৩:০৬

আমি সাজিদ বলেছেন: পতনের কথা আসছে না। ঘটনা এত দূর গড়ালো কেন সেটাই প্রশ্ন। প্রধানমন্ত্রী ওই কমেন্ট না করলে/ সম্পাদক ছাত্রলীগকে ব্যবহার না করলে/ পুলিশ গুলি না করলে তো এতদূর কিছু হতো না। দেশও এইভাবে বিচ্ছিন্ন হয়ে এখন আর্মি আনানো লাগতো না।

আপনার মন্তব্য পড়লে মনে হয়, নিজে বাইরে থেকে জন্মদাতা দেশকে উত্তর কোরিয়া বানাতে চান। কি ব্লগ লিখেন আপনি? উস্কানি আর লেভেল ছাড়া কথা ছাড়া তো কোন পোস্টই নাই আপনার ব্লগে।

৯| ২০ শে জুলাই, ২০২৪ রাত ৩:০৭

আমি সাজিদ বলেছেন: পতনের কথা আসছে না। ঘটনা এত দূর গড়ালো কেন সেটাই প্রশ্ন। প্রধানমন্ত্রী ওই কমেন্ট না করলে/ সম্পাদক ছাত্রলীগকে ব্যবহার না করলে/ পুলিশ গুলি না করলে তো এতদূর কিছু হতো না। দেশও এইভাবে বিচ্ছিন্ন হয়ে এখন আর্মি আনানো লাগতো না।

আপনার মন্তব্য পড়লে মনে হয়, নিজে বাইরে থেকে জন্মদাতা দেশকে উত্তর কোরিয়া বানাতে চান। কি ব্লগ লিখেন আপনি? উস্কানি আর লেভেল ছাড়া কথা ছাড়া তো কোন পোস্টই নাই আপনার ব্লগে। @কামাল

১০| ২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:২০

রাসেল বলেছেন: আপনার এনালাইসিস আর পূর্ব অভিজ্ঞতার সাথে সহমত প্রকাশ করে আমার মতামত দিলাম

দেশের সূর্য সন্তান, মহাজ্ঞানী, মহাজন, দেশ প্রেমিক, নিষ্পাপ BCS cadre দের বেকায়দায় ফেলার ফলাফলস্বরূপ আমাদের দেশের সরকার বাহাদুর (দেশ প্রেমিক, নিষ্পাপ) বেকায়দায় পরে গেছে, মাঝে দিয়ে মরিচের দশা শেষ।

১১| ২০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:২৩

রাসেল বলেছেন: এখানে আশাবাদী হবার কিছু নাই, এক দানব গেলে আরেক দানব আসবে।

১২| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫০

প্রহররাজা বলেছেন: দেশের বেশীর ভাগ মানুষ পাকিস্তান ভাগের পক্ষে ছিলো না কোনদিনও। সব রাগ হাসিনার উপর ঝারতেসে।

১৩| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫৫

প্রহররাজা বলেছেন: দেশের বেশীর ভাগ মানুষ পাকিস্তান ভাগের পক্ষে ছিলো না কোনদিনও।পাকিস্তানিদের পিটা খেয়ে সাময়িক অভিমানে মুক্তিযুদ্ধ হয়েছিলো, এখন সব রাগ হাসিনার উপর ঝারতেসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.