নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯১,৯৬,০১ আর ০৮ এর নির্বাচনে আওয়ামিলীগ আর বিএনপির প্রাপ্ত মোট ভোটের গড় হচ্ছে ক্রমান্বয়ে ৩৯.১৬% এবং ৩৪.৬৪%।গড়ে আওয়ামিলীগ ১৩১টি আসন ও বিএনপি ১১৯ টি আসন লাভ করে।
হিসাব সহজ করার জন্য ধরে নিই দেশের কমবেশি এক তৃতীয়াংশ মানুষ আওয়ামীগের ভোটার আর এক তৃতীয়াংশ বিএনপির, আরও সহজ করে বললে ৩০০ আসনের মধ্যে ১০০ আওয়ামিলীগ আর ১০০ বিএনপির।
নির্বাচন জিততে কিন্তু ৩০০ আসন পাওয়া লাগে না, সারা দেশের মানুষের ভোট লাগে না, সবার মন জয় করা লাগে না,লাগে ১৫১ টা আসন।
জাতীয় পার্টির সেই চার নির্বাচনের গড় প্রাপ্ত ভোটের পরিমাণ হচ্ছে ১০%, গড় আসন ২৫ টি, অর্থাৎ আওয়ামিলীগ জাতীয় পার্টির সাথে জোট করলে তাদের কমবেশি ১২০/১৩০ টার মতো আসন নিশ্চিত বলা যায়, জিততে লাগে আর ২০/৩০ টা আসন।
এখন এই ২০/৩০ টা পাইতে সেলেব্রিটি ধইরা আইনা নমিনেশন দেওয়া, যেই আসনে জেতা কস্ট সেই আসনে কানপরা দিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী খাড়া কইরা দেওয়া, ছোট ছোট দল যারা এক দুই আসন পায় এদের সামনে মুলা ঝুলিয়ে এদেরকে কাছে আনা, চান রাইতে মানুষেরর হাতে ভোটকেন্দ্রে যাওয়ার "রিক্সাভাড়া" আর চা নাস্তার ব্যবস্থা আর নমিনেশন দেওয়ার সময় একটু সতর্ক থাকলে কাজ হয়ে যায়। (খুববেশি) কারচুপি করার দরকার লাগে না। এই গণতন্ত্র (democrazy) নামক আজগুবি সিস্টেমে নির্বাচনে জিততে পুকুরচুরি করা লাগে না
২| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৫
শার্দূল ২২ বলেছেন: দেশের ৩৫ ভাগ মানুষ আওয়ামীলিগ কে ভোট দেয়, ৩৫ ভাগ মানুষ বিএনপিকে, ২০ ভাগ জামাত এবং অন্যন্য ইসলামিক দল , সহজ হিসেব। এখন ক্ষমতায় যেতে হলে দুই দলেরি চুরি করতে হয় অথবা ইসলামিক দলের সাথে তাজবিহ হাতে টুপি মাথায় মসজিদে মসজিদে তাবলিগ করতে হয়। এবারের উন্নয়নে আওয়ামীলিগের ভোট বেড়েছে ১০ ভাগ । তার মানে ৪৫ ভাগ তারা ভোট পাবে। আরো বাকি আছে ৬ ভাগ। এই ৬ ভাগ আওয়ামীলিগ ভোট জোর করে অথবা কারসাজি করে নিবে। যদি সবাই ভোট দিতে যায়। আর না গেলে সরকার দলেরি লাভ, কারণ বিএনপি সমর্থক বা ভোটার সবাই নেতা, নেতা দের আবার ভাব বেশি। কথায় কথায় ঘরের বড় জামাইর মত রাগ করে পুকুর ঘাটে বসে থাকে। সুতরাং সেখানেও আওয়ামীলিগের প্লাস পয়েন্ট।
মুল কথা যেভাবেই হোক শেখ হাসিনা হাতে আরো ১০ বছর ক্ষমতা থাকা জরুরী, এই দশ বছরের আজকের ১০/১২ বছরের মানুষ গুলো ২২ বছর হবে, ধর্মান্ধতা কমবে, বিএনপি শিখবে, মানুষ ভোট গণতন্ত্র পদ পদবি কাজ এসব বুঝবে। তখন নির্বাচনের সুফল মানুষের ঘরে আসবে।
৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভোট বিশেষজ্ঞ শার্দূল ২২ সাহেবের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।
৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮
জ্যাক স্মিথ বলেছেন: Democrazy নামক এই পঁচা সিস্টেমে যুগ যুগ ধরে তো এসবই হয়ে আসছে এ আর নতুন কি।
তবে যাই হোক দেশের জনগণ এবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে বলে আমার বিশ্বাস, জনগণই ক্ষমতার একমাত্র উৎস।
৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮
শার্দূল ২২ বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভোট বিশেষজ্ঞ শার্দূল ২২ সাহেবের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।
আপনার প্রতিবাদে আমিও সামিল হলাম, হাহাহাহহা
৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
শার্দূল ২২ কি বললেন, জামাত ২০% ?
জামাত কখনো এত ভোট পায় না, ২০০১ এ পেয়েছিল ৪.২৮% ২০০৮ এ পায় ৪.৭০%
১৯৯১
বিএনপি ৩০.৮১
আওয়ামী লীগ ৩০.০৮
১৯৯৬
আওয়ামী লীগ ৩৭.৪৪
বিএনপি ৩৩.৬১
২০০১
আওয়ামী লীগ ৪০.১৩
বিএনপি ৪০.৯৭
২০০৮
আওয়ামী লীগ ৪৮.০৪
বিএনপি ৩২.৫
৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, তিনিই থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কেউ তাকে সরাতে প্রবে না। নো নেভার।
৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২
বিজন রয় বলেছেন: আওয়ামীলীগ জিতলেও তকি, বিএনপি জিতলেও কি? দেশের কোন পরিবর্তন আসবে? দুদল একই।
৯| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৬
পাজী-পোলা বলেছেন: তারপরও পুকুর চুরি করতে হয়, আফসোস।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৫
কামাল১৮ বলেছেন: আমাদের গনতন্ত্রে মূলত মাইনরিটির শাসন চলে।৫১% জনসমর্থন লাগে না।