নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সন্ত্রাসীর ওয়াইফ বলছে যে ডানপন্থী মিডিয়ার নিউজ দেখতে দেখতে সন্ত্রাসীটার ব্রেইন ওয়াসড হইছে।
এজন্যই আমি সাধারণ টিভি তথা খবর দেখার পক্ষে না। আর যদি কোনো বিষয়ে খবর দেখার ইচ্ছা বা প্রয়োজন দেখা দেয় তাহলে কয়েকটা আলাদা আলাদা মতাদর্শের মিডিয়া থেকে নেওয়ার চেষ্টা করি। এই যেমন বর্তমানে চলমান পরিস্থিতি নিয়ে করা নিউজ খুববেশি দেখছি, এবং সব মতের পক্ষের নিউজ দেখার চেষ্টা করছি, আল জাজিরা যেমন দেখি, তেমনি সিএনএনও দেখি।
আপনি যদি সারাদিন CNN,Fox, Sky news এইগুলা দেখেন তাহলে আপনি গাজায় যে শিশু মারা যাচ্ছে সেই খবর খুব কমই দেখবেন বা একেবারে দেখবেনই না। এখনো ওরা সেই সাত তারিখের হামলাতে আছে, অথচ সাতের পরে আজ বিশ পর্যন্ত নতুন কত কি ঘটছে সেইগুলায় তাদের ফোকাস কম, আর থাকলেও তা একটা নির্দিষ্ট দেশ বা মতের পক্ষের খবর । সারাদিন এইসব খবর দেইখা এই বুইড়ার মাথা আউলানো অস্বাভাবিক না।
এজন্যই টিভিতে যা দেখানো হয় তাকে বলা হয় "টেলেভিশন প্রগ্রাম", Programme এর মানেটা একটু চিন্তা করেন।
টিভি হইতেছে আমাদেরকে প্রগ্রামড করার জন্য। ওরা যা চায় দেখায়। দেখেন অসুবিধা নাই, তবে সতর্ক থাইকেন কি দেখতেছেন। পারতপক্ষে নিউজ দেখা থেকে বিরত থাকা উচিত। আর দেখলে যেমন বললাম কয়েকটা সোর্স থেকে দেখা উচিত ।
২২ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪২
প্রফেসর সাহেব বলেছেন: হ্যা, একমত
২| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: ভুল চিন্তা ভাবনা আপনার।
২২ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪১
প্রফেসর সাহেব বলেছেন: ভুল চিন্তাভাবনা বলে বসে থাকলে তো হবে না, কেনো ভুল কিভাবে ভুল বলেন, কিভাবে সঠিক করতে হবে সেটাও বলেন।
৩| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৫০
জিকোব্লগ বলেছেন:
ব্লগেও একটা বুইড়া আছে যে শুধু সারাদিন CNN , FOX , Sky News এইগুলা
দেখেই নিয়মত পোস্ট প্রসব করে। সেই বুইড়ার ও মাথা আউলিয়ে গেছে। কোনো
ব্লগার উহাকে ভিন্নমত দিলে, উহা তখন উক্ত ব্লগারকে ব্যক্তি আক্রমণ করে।
এই ধরণের বুইড়া ও উহার চামচাদের সতর্ক করে লাভ নাই। কারণ উহারা যাতে
অন্ধভাবে যা বিশ্বাস করে, তাহাতেই থাকতে চায় , তাহাতেই ইচ্ছাকৃতভাবে নিজেকে
ব্রেইন ওয়াশড করতে চায়।
যুক্তিতে না পারলে এইসব ব্রেইন ওয়াশড লোকেরা ব্লগে এবং সোশ্যাল মিডিয়াতে
কীবোর্ড ব্যবহার করে ব্যক্তি আক্রমণাত্মক শব্দ টাইপ করবে। আর সুযোগ থাকলে
সামনাসামনি মারামারি করবে।
তখন এদেরকে ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে দেওয়া ছাড়া আর কোনো উপায়-ই থাকে না।
২২ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৬
প্রফেসর সাহেব বলেছেন: এইগুলা আবর্জনা
৪| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৫৬
আমি নই বলেছেন: জী সত্য বলেছেন। বিবিসি, সিএনএন, ফক্স এগুলাতে ফেব্রিকেটেড নিউজ বেশি দেখায়। পম্চিমা স্বার্থই রক্ষা করে এসব চ্যানেল।
@জিকোব্লগ তার চ্যালা কি বলেছে সে ব্যাপারে কিছু বললেন না?
২২ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৩
প্রফেসর সাহেব বলেছেন: বিবিসি তারপরও অল্প হলেও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে, ফক্স আর সিএনএন দেখলে বমি আসে।
৫| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:১৬
অধীতি বলেছেন: মিডিয়া এক ধরনের শেকল। আপনাকে মানসিক ভাবে বিপর্যস্ত আবার ডাইভার্ট করে ফেলবে।
২২ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৪
প্রফেসর সাহেব বলেছেন: এজন্যই এইগুলা এভয়েড করার চেষ্টা করি।
৬| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৪০
কামাল১৮ বলেছেন: নিউজ দেখে সত্য মিথ্যা যাচাই করার মতো জ্ঞান থাকতে হবে।যুক্তি দিয়ে চিন্তা করে সত্য মিথ্যা বুঝতে হবে।
২২ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৫
প্রফেসর সাহেব বলেছেন: সবার তো সেই জ্ঞান নাই, আর নিজের পক্ষের খবর দেখলে আর যাচাই করে না কারণ সে যা দেখতে চেয়েছিলো তা দেখে নিয়েছে
৭| ২২ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৪১
ইসলামী জ্ঞান বলেছেন: অসাধারণ
৮| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৪৩
অহরহ বলেছেন: CNN, BBC............ কখনো ইসরাইলপন্থী নয়। ওরা পক্ষ/বিপক্ষ বুঝে না, সব খবরই সমান গুরুত্ব দিয়ে প্রচার করে। বরংচ দেশের টিভি চ্যানেলগুলো সারাক্ষণ ইহুদী-নাসারা ঘৃণা ছড়ায়।
ঐ বুড়ো শয়তান আর হামাসের মাঝে কোন পার্থক্য নেই। এরা ব্রেন ওয়াস সন্তাসী।
২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২
প্রফেসর সাহেব বলেছেন: বিশ্বরাজনীতি সম্পর্কে একটু জানাশোনা থাকলে এই মন্তব্য করতেন না।
৯| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৪
শেরজা তপন বলেছেন: প্রফেসর সাহেব সন্ত্রাসীটা কে আমাকে আগে সেটা বলেন?
২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২
প্রফেসর সাহেব বলেছেন: এই দুইজনের মধ্যে?
১০| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৫
নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ এটা ঠিক বলেছেন খবর বিভিন্ন উৎস থেকে দেখা উচিত। একপাক্ষিক খবর শুনে উপসংহার টানা উচিত না।
২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৩
প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১১| ২২ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০০
জিকোব্লগ বলেছেন:
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৫৬ আমি নই বলেছেন: @জিকোব্লগ তার চ্যালা কি বলেছে সে ব্যাপারে কিছু বললেন না?
@আমি নই,
ঐ চ্যালা তো ব্লগে চোর হিসেবে প্রমাণিত ও ব্লগীয় চোর নামে প্রতিষ্ঠিত।
ঐ ডা তো উহার গরুর থুক্কু গুরুর দ্বারা ব্রেইন ওয়াশড হয়ে গেছে।
ঐ ডার দরকার যেকোন ভাবে ব্লগে মন্তব্য ও পোস্ট সংখ্যা বাড়ানো।
এইসব কারণে দেখবেন উহা হিতাহিত জ্ঞানবিহীন মন্তব্যে আজাইরা
একটা কিছু বলে। যার কোনো ব্যাখ্যা দিতে পারে না।
এইসব চ্যালা, চামচা, ব্লগীয় চোর , ব্লগীয় এরশাদ হচ্ছে ব্লগের আবর্জনা ।
এইসব আবর্জনাকে কন্টেইনারএ ফেলে আসতে হয় , আর মানব আবর্জনা
হলে টয়লেটে ফ্ল্যাশ করতে হয়।
চ্যালা -চামচাকে চ্যালা -চামচার মতনই ভাবুন। এর বেশি কিছু না। কাজেই
এইসব চ্যালা -চামচাকে আমি পাত্তা দেওয়ার দরকার মনে করি না।
১২| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:১৯
প্রফেসর সাহেব বলেছেন: এরকম বেহুদা মন্তব্য না করে আপনারে যে প্রশ্ন করছি সেটার জবাব দেন।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একইভাবে ব্রেন ওয়াশড হয়, যখন দিনরাত ইহুদি-নাসারাদের বদনাম করা হয়। তখন জিহাদের নামে মানুষ হত্যা চলে।