নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

সামুতে একদশক

২১ শে জুলাই, ২০২৩ রাত ৩:১৩

সামুতে ব্লগর ব্লগর করার দশবছর হইয়া গ্যাছে।

সম্ভবত ২০১১ এ সামুর খোজ পাইছিলাম, নকিয়া ৬৩০০ ফোনে একটা এপলিকেশন ডাউনলোড দিছিলাম, যেখানে অনলাইনে পত্রিকা পড়া যাইতো, সেখানে সামুও ছিলো, তখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সামুতে একটা ঢু মারতাম, সারা দেশে কি হচ্ছে সব খবর পেয়ে যেতাম (এখন যেমন ফেসবুকে পাওয়া যায়)। এখনকার অনেক "ফেসবুক সেলেব্রিটির" উত্থান সামু থেকে।

তখন চলছিলো বাংলা ব্লগের স্বর্ণযুগ,তো প্রতিদিন শুধু পড়তামই,আমি যে লিখতে পারবো সেটা জানা ছিলোনা, ভাবতাম এখানে লেখালেখি শুধু সিলেক্টেড মাইনষে করে, আমার এক্সেস নাই। পরে যখন জানলাম যে আমিও চাইলে লিখতে পারবো এবং ধাপে ধাপে তা প্রথম পাতায় প্রকাশিত হবে তখন একাউন্ট একটা খুলি।

নাম কি দিবো ভেবে কূল পাই না, তখন "হুমায়ুনাসক্ত" ছিলাম তাই সকল ফেইক একাউন্টে নাম দিতাম হিমু, কিন্তু সামুতে প্রচুর হিমু অলরেডি ছিলো তাই অন্য নাম খুজতে লাগলাম, যেহেতু সামুর নিক একটু আবুলতাবুল আর ফানি দেওয়ার ট্রেন্ড ছিলো তাই আমি দিলাম প্রফেসর সাহেব, টিনেজ মনের খেয়াল আর কি।

তখন মোবাইলে বাংলা লেখা যে কি কস্টের ছিলো, একটা ওয়েবসাইট ছিলো যেখানে বাংলিশ লিখে তা বাংলায় কনভার্ট করে কপিপেস্ট করে পোস্ট দিতাম, একসাথে আবার কয়েকলাইনের বেশি লেখা কনভার্ট হতো না, তাই একটা ব্লগ দশবারে কনভার্ট করতে হতো।

যাই হোক, লং স্টোরি সর্ট, পরে ব্লগে আস্তিক নাস্তিক বিতর্ক আর থাবাবাবা এই সেই কান্ডের পরে আস্তে আস্তে ব্লগ ঠান্ডা হয়ে যায়।

কখনো ব্লগে নিয়মিত আর কখনো বছরজুড়ে অনুপস্থিত এই করে দশ বছর হয়ে গেছে।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৭

নূর আলম হিরণ বলেছেন: অভিনন্দন। নিয়মিত লিখুন, ব্লগে আসুন ভালো লাগবে।

২| ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

শেরজা তপন বলেছেন: অভিনন্দন। অনেকের মত সামুর সেই দিন নাই-না ভেবে, নিয়মিত ব্লগিং ও মন্তব্য করুন।

৩| ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১১ বছর অনেক সময়।
অভিনন্দন জানাই আপনাকে।

৪| ২১ শে জুলাই, ২০২৩ রাত ৮:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পোস্ট দিন। মন্তব্য করুন। সচল থাকুন।

৫| ২১ শে জুলাই, ২০২৩ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন !

৬| ২১ শে জুলাই, ২০২৩ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: অভিনন্দন আপনাকে।

৭| ২১ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন নিন।

৮| ২২ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫৪

ফেনা বলেছেন: অভিনন্দন আপনাকে।

আমার আপনার মত প্রায় একই অবস্থা।

৯| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দশকপূর্তির জন্য অভিনন্দন।

১০| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০১

মুগ্ধ নয়নের আগন্তুক বলেছেন: আমার ইমেইল ও পাসওয়ার্ড আইডি ভুলে গেছি দেখে আমার ব্লগে ঢুকতে পারতেছি না, শুধু আমার ইউজার নেম মনে আছে, এখন কিভাবে আমার ব্লগে ঢুকতে পারি কারো কোন আইডিয়া ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.