নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতিবিদ,
ব্যবসায়ী,চিকিৎসক, আইনজীবি এরা কেউ মৃত্যুর আগ পর্যন্ত্য অবসর নেন না,এইটা চরম নির্বুদ্ধিতা।
ফেসবুকে এক ভদ্রলোক উপরোক্ত স্টেটাসটি দিয়েছিলেন, তার কমেন্টে গিয়ে আমি নিম্নোক্ত মন্তব্য করি। সামুর জন্য শেয়ার দিলাম।
তারা বুদ্ধিমান এজন্য অবসর নেন না, তারা হয়তো তাদের কাজকে ভালোবাসেন, তারা স্বাধীন পেশার লোক, এইসকল পেশায় অবসর না নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি যে কাজ করতে ভালোবাসি সেটা করতে করতে মারা যাওয়ার চাইতে বড় চাওয়া আর কি থাকতে পারে?
আমি ব্যক্তিগতভাবে "অবসর" কনসেপ্টে বিশ্বাস করি না।
অবসর হচ্ছে তাদের জন্য যারা জীবিকার তাগিদে বাধ্য হয়ে একটা পেশা বেচে নিয়েছিলো, জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়ে দিয়েছে এমন কাজ করতে করতে যে কাজে তার কোনো প্যাশন ছিলো না, এখন পরন্তু বয়সে এসে একটু রেহাই চায়, নিজের জন্য কিছু সময় নিজের যা ভালো লাগে কিন্তু আগে করতে পারেনাই এখন তা করতে চায়।
অবসর একটা স্ক্যাম, অবসর হচ্ছে গাধার সামনের ঝুলন্ত মুলা, যা দেখিয়ে সর্বস্ব নিংড়ে নেওয়া হয়, বুঝানো হয় কাজ ভালোবাসেন না তো কি হয়েছে আর মাত্র কয়েকটা বছর, আর একটু কস্ট করেন, একটু গতি বাড়ান, এখন জীবন উপভোগ করার সময় না, অবসরে গেলে ভালো করে উপভোগ কইরেন, এখন কাজ করেন, সঞ্চয় করেন।
আল্লাহ তৌফিক দিলে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই, যেই কাজ আমি ভালোবাসি সেই কাজ, স্বাধীন পেশার কাজ, বাধ্য হয়ে করা কোনো কাজ না।
২| ২১ শে জুলাই, ২০২৩ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: আপনার মনের আশা পূরন হোক।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০১
শেরজা তপন বলেছেন: আপনার মনঃস্কামনা পূর্ণ হউক! আমিও চাই আমৃত্যু কাজ করতে।