নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্যায়ার ওয়াজ অ্যা টাইম যখন একদিনে সিরিজের পুরা এক সিজন দেখে ফেলতাম, কিন্তু এই ( Cogan:killing them softly ) মুভিটা শুরু করছি দশদিন আগে, আজ শেষ করলাম।
সাধারণত IMDB রেটিং সাতের নিচে থাকলে কোনো মুভি দেখিনা। এটা ব্যতিক্রম, ৬.২ রেটিং থাকলেও Brad pitt আর Scoot Mcnairy থাকায় এবং কাহিনী বাউন্টি হান্টিং/হিটম্যান এর মতো "প্রিয়" বিষয় হওয়ায় দেখে ফেললাম। রিভিউ লেখা অনেক আগে বাদ দিছি, এক কথায় বলি "ITS A CULT" ।
এখন শুরু করছি Persian Lesson. এক যুদবন্দী ইহুদি নিজেরে পারসিয়ান দাবি কইরা জান বাচাইছে, এখন তার উপর দায়িত্ব পরছে এক অফিসাররে ফার্সি শেখানোর কিন্তু সে নিজে এক অক্ষরও ফার্সি জানে না অন্যরে শেখাইবো ক্যামনে?
শুরু তো করছি, দেখি শেষ হয় কবে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৯
দারাশিকো বলেছেন: দিন বদলাইছে না? এমনটাই তো হওয়ার কথা ছিল
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: শুরু যখন করতে পেরেছেন, ইনশাল্লাহ শেষও হবে।