নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
মৌলিক চাহিদাগুলোর বাকির খাতায় হাসফাস
দ্যাখো?
আমিষ শর্করা স্নেহ মায়া মমতায় কিছুতেই যে তা-
থামে না...নামে না।
উত্থিত সব কাচাপাকা বাজারের ছোটবড়, সাদাকালো কিংবা বেগুনি কালারের সঁবজির দাম নামাতে সাহায্য করো।
এ ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না বলেই-
সবাই আঁইন নিজ হাতে তুলে নেয়, নিচ্ছে।
ক্ষনিকের ছেলেখেলা মেয়েখেলা আমাদের খাওয়া দাওয়ায় ব্যাঘাত ঘটাচ্ছে।
২।
উজানে চলে রে নৌকা চলেরে ভাটিতে
পানিতে যেমন চলে তেমনও মাটিতে,
কেরামত মাঝির মেরামতহীন নৌকা
একলা একলাই বইয়া যায়
তেরো নদী ঘুরলাম আমি আজিব এই নৌকায় ।
৩।
রাতে অথবা দিনে
নরম কোঠার দিয়ে লাগাতার-
কাঠ কাটার আগে,
কুপী জ্বালিয়ে অথবা নিভিয়ে নিতে হয়।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:০৮
পোড়া বেগুন বলেছেন:
ভালো বলেছেন?
কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
মন্ত্রীরা নাকি সুবার কাছে জিম্মি!