নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

নারীতে মানিনা অংশীদারি

০৯ ই মার্চ, ২০২১ রাত ৮:৩১

চলমান দ্বিপাক্ষিক যেকোনো (সু)সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের (অনু)প্রবেশকে প্রথম দুই পক্ষের যেকোনো একজন অবশ্যই ঈর্ষা বা হিংসার চোখে দেখবে এটা স্বাভাবিক।

তেমনি দুজন নারী এবং পুরুষের যেকোনো সম্পর্কের মাঝে তৃতীয় কারো প্রবেশ হলে উভয়ের যেকোনো একজন যে ব্যাথা পায় তা শুধু প্রসব বেদনার সাথেই তুলনা করা যায়।

পুরুষ তার নারীর সাথে কোনো অংশীদার সহ্য করতে পারেনা (নারীরাও পারেনা তবে তা নিয়ে আজ বলছিনা)। হোক সে নারী বোন,মা,বন্ধু,প্রেমিকা,স্ত্রী।

"মা আমার ছোট ভাই/বোনকে বেশি আদর করে" বাচ্চাদের থেকে এই অভিযোগ প্রায়শই শোনা যায়, পক্ষান্তরে বাবা কাকে বেশি আদর করে তাতে সাধারণত কিছু যায় আসে না । প্রেমিকা স্ত্রীর কথা বাদ-ই দিলাম মেয়ে বন্ধুর সাথে অন্য কোনো ছেলের বেশি মেলামেশা (প্রেম না কিন্তু) সহ্য করাও কঠিন।

মানষিক অবস্থার পরিবর্তন আসার সাথে সাথে এই ঈর্ষা বা হিংসার পরিমান বাড়ে কমে বা স্থির থাকে।

এই ঈর্ষা বা হিংসা আসে ডিফেন্স মেকানিজম থেকে, পুরুষ নারীকে হারাতে ভয় পায়, কারণ নারী ছাড়া পুরুষ অচল, মা,বোন,বন্ধু,প্রেমিকা,স্ত্রী যেকোনো রুপেই হোক না কেনো নারী আমাদের লাগবেই, পুরুষকে আগলে রাখতে মা ক্ষেত্রবিশেষ বড় বোন ভাবি একসময় স্ত্রী পরে কন্যা অথবা ছেলের বউ একজন না একজন লাগেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: নারী আসলে পুরুষের সবচেয়ে বড় শক্তি।

২| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫১

কবিতা ক্থ্য বলেছেন: প্রফেসর সাহেব,
যুগান্তকারী আবিস্কারের জন্য অভিনন্দন।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.