নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনসাই
তোমার প্রভুত্ব আমার সকল কাজে
খবরদারি সকাল সাঁঝে,
আমার বেড়ে উঠা তোমার খেয়ালে
"আমি" বলে কিছু নাই,
চাইছো তুমি হই যেন আমি
বনসাই।
নিজের মতো গড়ে তুলে
নিজের ঘরে রাখবে বলে,
বন্য আমি বন্দী এখন
খেলার ছলে
বাহুবলে,
আমিতো চাই পান্থশালা হতে
আমার ছায়ায় সবাইকে দিতে ঠাঁই,
কিন্তু তুমি চাইছো আমি
হই যেন বনসাই।
টুটি চেপে আর রাখবে কত?
দেখাবো এবার সকল ক্ষত,
বুলেট বোমায় ঝাঝরা হয়েও
দাড়িয়ে থাকবো হারিয়ে না গিয়ে,
জন্ম আমার
ঝড় থামাবার
জন্যে
বুক চিতিয়ে দাড়িয়ে আছি তাই,
কিন্তু তুমি চাইছো আমি
হই যেন বনসাই।
মুখ ফসখায়নি, মুখ খুলেছি
হাতড়াবোনা বলে চোখ খুলেছি,
সোজা পথে কোনোমতে
চলার দিন গত হয়েছে,
বাকা পথগুলো ফুলের ঢালি হাতে
পথ চেয়ে বসে আছে।
মেলবো শাখা মেলবো প্রশাখা
ঝড় হবো ঝড় থামাবো
করবো যখন যা চাই,
কিন্তু তুমি চাইছো আমি
হই যেন বনসাই।
০৮ ই মার্চ, ২০২১ ভোর ৪:৪৪
প্রফেসর সাহেব বলেছেন: ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত আর কবিতা আমার।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০০
যায়েদ আল হাসান বলেছেন: I AM GROOT !!!
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫
সামিয়া বলেছেন: চমৎকার
০৮ ই মার্চ, ২০২১ ভোর ৪:৪৫
প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর।