নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হালফিল বেহুলার গন্ডোলা যায় কাপ্তাই থেকে ভেনিস,
এদিকে হেমলকে আরোগ্য লাভ করলো সক্রেটিস।
মান্দাসে উড়েগেলে আধখানা চাঁদ ছুয়ে
সূর্য ঢোবার আগে আগেই ঘরে ফেরা যায়।
মেদবহুল মেঘে চড়ে
সবচাইতে দূরে;
যেখানেতে যাওয়া যায়,
সেখানে ঘি আর তেল সমান দামে বিকে।
অপ্রস্তুত লালটিপ নীল শাড়ী মৃত্যু ডেকেছিলো যেদিন
সেদিন পলি জমা পোতাশ্রয় থেকে সোয়া ফার দূরে
নোঙ্গর করে রাখা জাহাজের তরুণ খালাসি,
কাঁদলো; গান গাইলো; তারপর মরে গেলো...আহা
ছবি: ইন্টারনেট
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৭
প্রফেসর সাহেব বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
২| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯
রানার ব্লগ বলেছেন: কাদল গান গাইল তারপরে মারে গেলো !! আহা!!!!
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫
ফারজানা তৃষা বলেছেন: ভাল লেগেছে অনেক।