নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সমাজজীবনে ধর্মের প্রাসঙ্গিকতা অন্য যে কোনো কিছুর চাইতে বেশি হওয়া সত্বেও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে ধর্মের চর্চা,আলোচনা,সমালোচনা, গবেষণা ইত্যাদি সম্পর্কে ইচ্ছাকৃত দূরত্ব বজায় রাখা এবং একইসাথে সেইসব প্রতিষ্ঠানের শিক্ষকসম্প্রদায়ের অনেকেরই মাঝেমধ্যে ব্যক্তিগত এবং অপ্রাতিষ্ঠানিক গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ধর্মের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা সত্যিই অশ্লীল ।
ধর্মব্যাখ্যার একচ্ছত্র আধিপত্য/অধিকার প্রচলিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উপর সোপর্দ করার পরেও আবার নিজের (সীমিত) জ্ঞানের জৌলুশ দেখানোর লোভ সামলাতে না পেরে অযাচিত মন্তব্য করা হচ্ছে অনধিকার চর্চা ।
একসাথে একাধিক বিষয়ের উপর দখল রাখা দুষের কিছু না, নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে তা করা যেতেই পারে। কিন্তু একজন মানুষ একইসাথে একাদিক বিষয়ে স্পেশালিষ্ট হতে পারে না। আর ধর্মের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে শুধু স্পেশালিষ্টদেরই মন্তব্য করা উচিৎ বলে মনে করি। যার যেখানে জায়গা তার সেখানেই থাকা উচিৎ ।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৪
প্রফেসর সাহেব বলেছেন: এতো সহজেই উপসংহার টানাটাই অনধিকার চর্চা
২| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই অশ্লীল কাজটাই করছেন ওয়জীরা।সামান্যতম জ্ঞান নেই মাদ্রাসায় দুইপাতা পড়েই চলেআসে জ্ঞান দিতে।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৫
প্রফেসর সাহেব বলেছেন: অনেকটা একমত
৩| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৪
স্থিতধী বলেছেন: ধর্ম এতো 'স্পর্শকাতর' বিষয় কেনো?
২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৫
প্রফেসর সাহেব বলেছেন: কারণ বিষয়টা সেন্টিমেন্টাল ।
৪| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৮
স্থিতধী বলেছেন: কারণ বিষয়টা সেন্টিমেন্টাল
পুরো দুনিয়াতে এভাবে অসংখ্য সেন্টিমেন্টাল বিষয় রয়েছে। এই যে ব্লগে অনেকে গল্প- কবিতা লেখে সেগুলোও বেশিরভাগ লেখকের সেন্টিমেন্ট দখল করে, তাই সেন্টিমেন্টাল বিষয়। এখন ধরুন পাবলিকলি প্রকাশ করা একটি কবিতায় অনেক বানান ভুল পাওয়া গেলে কেউ যদি তা ধরিয়ে দেয়, তবে সেটা কি অনধিকার চর্চা?
৫| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮
নেওয়াজ আলি বলেছেন: মোল্লারা বিকৃত যৌন কামুক প্রতিদিন ধরা পড়ছে । এরা ডাস্টবিন।
৬| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: জ্বী। ঠিক আছে।
৭| ২৩ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৩৯
সত্যপীরবাবা বলেছেন: আর কোন কোন বিষয়ে 'স্পেশালিস্ট' না হয়েও মন্তব্য করলে 'দুষের' হবে না? বিজ্ঞান? অর্থনীতি? সমাজ-ব্যবস্থা?
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
ধর্ম নিয়ে উপসংহার হলো, ইহা মানুষের বড় সৃষ্টির মাঝে একটি, যা এখন জীর্ণতায় ভুগছে।