নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

হিউম্যান কোয়ালিটির সর্বোচ্চ পর্যায়ের ব্যাক্তিরাই রাজনীতি করে৷

১৫ ই জুন, ২০২০ রাত ৮:৩৯

হিউম্যান কোয়ালিটির সর্বোচ্চ পর্যায়ের ব্যাক্তিরাই রাজনীতি করে, "আই হ্যাত পলিতিকস" বলা মেরুদণ্ডহীন ছেলেমেয়েদেরকে দেখছি রাজনীতিবিদদের মৃত্যুতে বেশি উল্লাসিত হয়,আর হয় কিছু দলকানা।
একজন কামরান, সাইফুর রহমান,নাসিম গড়তে এই সমাজের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যারা মাঠপর্যায়ের রাজনীতি করেন তারা বুঝতে পারবেন একজন মহসিন আলী হতে হলে কতটা পথ পাড়ি দিতে হয়।
একজন রাজনীতিবিদের মৃত্যু (তা সে যে দলেরই হোক না কেনো) দেশের জন্য অপূরনীয় ক্ষতি। জাতীয় স্বার্থে তার নির্দিষ্ট কোনো নেতিবাচক কাজের সমালোচনা করা গ্রহণযোগ্য হলেও ঢালাওভাবে ব্যাক্তিকে এবং তার পরিবারকে আক্রমণ করা মোটেও মানবিক নয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:৪২

অনল চৌধুরী বলেছেন: করে না,করা উচিত।
কারণ রাজনীতি সর্বশ্রেষ্ঠ সমাজসেবা।

২| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:২১

নিরীক্ষক৩২৭ বলেছেন: যান করেন নেতিবাচক কাজের সমালোচনা, তারপর এই পোস্ট দিয়েন থানায় বসে।
মানুষের এত ক্ষোভ একদিনে হয় নাই।

৩| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষের প্রধান কাজ বাঁচার জন্য খাদ্য সংগ্রহ,দ্বিতীয় কাজ সেই খাদ্য নিরাপদ রাখা,এটাই রাজনীতি।এটা করার জন্য সবথেকে উত্তম পথ সংঘটিত হওয়া।রাজনীতিবিদরা সমাজের অগ্রসর শ্রেনী।

৪| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:৫৬

নয়ন বিন বাহার বলেছেন: আমি রাজনীতি করতে চাই। কিন্তু মাইনষে গাইলাবো এই ডরে আগাইতে পারতাছি না। টোটকা দেন। :)

৫| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: রাজনীতি সবার মধ্যে বিদ্যমান আছে। রাজনীতি ছাড়া মানূষ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.