নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

হাম্বাআআআআআআআ!

১২ ই জুন, ২০২০ ভোর ৪:১৭


বাংলাদেশে গরুর আওয়াজ নকল করতে বললে আমরা বলি "হাম্বা" (hambaaaa), ইংলিশ গরু আবার হাম্বা ডাকে না, ইংরেজদের যদি জিজ্ঞেস করেন তারা বলবে "মওওওও" (Mooooo), এদিকে ফরাসি গরু ডাকে "মওওওওউ" (Meuhhhh), ইন্ডিয়ান গরুও ইংরেজ গরুর মতো Moooo ডাকে। তবে ডাচ গরুরা ডাকে "বয়য়য়য়" (Boeeeee).
খেয়াল করে দেখলাম বাংলা আর ডাচ গরুই শুধু ব্যতিক্রম, অন্য সব ভাষায় গরুরা ডাক "ম" (M) দিয়ে শুরু করে। বাংলাদেশে "হ"(H) আর ডাচে "ব" (B)দিয়ে শুরু হয়।

ইউটিউবে গরুর ডাকের কিছু ভিডিও দেখলাম, একেকবার মাথায় একেকটা ভাষা সেট করে ডাক শুনে দেখি গরু সেভাবেই ডাকছে, মাথায় "হাম্বা" আওয়াজ রাখলে দেখি গরু হাম্বা ডাকছে, "মুউউউউ" রাখলে দেখি সে এখন মুউউউ ডাকছে, "বয়য়য়য়" রাখলে দেখি বয়য়য়য় ডাকছে। আসলে গরু তো, কখন কি ডাকে ঠিক নাই।

ভিডিও সার্চ দিতে গিয়ে ভাবছিলাম যে গরুর ডাকের ভিডিও কি ইউটিউবে মিলবে? আমাকে অবাক করে দিয়ে শত শত ভিডিও হাজির, একেকটার ভিঊ আবার মিলিয়ন মিলিয়ন। ভাবলাম পাগল শুধু আমি একা না৷ আরো আছে।

পরে ছাগল, বিড়াল কুকুর সহ অন্যান্য প্রাণীর আওয়াজ বিভিন্ন ভাষায় পড়ে(শুনে) দেখি। সবচেয়ে অবাক হয়েছি কুকুরের আওয়াজে, প্রায় প্রত্যেকটা ভাষায় কুকুরের আওয়াজ আলাদা। এতো বৈচিত্র্য অন্য কোন প্রানীর আওয়াজে নাই।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ ভোর ৪:৩২

রুদ্র নাহিদ বলেছেন: ঘুম বাদ দিয়ে ভোর ৪ টায় দেখার মতো দারুন ভিডিও :D

১২ ই জুন, ২০২০ সকাল ৭:৪১

প্রফেসর সাহেব বলেছেন: দেখতে থাকুন

২| ১২ ই জুন, ২০২০ ভোর ৫:১৪

মা.হাসান বলেছেন: ডাক শুনিতে চাহিলে কাউয়ার ডাক শুনুন। বহুত সওয়াপ। দু রকমের কাউয়া আছে । ভাদা কাউয়া আর পাদা কাউয়া। প্রায় একই রকম ডাক। তবে কাউয়াদের সাজ পোষাকে একটু পার্থক্য পাইবেন।

১২ ই জুন, ২০২০ সকাল ৭:৪১

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই জুন, ২০২০ ভোর ৫:১৯

নেওয়াজ আলি বলেছেন: নোয়াখালীতে নামকরা কাউয়া আছে । সারা দেশে চিনে।

১২ ই জুন, ২০২০ সকাল ৭:৪২

প্রফেসর সাহেব বলেছেন: আপনি কি নোয়াখাইল্লা?

৪| ১২ ই জুন, ২০২০ ভোর ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

চাঁদ গাজী বলেছেন ঃ
কুকুরের ডাকগুলো শিখেন, কাজে লাগবে, ঘরে চোর আসবে না।

দারুণ স্মার্ট মন্তব্য।

১২ ই জুন, ২০২০ সকাল ৭:৪২

প্রফেসর সাহেব বলেছেন: মাইরালা ধইরালা গ্রুপের মেম্বাররা ব্লগে কি করে?

৫| ১২ ই জুন, ২০২০ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আপনে কমেন্ট করেই পালিয়ে যান, নইলে মুখ খারাপ করা গালি দিতাম যাতে শুনতে পান৷ যাতে আর জীবনেও আমার ব্লগে না আসেন। এই নিয়ে তিনদিন আপনাকে আমার ব্লগে না আসার জন্য বলছি, কিন্তু আপনি একটা ১ম শ্রেণীর বেহায়া প্রাণী। "

-গালির প্রফেসর, গালিতে পিএইচডি? আপনি বললেন, কুকুরের আওয়াজ নিয়ে আপনি ইন্টারেষ্টেড

১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩৩

প্রফেসর সাহেব বলেছেন: আপনাকে আগেও বলেছি আজও বললাম, আমার ব্লগে আর কোনদিন যঅদি আসেন তাহলে আপনি ধরে নেবো আপনি চার পা আর লেজবিশিষ্ট কোন প্রানীর সন্তান৷। যা ভাগ এখন

৬| ১২ ই জুন, ২০২০ সকাল ৯:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কুকুরই মানুষের প্রথম পোষা প্রানী

৭| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হঠাৎ ক্ষেপে গেলেন কেন প্রফেসর সাহেব।রাগার মতো খারাপ তো কিছু বলে নাই।দেশের এতো সমস্যা থাকত গরু,ছাগল কুকুর নিয়ে লিখা আপনার মতো প্রফেশনের লোকের পক্ষে মানাত না।এই জন্য ছাত্ররা আছে

১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩১

প্রফেসর সাহেব বলেছেন: হ্যা, সকল সম্ভবস্যার সমাধানের দায়িত্ব তো আমি নিছি ।

৮| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: দেশ আলাদা। ডাকও আলাদা।

১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩০

প্রফেসর সাহেব বলেছেন: হ্যা। সেটাই।

৯| ১২ ই জুন, ২০২০ সকাল ১১:১৮

সাইন বোর্ড বলেছেন: একটা ফালতু মন্তব্য অন্যান্য মন্তব্যকারীকেও প্রভাবিত করেছে, যদিও আমরা খুব কঠিন একটা সময় পার করছি, তবু আপনার পোষ্টের বিষয়বস্তুতে বৈচিত্র আছে, শুধু সময়টা খারাপ, এই আর কি ।

১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩০

প্রফেসর সাহেব বলেছেন: সময় কোনকালেই ভালো ছিলোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.