নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ধর্মের দোহাই দিয়ে এখনো অনেকেই বাংলাদেশকে পাকিস্তান বা ভারতে অংশ হিসেবে দেখতে চায়। কেউ চায় বাংলাদেশ ভারতের অংগরাজ্য হয়ে যাক, কেউ চায় আবার পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাক। এই দুই পন্থীদের কেউই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনা।
যারা পাকিস্তানপন্থী তাদের বেশীরভাগই মুসলিম এবং তাদের বিশ্বাস যেহেতু পাকিস্তান মুসলিম দেশ তাই তারা আমাদের ভাই, এবং আমাদের একসাথে থাকা উচিত ছিলো, এখনো পাকিস্তানের যেকোনো সাফল্যে তারা আনন্দিত হয়, ফেসবুকে ইমরান খানের বক্তৃতা শেয়ার করে,ভারত পাকিস্তানের যেকোনো কোন্দলে তারা পাকিস্তানের পক্ষে সমর্থন দেয়। অবস্থাদৃষ্টে মনে হয় এখন যদি বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করে একটি রাষ্ট্র করার প্রস্তাব করা হয় তাহলে তারা সবার আগে ভোট দিবে৷
অন্যদিকে ভারতপন্থীদের বেশীরভাগই হিন্দু (সনাতন) ধর্মালম্বী, আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে এমন অনেকেই আছেন যাদের টাইমলাইন দেখলে আপনি বুঝতেই পারবেননা যে তারা বাংলাদেশী না ভারতীয়, তাদের টাইমলাইন ভারতের সাফল্যসংবাদ, মোদির ভাষন ইত্যাদিতে ভর্তি। তারা বাংলাদেশের চাইতে ভারতের সাফল্যই বেশী খুশী হোন। একইভাবে বাংলাদেশকে ভারতের অংগরাজ্য করার প্রস্তাব দিলে উনারা দিগম্বর হয়ে রাস্তায় উল্লাসনৃত্য করবেন বলে আমার ধারণা। উনাদেরও একই বক্তব্য (যদিও উনারা তা সহজে প্রকাশ করতে চান না) যেহেতু ভারত হিন্দুরাষ্ট্র তাই আমাদের ভারতের সাথেই থাকা উচিত।
এই দুইদল বলদদের কে বুঝাবে যে ধর্মের উপর ভিত্তি করে কোন রাষ্ট্র গঠিত হতে পারেনা, যদি হতো তাহলে সমগ্র আরব এক দেশ হতো. সকল আরব রাষ্ট্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কেনো আলাদা আলাদা দেশে বিভক্ত?
এই উভয় গোষ্ঠীই আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা খায় পড়ে বাংলাদেশের কিন্তু অন্তরে লালন করে পাকিস্তান বা ভারত। আওয়ামী লীগের বাংগালী জাতীয়তাবাদ অথবা বিএনপির বাংলাদেশী জাতীয়তাবাদ যা-ই বলিনা কেনো এরা কোনটাই বিশ্বাস করেনা। এদের থেকে সতর্কতা অবলম্বন করাই কাম্য, আর আপনি যদি নিজেকে এই দুই দলের মধ্যে যেকোন একটিতে আবিস্কার করেন তাহলে নিজেকে শুধরে দেওয়ার এখনই সময়।
বি. দ্র. এই লেখায় বাংলাদেশের সকল মোসলমানকে পাকিস্তানপন্থী বা সকল হিন্দুকে ভারতপন্থী বলা হয়নি। শুধুমাত্র তাদের মধ্য থেকে ক্ষুদ্র এক অংশের কথা বলা হয়েছে।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৩৭
প্রফেসর সাহেব বলেছেন: এতো সহজ ভাবে যদি চিন্তা করতে পারতাম? কিন্তু আমি যে আপনারমতো এতো সহজ চিন্তা করতে পারিনা।
২| ০৮ ই মে, ২০২০ রাত ৩:৪৪
রাজীব নুর বলেছেন: ৪৭, ৫২ আর ৭১ ---
আমাদের আর ভয়ু নেই।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৩৬
প্রফেসর সাহেব বলেছেন:
৩| ০৮ ই মে, ২০২০ রাত ৩:৪৪
নেওয়াজ আলি বলেছেন: সব কিছুতেই ধর্ম । সব কিছুতেই রাজনীতি । ভালো লাগে না ।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৩৫
প্রফেসর সাহেব বলেছেন: এসব নিয়েই বাচতে হবে৷ এড়িয়ে যাওয়ার উপায় নাই৷
৪| ০৮ ই মে, ২০২০ রাত ৩:৫৭
সুপারডুপার বলেছেন:
প্রফেসর সাহেব ,
আপনি এক্সপেরিমেন্ট করে করে গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করতে পেরেছেন ।
ভারত পাকিস্তান এর সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা হলে এই ক্ষুদ্র এক অংশই বাংলাদেশকে সাপোর্ট না করে ভারত পাকিস্তানকে করে। তখন এদেরকে স্পষ্ট ভাবে চেনা যায়।
অনেকে বলবেন খেলার মধ্যে ধর্ম - রাজনীতি নিয়ে আসার কী হলো ! দেখা গেছে বাংলাদেশকে বাদ দিয়ে কিছু হিন্দু ভারতকে ও কিছু মোসলমান পাকিস্তানকে সমর্থন করে। এরাই ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করতে চায়। কারণ খেলা যখন আন্তর্জাতিক পর্যায়ে হয় তখন তা আর শুধু খেলা থাকেনা। একটি দেশের জাতীয় দল সেই দেশের প্রতিনিধিত্ব করে। দলটি দেশের জাতীয় পতাকা বহন করে। দেশের জাতীয় দল যেখানে যাবে, সেখানে দেশের পতাকা তুলে ধরবে। এই দলের সাফল্য-ব্যর্থতার সাথে পুরো জাতির হাসি কান্না জড়িয়ে থাকে।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৩৪
প্রফেসর সাহেব বলেছেন: ভালো বলেছেন
৫| ০৮ ই মে, ২০২০ ভোর ৪:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধর্মগুলোই যত নষ্টের মূল!
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৩৩
প্রফেসর সাহেব বলেছেন: এই যে জেনারালাইজ করলেন এই জেনারালিজেশন করাই ভুল। এতো সহজে বলে দিলেন চিন্তাভাবনানা করেই।
৬| ০৮ ই মে, ২০২০ ভোর ৪:৫৯
ইকবাল সরদার বলেছেন: সৃষ্টিকর্তার ইচ্ছায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথচ আল্লাহপাকের এই ইচ্ছার সাথে আমাদের দেশের অধিকাংশ আলেম উলামা ধর্মীয় গুরু, ধর্মীয় সংঘটন ও ধর্মীয় দলের সাথে মিল্ল না। অতএব এদের সাথে আল্লাহপাকের সম্পর্ক নাই এটাই প্রমাণিত।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৩২
প্রফেসর সাহেব বলেছেন: দৃষ্টিভঙ্গির ব্যালার। তারা যেভাবে দেখে আমরা ওইভাবে দেখিনা।
৭| ০৮ ই মে, ২০২০ ভোর ৬:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষ তো আখেরে এক জন্তু ছাড়া আর কিছু নয়।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৩১
প্রফেসর সাহেব বলেছেন: মানুষের বোধ আছে, জন্তুর নাই। এটাকে কাজে লাগাতে হবে।
৮| ০৮ ই মে, ২০২০ সকাল ৮:১০
নিমো বলেছেন: লেখক বলেছেন: যারা পাকিস্তানপন্থী তাদের বেশীরভাগই মুসলিম এবং তাদের বিশ্বাস যেহেতু পাকিস্তান মুসলিম দেশ তাই তারা আমাদের ভাই, এবং আমাদের একসাথে থাকা উচিত ছিলো ফেসবুকে ইমরান খানের বক্তৃতা শেয়ার করে।
এখানে কিছু ধ্রূপদী উদাহরণ পাবেন।
০৮ ই মে, ২০২০ রাত ১০:২৯
প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ
৯| ০৮ ই মে, ২০২০ সকাল ৮:১২
নিমো বলেছেন: মন্তব্যগুলো পড়লেই বুঝবেন।
১০| ০৮ ই মে, ২০২০ সকাল ৯:১৩
রাফা বলেছেন: একেবারে পিন পয়েন্ট।শুধু এই দুই কারনাই বাংলাদেশ যে স্তরে পৌছানোর কথা ছিলো সেখানে নেই।প্রকৃতপক্ষে বাংলাদেশি কেউ রাষ্ট্রের হাল ধরতে পারে নাই এখনও।অবশ্যই বঙ্গবন্ধুর পরে।
ধন্যবাদ,প্র.সাহেব ।(আপনি আবার ধরে বসে আছেন সেই বৃটিশদের)
০৮ ই মে, ২০২০ রাত ১০:৩২
প্রফেসর সাহেব বলেছেন: সকল শাসকই তার রাষ্ট্রের উন্নয়ন চায় বলে আমি বিশ্বাস করি, কারো হয়তো যোগ্যতার অভাব কারো হয়তো রাষ্ট্রের চাইতে নিজের উন্নয়ন বেশী জরুরী মনে হয়।
১১| ০৮ ই মে, ২০২০ সকাল ৯:৩২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঠিক আছে,গেলাম না বিএনপিতে গেলামনা আওয়ামীলীগে বাকি থাকে ইসলাম পন্থি ও বামপন্থি।আপনি কোন দিকে যেতে বলেন?
০৮ ই মে, ২০২০ রাত ১০:৩৪
প্রফেসর সাহেব বলেছেন: বিএনপি বা আওয়ামিলীগে যেতে তো নিষেধ করছিনা!, আর বাম বা ইসলামপন্থী যেখানেই যান না কেনো দেশটা যেনো আগে প্রাধান্য পায়।
১২| ০৮ ই মে, ২০২০ সকাল ৯:৫৯
সুপারডুপার বলেছেন:
@নিমো, লিংকটির জন্য ধন্যবাদ। এরা মোটামুটি এক সাথেই কাডল পাতা খায়। সহজেই এদের চিনতে পারবেন। বুঝতেও পারবেন এরা কোন মতাদর্শ নিয়ে ঘাপটি মেরে আছে। এরা মাঝে মধ্যেই রূপ পাল্টায়, অন্য সুরে সুর পাল্টায়। ক্যাচ মি ইফ ইউ ক্যানও এদের কাছে দুধভাত। এদের ব্যাপারে প্রফেসর সাহেবের কথা অনুসারে, অবস্থাদৃষ্টে মনে হয় এখন যদি বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করে একটি রাষ্ট্র করার প্রস্তাব করা হয় তাহলে তারা সবার আগে ভোট দিবে। এই গোষ্ঠীই আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এদের থেকে সতর্কতা অবলম্বন করাই কাম্য, আর আপনি যদি নিজেকে এই দলের মধ্যে আবিস্কার করেন তাহলে নিজেকে শুধরে দেওয়ার এখনই সময়।
১৩| ০৮ ই মে, ২০২০ সকাল ১০:৫৯
মীর আবুল আল হাসিব বলেছেন:
একটা সময় পাকিস্তান ক্রিকেটের অন্ধভক্ত ছিলাম, পাকিস্তানের জার্সি পরে ঘুরে বেড়াতাম। এখন এসব ভাবলে নিজের মুখে নিজেরই থুতু দিতে মন চায়।
ক্লাস সেভেন থেকে জাফর ইকবাল স্যার এর লেখা পড়তে শুরু করলাম; দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করলো। আসলে আমি এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি, যেখানে সবাই পাকিপন্থি, রাজাকার। আজকে আমি যে আমার দেশ নিয়ে বুঝি এর সব ক্রেডিট আমি জাফর ইকবাল স্যার কে দেব।
০৮ ই মে, ২০২০ রাত ১০:৩৭
প্রফেসর সাহেব বলেছেন: সমস্যা হচ্ছে আপনি যে সময়ে বড় হয়েছেন সেই সময়কালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে পত্রিকা বা টেলিভিশনে আলোচনা হতোনা৷ আপনার হাতে রিসোর্স ছিলোনা কোনটা সঠিক আর কোনটা বেটিক তা যাচাই করার।
১৪| ০৮ ই মে, ২০২০ সকাল ১১:৫৩
নূর আলম হিরণ বলেছেন: আপনি যাদের কথা বলছেন এরা সংখ্যায় বেশি না। আগামী ২০০ বছর পরেও এদের দেখা যাবে। সরকার জাতিকে শিক্ষা ও আধুনিক অর্থনীতির সাথে পরিচয় করে দিচ্ছে না যার কারনে জাতি সঠিক পথে এগুচ্ছে না।
০৮ ই মে, ২০২০ রাত ১০:৩৯
প্রফেসর সাহেব বলেছেন: সংখ্যায় বেশী না হলেও এদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আগামী ১ শতকে দেখিনা।
১৫| ০৮ ই মে, ২০২০ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: ধর্ম ই সব কিছু নষ্ট করে দিলো।
০৮ ই মে, ২০২০ রাত ১০:৪০
প্রফেসর সাহেব বলেছেন: এভাবে ঢালাওভাবে না বলাই ভালো।
১৬| ০৮ ই মে, ২০২০ দুপুর ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
জমিতে সব সময় আগাছা জন্মে, কৃষককে আগাছা পরিস্কার করতে হয় সময় সময়
১৭| ০৮ ই মে, ২০২০ দুপুর ১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্মের দোহাই দিয়ে যারা বাংলাদেশকে ভারতে অংশ হিসেবে দেখতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে।
কারণ খুব সুকৌশলে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মিথ্যে ইতিহাসের সাহায্যে এক ধরনের সামাজিক স্মৃতি
নির্মাণের কাজ চলছে ভারতে। সেই স্মৃতিতে মুসলিম মাত্রই হিন্দুর শত্রু। বর্তমানে মোদী এবং তার অনুসারীদের
কাছে মুসলমান এবং বামপন্থীরা হচ্ছে ভারত তথা হিন্দুত্ববাদের শত্রু। গতবছর ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব
আইন পাশের সাথে সাথে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। এ আইনের প্রতিবাদে বিজেপি এবং সঙ্ঘ পরিবার
বাদে দলমত, জাতি, ভাষা এবং ধর্ম নির্বিশেষে মুসলমানদের অধিকারের প্রশ্নে সর্স্তরের মানুষ নেমে এসেছেন রাস্তায়।
ভারত স্বাধীন হবার পর পুরো দেশ জুড়ে এমন প্রতিবাদ ইতিপূর্বে আর কখনো দেখা যায় নাই।
নাগরিকত্ব আইনে ৩১ ডিসেম্বর ২০১৪ সাল পর্যন্ত পার্শ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন এবং পার্শিরা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে প্রবেশ করেছেন, তাদের নাগরিকত্ব প্রদানের
কথা বলা হয়েছে। কিন্তু, এ আইনে বাদ দেওয়া হয়েছে মুসলমান এবং নাস্তিকদের। অর্থাৎ, মুসলমান এবং নাস্তিকরা
নির্যাতিত হলেও নাগরিকত্ব পাবেন না। মুসলমান বিদ্বেষের কি নির্লজ্য বহিঃপ্রকাশ !!!
তার পরেও যারা বাংলাদেশকে ভারতে অংশ হিসেবে দেখতে চায় তারা অকাট মূর্খ !!
০৮ ই মে, ২০২০ রাত ১০:৪৪
প্রফেসর সাহেব বলেছেন: আদতেই তারা মূর্খ৷
১৮| ০৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৪
নতুন বলেছেন: চাঁদগাজী বলেছেন:জমিতে সব সময় আগাছা জন্মে, কৃষককে আগাছা পরিস্কার করতে হয় সময় সময়
ঠিক বলেছেন। বাংলাদেশে থেকে যে ভারত আর পাকিস্তানের পক্ষে লাফালাফি করে তার তো দেশ সম্পকে কোন বোধই তৌরি হয় নাই।
সুপারডুপার বলেছেন:
প্রফেসর সাহেব ,
আপনি এক্সপেরিমেন্ট করে করে গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করতে পেরেছেন ।
ভারত পাকিস্তান এর সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা হলে এই ক্ষুদ্র এক অংশই বাংলাদেশকে সাপোর্ট না করে ভারত পাকিস্তানকে করে। তখন এদেরকে স্পষ্ট ভাবে চেনা যায়।
সত্যি এমন কিছু আগাছা আমাদের দেশে জন্মে যারা আসলেই বাংলাদেশেকে সাপোট না করে ভারত/পাকিদের সাপোট করে।
এদের দেখলে বুঝতে পারা যায় তাদের জ্ঞানবোধ তৌরি হয়নি। তারা সাটিফিকেট ধারাী কিছু দুপদ জন্তু যাদের দেখলে অবাকই লাগে।
০৮ ই মে, ২০২০ রাত ১০:৪২
প্রফেসর সাহেব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ০৮ ই মে, ২০২০ রাত ৮:৩৪
আলোকরশ্মি22 বলেছেন: প্রফেসর সাহেব মতলব আপনার ও কিন্তু পাক না আপনি চান ধর্মীহীন( নাস্তিক্যবাদ ) বাংলাদেশ , সূর একটাই আপনি ধর্মীহীন হয়ে চীনের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান...সবাই সবার মতলব নিয়া ঘুরে শুধু মুখোশ পরে ভান করেন
০৮ ই মে, ২০২০ রাত ১০:৪১
প্রফেসর সাহেব বলেছেন: এভাবে আমার সম্পর্কে না জেনে আমাকে যে এক কাতারে ফেলে দিলেন এটাকি ঠিক হলো?
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০ রাত ৩:৪০
অনল চৌধুরী বলেছেন: বিজেপি বলেছে,মমতা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়।
এ্যামেরিকার সিনেটর বলে রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করতে।
পাকিস্তানীরা বলে,পাকিস্তানকে বাংলাদেশের মতো উন্নত করে দিতে।
সুতরাং কোন বেকুব এইসব মর্যাদা ছেড়ে অন্যদিকে যাবে ?????
https://www.google.com/search?client=firefox-b-d&q=mamta+wants+to+make+west+bangladesh
https://economictimes.indiatimes.com/news/international/world-news/us-congressman-moves-proposal-to-bring-myanmars-rakhine-state-under-bangladesh/articleshow/70025528.cms
https://www.youtube.com/watch?v=F21zhhCfsVw