নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে কয়েকদিন যাবৎ একটা লেখা ঘুরে বেড়াচ্ছে যে, কোন মেয়েকে জিজ্ঞেস করোনা যে সে রোজা রেখেছে কি-না, আর যদি করেও ফেলো আর সে বলে রাখেনি তাহলে না রাখার কারণ জানতে চেয়োনা। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে খুব ভালো একটা বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু না৷
বার্তাটি হওয়া উচিত যে, কোন ছেলে যদি জিজ্ঞেস করে রোজা রেখেছো কি-না আর তুমি যদি পিরিয়ড অবস্থায় থাকো তাহলে কোনরকম ইতস্তত না করে সরাসরি বলে দিয়ো যে আমার পিরিয়ড চলছে, এরপর যদি ছেলেটা এ নিয়ে হাসাহাসি বা তামাশা করে তাহলে ধরে নিও সে হচ্ছে একটা "মাদার**", তাকে ব্লক করে দাও এবং তার থেকে দূরে থাকো, কারণ তার দ্বারা ভবিষ্যতে তোমার ক্ষতির আশংকা রয়েছে।
পিরিয়ড কোন পাপ নয়, এটা মেয়েদের অহংকার। হাগা মুতার মতো এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক বিষয়। হযরত আয়েশা (রা) পিরিয়ড নিয়ে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তিনি তো বলেননি যে এটা লজ্জার বিষয় এই নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগছে,আমি পারবোনা!
যে বার্তা ফেসবুকে দেখলাম তা আসলে পিরিয়ডকে একটা খারাপ বা লজ্জার বিষয় হিসেবে ধরে নিয়েই লেখা হয়েছে, যখন সবাই চেষ্টা করছে এই নিয়ে খোলামেলা কথা বলতে এটাকে ট্যাবু হিসেবে না দেখতে তখন এইসব ফেসবুক পাপীরা প্রচার করছে এটা নিয়ে খুব ঘাটাঘাটি না করতে, ওদের বক্তব্য পিরিয়ড ট্যাবু আছে ট্যাবুই থাক৷
ফেসবুকে কোনকিছু শেয়ার দেওয়ার আগে বুঝেশুনে দিবেন, আপাতদৃষ্টিতে অনেক কিছু ভালো দেখালেও আসলে তা সেরকম নয়৷
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭
প্রফেসর সাহেব বলেছেন: একদম ঠিক বলেছেন, ফেসবুক আসলেই একটা বাজার।
২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩১
নতুন বলেছেন: ফেসবুকে বেশির ভাগ মানুষই কপি পেস্ট করে থাকে নিজে থেকে লেখা কম।
আর সবার হাতেই যেহেতু ফেসবুক তাই সবাই তাদের লম্বা নাকটা একটু গলিয়ে যায়।
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮
প্রফেসর সাহেব বলেছেন: সমস্যা হচ্ছে মানুষ চিন্তা করেনা যে সে কি শেয়ার করছে৷
৩| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩২
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইখানেও প্রফেসর সাহেব "অশিক্ষা আর কুশিক্ষা স্ট্রাইকস"
কী আর কমু, এইগুলা নিয়া কম জানা মাইনশের থাকে চুলকানি আর বেশি জানা মাইনশের থাকে অবহেলা
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৯
প্রফেসর সাহেব বলেছেন: সহমত।
৪| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: ফেসবুক হলো ১৭ কোটি মানুষের জায়গা
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৮
প্রফেসর সাহেব বলেছেন: হ্যা, এজন্য যাচ্ছেতাই যে করবেন তা কিন্তু না।
৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৫
রুদ্র নাহিদ বলেছেন: এই দেশের মেজরিটি জনগণ ও তাদের চিন্তাভাবনা প্রকাশ করে ফেসবুক। এরাই দেশের মেজেরিটি জাগণ, আপনি.. আমি নগণ্য।
৬| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩০
প্রফেসর সাহেব বলেছেন: প্রফাইলে এক বিপ্লবীর ছবি আর বলছেন গনতন্ত্রের (মেজরিটি) কথা, ক্যামনে কি ভাই?
৭| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩
প্রেক্ষা বলেছেন: এইসব বলে লাভ নাই। যারা পিরিয়ড কে খারাপ হিসেবে দেখে তাদেরকে হাজারবার বুঝালেও কাজ হবে না। এগুলো সমাজের জঞ্জাল। আর যারা মেয়েদের সম্মান করে তাদের পিরিয়ড নিয়ে সচেতন করা লাগে না,তারা এমনিতেই সচেতন।
০১ লা মে, ২০২০ রাত ১০:৫৫
প্রফেসর সাহেব বলেছেন: বুঝালে কাজ হবে না বলে কি বুঝাবো না? বুঝাতে হবে এই আশায় যে যদি কাজ হয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: ফেসবুক হলো বাজার। বাজারে বারো রকমের মানুষ থাকে। বারো রকমের মানুষ ২৪ রকমে রমন্তব্য করে। এরা সমাজের দুষ্টলোক।