নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যান ফিকশন
কোয়ারেন্টাইনে তিন গোয়েন্দা
১৭/০৪/২০২০
স্কুল বন্ধ এবং মিসেস পারকার উনার অসুস্থ ভাইকে দেখতে জর্জিয়া গিয়েছেন, এজন্য তিন গোয়েন্দা জিনাদের বাড়িতে এসেছেলো, ছুটিও কাটানো হলো আবার জিনাকেও সঙ্গ দেওয়া হলো। ওরা আসার এক সপ্তাহ পরেই কোভিড- ১৯ এর প্রভাব বাড়তে থাকায় শুরু হলো লকডাউন, সেই থেকে আজ একমাস ওরা জিনাদের বাড়িতেই আছে।
মেরী চাচী একবার বলেছিলেন এসে কিশোরকে নিয়ে যেতে, একইভাবে মিস্টার আমান আর মিস্টার মিলফোর্ডও ভাবছিলেন। কিন্তু পরে ভাবলেন ছেলেরা বাড়িতে আসলে একা বসে থাকতে হবে অন্যদিকে জিনাও একা হয়ে যাবে, এই পরিস্থিতি কখন শান্ত হবে তার ঠিক নাই, এর চেয়ে সবাই একসাথেই থাকুক সময় ভালো কাটবে।
মিস্টার পারকার রান্নাবান্না তেমন জানেন না, তিন গোয়েন্দাও প্রায় একইরকম, জিনা শুধুমাত্র নুডলস বানাতে জানে। লকডাউনের আগে ওরা রেস্টুরেন্টে গিয়ে অথবা উবারের মাধ্যমে বাসায় আনিয়ে খেতো, কিন্তু লকডাউনের ফলে সেটাও বন্ধ। মাঝেমধ্যে ওরা ইউটিউব দেখে দুয়েকবার রান্নার চেষ্টা করেছিলো বটে, মুসা অল্পবিস্তর খেলেও বাকি কেউ মুখেই দিতে পারেনি। রাফিকে দেওয়া হলে সে "ঘোৎ" শব্দে জানান দিলো যে এসব অখাদ্য তার চলেনা,ভবিষ্যতে যেনো তাকে আর না দেওয়া হয়। সেই থেকে ওরা ডিমসেদ্ধ আলুসেদ্ধ বা ফ্রোজেন খাবার খেয়েই আছে।
এক অলস দুপুরে তিন গোয়েন্দা জিনাদের লিভিং রুমে বসে আছে, হঠাৎ জিনার আগমন, "সবার জন্য সুসংবাদ আছে, বিশেষ করে মুসার জন্য" বলেই সে ধপাস করে সোফায় বসলো। রবিন বই থেকে মাথা তুলে একবার জিনার দিকে তাকিয়ে আবার বইয়ে মুখ ডুবালো,ওর সুসংবাদে তেমন আগ্রহ নাই, আর সুসংবাদটা যেহেতু বিশেষ করে মুসার জন্য সেহেতু সেটা খাবার সংক্রান্ত কিছু একটা হবে, হয়তো জিনা ইউটিউব দেখে নতুন কোন রেসিপি শিখেছে। এদিকে কিশোর ব্যস্ত একটা ধাঁধা সমাধান করতে, ফেসবুকে শুটকি টেরি তাকে চ্যালেঞ্জ দিয়েছে,সেও আগ্রহ দেখালো না।বাকি রইলো মুসা। গত ১ মাস যাবত নুডলস খেতে খেতে বেচারা শেষ, তার উপর ফারিহা কোয়ারেন্টাইনের সুযোগে মায়ের কাছ থেকে রান্না শিখছে আর প্রতিদিন নানান পদের খাবারের ছবি মুসাকে পাঠিয়ে বেচারার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে, সে জিনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে থাকালো।
"আমাদের প্রতিবেশী মিসেস শেলভি একটু আগে ফোন করছিলেন, বললেন যে আমাদেরকে আজ উনি ডিনার রান্না করে পাঠাবেন,একটু পরে উনি বাজার করতে যাবেন, পছন্দের কোন আইটেম থাকলে......" জিনা কথা শেষ করার আগেই মুসার শরীরে দুনিয়ার সব এনার্জি চলে আসলো, সে লাফ দিয়ে উঠে বললো "কয়টা আইটেম বলা যাবে"?
কিশোর এবার আগ্রহ দেখালো " দুইটার বেশী বলা উচিত হবেনা,এখন জিনিসপত্র কেনা খুব কঠিন আর মিসেস শেলভিও বয়স্ক মহিলা, উনাকে বেশি কষ্ট দেওয়া ঠিক হবেনা, আর আমার কোন পছন্দের আইটেম নাই, আমার সব চলে, মুসার পছন্দই সই"।
রবিনও তাতে ভোট দিলো "আমারও, আমি চিপস খেয়েই দিন কাটাতে পারি, সমস্যা তো আমাদের মুসা সাহেবের, বেচারা কতদিন ভালোমন্দ খায়না, তার পছন্দই চলুক" জিনাও ওদের সাথে একমত হলো আর বললো "বাবাও বলেছেন আমাদের যা পছন্দ তাতেই উনার চলবে"।
"আংকেলের আবার খাবারের চিন্তা! উনি তো নাওয়া খাওয়া ছেড়ে দিনের পর দিন গবেষণাগারে কাটিয়ে দেন" হাতের বইয়ের থেকে চোখ না তুলেই বললো রবিন।
"এক হিসেবে উনি সারা বছরই কোয়ারেন্টাইনে থাকেন" বলে কিশোর মুচকি হাসলো, জিনার এই রসিকতা পছন্দ হলোনা, সে মুসার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলো।
"কত কি যে বলতে মন চায়......লাসানা (lasagna) আর বিফ স্টেক, এই দুইটার কথা বলো......আচ্ছা লাসানা বাদ দাও ঘুরেফিরে সেই নুডলস,এরচেয়ে গ্রাউন্ড মিট আর সবজির কাসেরোল (Casserole) ভালো হবে ......আচ্ছা...... আইটেম আরেকটা বাড়ানো যায়না? প্যানকেক খেতে ইচ্ছে করছে, মিসেস শেলভি খুব ভালো মহিলা, গত বছরই তো উনার হারানো কুকুর আমরা খুঁজে বের করলাম, আশা করি না করবেন না" বলে মুসা কিশোরের দিকে থাকালো, কিশোর কটমট করে চেয়ে বললো প্যানকেক খেতে এতো মন চাইলে কাসেরোল আর বিফ স্টেক দুইটার মধ্যে একটা বাতিল করতে হবে"।
"ফারিহাকে ফোন করলেই পারো, তার মায়ের গাড়ি নিয়ে এসে দিয়ে যাবে" রবিন ফোড়ন কাটলো।
একে তো একমাস যাবত ঘরে বন্দী তার উপর কোন কেস হাতে নাই আর থাকলেও সমাধানের সুযোগ নাই সবমিলিয়ে কিশোরের মেজাজ ভালোনা, তাই মুসা ওকে আর না ঘাটিয়ে বললো "ঠিক আছে এই দুইটাই বলো, ডেজার্ট একটা তো এমনিতেই দিবেন আশা করি"
জিনা এসএমএস করে মিসেস শেলভিকে জানিয়ে দিলো।
স্কুল বন্ধ হলেও এখন ওদের বাসায় বসে অনলাইনে ক্লাস করতে হয়, তাতেই দিনের একাংশ কেটে যায়, দুপুরে খেয়েদেয়ে একটু বিশ্রাম নিয়ে বিকালে ওরা উঠোনে খেলতে বের হয়৷ সমুদ্র বাড়ির পাশে হলেও এখন সেখানে গোসল করতে যেতে মানা। সন্ধ্যায় খেয়েদেয়ে কেউ টিভি দেখে কেউ বই পড়ে কেউবা ফোনে কথা বলে, দশটার দিকে ঘুমাতে যায়। পরদিন আবার সেই একই রুটিন। এভাবেই কাটছে তিন গোয়েন্দা আর জিনা'র কোয়ারেন্টাইন।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬
প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
খুব সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬
প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবা৷ আজ হঠাৎ নস্টালজিক হয়ে গেছিলাম ।
৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কবলে ১০০ চিকিৎসক ও ৫৭ নার্স-
এমনটা দাবি করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
ফলে দেশের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শঙ্কায় পড়তে পারে।
১৮ এপ্রিল শনিবার আজকের আপডেটঃ
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১৪৪ সুস্থ ৬৬ মৃত্যু ৮৪ !!!
বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২২,৫০,৭০৯ সুস্থ ৫,৭২,১০৫ মৃত্যু ১,৫৪,২৫৬
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫
প্রফেসর সাহেব বলেছেন: মিয়া এইটা ফেসবুকপাইছেন৷ আপনাদেরকে ব্লগে আসতে বলে কে?
৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৩
কোথাও কেউ নেই বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম ভাই।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫
প্রফেসর সাহেব বলেছেন: আমিও। হঠাৎ আমার মাঝে সেই ছোট বেলার সেই আমি ভর করলো, তাই লিখে ফেললাম।
৫| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রফেসর সাহেবের মাথা গরম কেন?
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪
প্রফেসর সাহেব বলেছেন: আমি পোস্ট করেছি একটা গল্প, পারলে এর রিলেটেড কছু মন্তব্য করবেন। আপনি নিয়ে আসছেন কোরোনার নিউজ। এইসব কি ভাই। ব্লগ তো আগে এভাবে ছিলোনা।
৬| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৮
সোনালি কাবিন বলেছেন: রাজীব নুর বলেছেন: নুরু সাহেব থামেন। একই মন্তব্য সবাইকে করে যাচ্ছেন কেন? খুব বিরক্ত লাগছে।
৭| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২
সোনালি কাবিন বলেছেন: নুরু ষাহেব, এইসব সংবাদ সবাই জানে । যত্তসব ।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪
প্রফেসর সাহেব বলেছেন: আসলেই, খুব বিরক্ত লাগে৷
৮| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০০
সোনালি কাবিন বলেছেন: আহা সেইসব স্মৃতি! নষ্টালজিক করে দিলেন এই সুন্দর লিখাটির মাধ্যমে।
৯| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২২
নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা। নন্দিত ভাবে উপস্থাপন ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৮
জাওয়াত আররাজ বলেছেন: চালিয়ে যান। সুন্দর হচ্ছে।