নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৩

বাংলাদেশ যদি পাকিস্তান থেকে স্বাধীন হয় তাহলে কি এমন ভালো জিনিস প্রতিষ্ঠিত হবে যা বর্তমানে নাই এমন প্রশ্ন ১৯৭১ সালে কারো মাথায় আসলে তার জবাব হচ্ছে ১৯৭১ সালের আজকের দিনে আনুষ্ঠানিকভাবে ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত তিনটি বিষয়। সেগুলো হচ্ছে -
১। সাম্য
২। মানবিক মর্যাদা
৩। সামাজিক সুবিচার

অর্থাৎ, ততকালীন পূর্বপাকিস্তানে এই তিনটা বিষয় অনুপস্থিত ছিল এবং এই এগুলো প্রতিষ্ঠিত করতেই আমাদের মুক্তিযুদ্ধ করা৷ বাংলাদেশ গঠন করা৷

স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে এসে আমরা যদি হিসাব মিলাই তাহলে কি বলতে পারবো যে এই তিনটা বিষয় বর্তমানে রাষ্ট্রে বিদ্যমান আছে? উত্তর না হওয়ার সম্ভাবনাই বেশী যদি না আপনি দলকানা হয়ে থাকেন৷

মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ বলেতে রাজনৈতিক দলগুলো কি বুঝে বা বুঝার ভান করে তা আমার কাছে স্পষ্ট না হলেও আমি কিন্তু এই তিনটা বিষয়কেই বুঝি। এগুলোকে ভালো করে বিশ্লেষণ করলে আদর্শ রাষ্ট্রের সকল উপাদান এর ভেতরেই পাবেন বলে আশা করি।

হাইওয়ে, ওভারব্রিজ, পদ্মাসেতু, ইত্যাদি করে যদি আপনি বলেন মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন হয়েছে তাহলে আপনি একইসাথে রাষ্ট্র, জনগণ, এবং নিজেকে ধোঁকা দিচ্ছেন।

যতদিন এদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে লন্ডন/প্যারিস হয়ে গেলেও স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে বলে ধৃষ্টতা দেখানো কোন রাজনৈতিক দলেরই উচিত হবেনা।

অর্থনৈতিক উন্নয়ন নিঃসন্দেহে তারিফের দাবি রাখে, কিন্তু সমাজে সুবিচার না থাকলে, মানবিক মর্যাদা না থাকলে, সাম্য না থাকলে এই উন্নয়ন কেনো জানি হজম করতে কষ্ট হয়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: বাংলাদেশে মানবিকতার কথা বলে কি লাভ?

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০০

প্রফেসর সাহেব বলেছেন: লাভ লস চিন্তা না করে বলতে হবে।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫

রাফা বলেছেন: বাংলাদেশ যদি হংকং না হয়ে কিউবা হওয়ার চেষ্টা কর'তো তাহলে এতদিনে সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেতো।
তিনটির একটিও অর্জিত হয় নাই।পয়েন্ট টু বি নোটেড।

ধন্যবাদ,প্র.সাহেব।প্রশ্নগুলো সামনে নিয়ে আসার জন্য।

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০১

প্রফেসর সাহেব বলেছেন: আপনার সাথে একমত।ধন্যবাদ

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


সাম্য, মানবিক মর্যদা, সামাজিক সুবিধা কিভাবে প্রতিষ্টিত করা যায়? আপনি কিভাবে মেপেছেন যে, এইগুলো নেই?

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

প্রফেসর সাহেব বলেছেন: বাটখারা দিয়ে।

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: বাংলাদেশে ভুলেও এইসব কথা উচ্চারণ করতে নেই প্রফেসর সাহেব /:)

আবার এইটাও ঠিক যে, আপনি যে বিষয়গুলো নিয়ে লিখেছেন, সেইগুলো বোঝার এবং সেই অনুযায়ী কাজ করার জন্যে যে ঘিলু দরকার তা এদের আছে কিনা সেটাই আমার সন্দেহ হয়!! এই কারণেই, আপনি আমি বলতে পারি আর ওরা বুঝবে "ওহ, দেশে রাস্তা নাই, ব্রিজ নাই, উড়াল সেতু নাই, তো করে দিচ্ছি"...

কে ওদের ধরিয়ে দেবে যে, রাস্তা তৈরি করা তো বেসিক কাজ আর সাম্য প্রতিষ্ঠা হচ্ছে জাতীয় মানবিক দায়িত্ব।

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪

প্রফেসর সাহেব বলেছেন: উন্নয়ন যা হচ্ছে তা একটা স্বাভাবিক প্রক্রিয়ার অন্তর্গত। এ নিয়ে খুব বেশী অহংকার করা কোন সরকারেরই মানায় না। আসল উন্নয়ন যে এটা না তা ওদেরকে কে বুঝাবে।

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: বিধাতা আছে এখন আমাদের l

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: সাম্য, মানবিক মর্যদা, সামাজিক সুবিধা কিভাবে প্রতিষ্টিত করা যায়? আপনি কিভাবে মেপেছেন যে, এইগুলো নেই?

লেখক বলেছেন: বাটখারা দিয়ে।

আমি তো হাসতে হাসতে শেষ!!!!

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৬

প্রফেসর সাহেব বলেছেন: এই ভদ্রলোকরে কতদিন বলছি আমার ব্লগে না আসতে৷ আইসা শুধু ত্যানা পেছায়।

৭| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে অপরিহার্য অবকাঠামো গুলো আরও ৩০ বছর আগে করার কথা ছিল সেগুলি এখন ৫ থেকে ১০ গুন বেশী অর্থ ব্যয় করে করে তৈরি করে বাহবা কুড়াতে চাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.