নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

কবি কে? কবিতা কি?

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

কবি কি/কে এই কথা জিজ্ঞেস করলে আমি জীবনানন্দের 'বনলতা সেন' পড়তে বলি,

//হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে// কবি বেচেছিলেন মাত্র ৫৫ বছর কিন্তু তিনি বলছেন যে হাজার বছর ধরে পথ হাঁটতেছেন।কবি'রা এমনই, তারা একজীবনে হাজার জীবন বাচেন,যিনি একমুহূর্তে হাজার মুহূর্ত বাচেন তিনিই কবি।

//সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন // শিশিরের কি শব্দ আছে? নাই৷ কিন্তু কবি তিনি যিনি শিশিরের শব্দ শুনতে পান। জীবনের গভীরতম অনূভুতি যিনি অনুভব করতে পারেন তিনিই কবি।
//ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল// রৌদ্রের কি গন্ধ আছে? আপনি কি রৌদ্রের গন্ধ পান? না৷ কিন্তু জীবনানন্দ পান, তিনি জানেন রৌদের গন্ধ কেমন, কবিরা জানেন রৌদ্রের গন্ধ কেমন।

কবি কে তা তো বুঝলেন, এখন কবিতা কি সেটা নিয়ে বলি। এজন্য বড় কোন ব্যাখ্যার প্রয়োজন নাই। আল-মাহমুদের 'কবিতা এমন' কবিতাটি পড়ুন। এখানে খুব সহজ কিন্তু অসাধারণ নৈপুণ্যের সাথে কবি বলেছেন কবিতা কি।

//কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান
আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া–
আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!

কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী
কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন
পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ
মাছের আঁশটে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর
বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর।

কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর
ইস্কুল পালানো সভা, স্বাধীনতা, মিছিল, নিশান
চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে
নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা।

কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস
ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর
গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর
কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার//

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো হয়েছে কবিতা ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:০১

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

সাইন বোর্ড বলেছেন: পড়ে ভাল লাগল ।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:০১

প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা কিছু না।
কবিতা আবেগের খেলা।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:০২

প্রফেসর সাহেব বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার কাছে কবিতা পোস্টটা পড়তে পারেন :)

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪৯

প্রফেসর সাহেব বলেছেন: অবশ্যই

৫| ১১ ই মার্চ, ২০২০ রাত ৩:৫৬

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ সুন্দর আলোচনা করেছেন!
দু'জন অনন্য কবির কবিতা থেকে চমৎকার দৃষ্টান্ত তুলে ধরে শিরোনামের প্রশ্ন দুটোর উত্তর বুঝিয়ে দেয়ার জন্য প্রফেসর সাহেব কে অশেষ ধন্যবাদ!
পোস্টে ৩য় প্লাস + ।

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৭

প্রফেসর সাহেব বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.