নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমায় ধোকা দিয়া তুমি পার নাহি পাইবে
ব্যারিস্টার সুমনরে নিয়া আসবো লাইভে।
রিজভী কাকুরে নিয়া মিছিল দিবো শুক্রবারে
আরো বৃহৎ আন্দোলনে যাবো আমি ঈদের পরে
পিকেটিং করতে আনবো ডেকে হেলমেট বাহিনী
এটাতো কিছুইনা বাকি রইছে পুরা কাহিনি।
ডোনাল্ড ট্রাম্প টুইট করবে কাম ব্যাক বোকা
হ্যাস ট্যাগ সে নো টু ধোকা।
প্রধানমন্ত্রী তোমার সাথে করবে ভিডিও কনফারেন্স
য়ু হ্যভ টু বুঝতে হবে, এটাই সায়েন্স।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেও হয়না যদি কাজ
কি আর করা মাথায় পরবো মরণ-বিষের তাজ।
ছাগল গরু সিন্নি দিয়া লেংটা বাবার মাজারে
আমরন অনশনে যাবো সাথে আন্না হাজারে।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৮
প্রফেসর সাহেব বলেছেন: চলেন চলেন
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কবিতা তো নয় যেন আগুনের গুলা
ব্লগ পাইছে ফিরে জবরদস্ত একখান পোলা,
কে কোথায় আছো বাপু দেখে যাও খেলা
এইখানেতে বসেছে বাপু বিনোদনের মেলা।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৯
প্রফেসর সাহেব বলেছেন: হেহেহেহে
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭
ইজ্জত উল্লাহ বলেছেন: এট মদনের কবিতা
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৯
প্রফেসর সাহেব বলেছেন: সইত্য
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
দশে সাত দিলাম।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৯
প্রফেসর সাহেব বলেছেন: আমি ভাই
সাতেও নাই পাচেও নাই
৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০০
কিরমানী লিটন বলেছেন: এটা কি লিখলেন ভাই? কবিতা, ছড়া না গান? বিশুদ্ধতা লেখার প্রাণ।
ভবিষ্যতে খেয়াল করবেন আশা করি। এবার দশে শুন্য হাতে থাকলো এক।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫১
প্রফেসর সাহেব বলেছেন: রম্যতে এসে যদি খুঁজেন আপনি ক্লাসিক
তাহলেও তো দাদা আপনে বেজায় বেরসিক।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
তরুন ছিল রংগিন বলেছেন: আহা ঠিক কথা কইছেন ভাই,, সাথে আমারেও লইয়া যাইয়েন।