নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

বাজেটঃ কবিতা

১৩ ই জুন, ২০১৯ রাত ৮:১৭

বাজেট লক্ষ কোটি টাকার
দিন দিন বাড়ছে আকার
আমার ভাগে পড়লো কত
হিসাব নিয়ে বসি,
হাতের পায়ের আঙ্গুল নিয়ে
গণকযন্ত্র তিনটি দিয়ে
যোগ বিয়োগ গুণন ভাগে
করলাম হিসেব কষি।


মন্ত্রীরে দিলাম আমলারে দিলাম
এমপিও নাই বাকি,
পিওনও দেখি হাত বাড়ায়
তারও চাই নাকি।


পথিমধ্যে ধরল পুলিশ
খাবে নাকি সর্ষে ইলিশ
অতিশয় গরীব! সে
ক্যামনে না দিই তারে?
না দিলে দিবে "বদির দোয়া"
হবেনা আর ঘরে শোয়া
কখন জানি বনে জংগলে
মরি ক্রসফায়ারে।


চেয়ারম্যান নিলো মেম্বর নিলো
নিলো চৌকিদার,
চারিদিকে চাই আর কি কেউ
বাকি রইলো নেওয়ার।


দিতে দিতে পকেটে চাই
চেয়ে দেখি কিছুই নাই
পুরো পকেট ফাঁকা,
আমার জন্য বেঁচে নাই
যদি এখন মরে যাই
কাফন কেনার টাকা।

কোটি টাকা ভাগে ছিলো
দিতে দিতে সবি গেলো
বাকি রইলো শুধু দীর্ঘশ্বাস,
কেউ কি তা নিতে চাও
লাগলে নিয়ে যাও
সাথে ফ্রি দিবো নাভিশ্বাস।


কর্তার কাছে চাইলে সালিশ
বললেন 'এসব ফালতু নালিশ'
ওরা কই থেকে যে আসে!,
সময় আমার বড্ড দামী
ভাগো! এখন ব্যস্ত আমি
ঘুমাব পারমাণবিক বালিশে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।

২| ১৪ ই জুন, ২০১৯ ভোর ৫:৫৫

বার্ণিক বলেছেন: ভাল হয়েছে।

৩| ১৪ ই জুন, ২০১৯ দুপুর ২:১৬

মেঘ প্রিয় বালক বলেছেন: ক্যামনে না দিই তারে?
না দিলে দিবে "বদির দোয়া। হা,হা,হা, পড়লাম একজন প্রফেসর সাহেবের কবিতা, অনেক ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.