নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা আমার অনেক বোকা
আমি যে আর নইতো খোকা
এটাই বুঝেনা,
খাওয়া দাওয়া ঠিক আছেতো?
শরীর স্বাস্থ্য ঠিক আছেতো?
এতো প্রশ্ন কেনো রে বাবা!
মাথায় ঢুকেনা।
রাস্তা পার হতে ডানে বায়ে দেখিস তো?
ঠান্ডা কেমন? কানটুপি আর মাফলার আছে?
বড় জ্যাকেট পরিস কিন্তু!
ঠান্ডা লাগে পাছে।
রাত্তিরে হস নে বাহির
চুর ডাকাতের ভয় আছে,
যদি কিছু হয় কে সামলাবে
বাবা তো নেই কাছে।
কি বলিস! জ্বর! ঔসধ খেয়েছিস?
ডাক্তার দেখিয়েছিস?
আরে পেরাসিটামলে কাজ হবে নাকি!
ভালো ঔসধ খা,জ্বর কি বেশিরে? ইস!
নামাজ ঠিকমতো পড়িস তো?
মাঝে মধ্যে কোরআনও পড়িস,
নামাজ পড়ে তর দাদা দাদির জন্য
দোয়া করিস।
এমন বোকা বাপ আছে বলেই
নির্ভয়ে ঘুমিয়ে করি রাত্রি পার,
ওইদিকে দুশ্চিন্তায় রাত্রি জাগে
বোকা বাবাটা আমার।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসাধারণ।।শুভকামনা।।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
প্রফেসর সাহেব বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।