নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

এটার শিরোনাম কি দেওয়া যায় বলেন তো?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

ঐক্যফ্রন্টের জনসভায় মির্জা ফখরুল বক্তৃতা দিচ্ছেন, মঞ্চে উপবিষ্ট আছেন ঐক্যফ্রন্টের অন্যান্য নেতারা,ফখরুল সাহেবের পাশে আমি দাড়িয়ে আছি।হঠাৎ মাইকের শব্দ ছাপিয়ে যাওয়ার উপক্রম একটা শব্দ শুনা গেলো। নাক ডাকার শব্দ। ফখরুল সাহেব শব্দের উৎস খুজতে আশেপাশে তাকালেন, দেখলে মঞ্চের উপর ব্যারিস্টার মঈনুল চেয়ারে বসে নাক ডাকছেন৷ ফখরুল সাহেব প্রথমে ইগনোর করার চেষ্টা করলেন কিন্তু একসময় আর না পেরে আমাকে ইশারা দিলেন। আমি আমার বাম হাতের কনিষ্ঠ আংগুল দিয়ে ব্যারিস্টারের পিঠে হালকা গুতা দিলাম, কিন্তু উনার থামার কোন নাম নাই, এবার একটু জোরে দিলাম কিন্তু রেজাল্ট সেইম, এদিকে মির্জা ফখরুল আমার দিকে কটমট করে তাকালেন উনার দৃষ্টিতে স্পষ্ট জিজ্ঞাসা 'সালা কোন যোগ্যতায় তুই খালেদা জিয়ার উপদেষ্টা হইছস,একটা ঘুমন্ত মানুষকে জাগাইতে পারছনা? এ্যাকশানে যা'. বিষয়টা আমার ব্যাক্তিত্বে আঘাত করলো, গেলো মাথা গরম হয়ে কিন্তু তারপরেও মাথা কুল রাখার চেস্টা করলাম। পা দিয়ে ব্যারিস্টারের চেয়ারে হালকা গুতা দিলাম,কিন্তু ভদ্রলোকের ঘুম থেকে উঠার বা নাক ডাকা থামানোর কোন নাম নাই। এবার আর মেজাজ ঠান্ডা রাখতে পারলাম না , দিলাম চেয়ারের পায়ায় কষে এক লাথি। লাথিতে কাজ হলো, ব্যারিস্টার লাফ দিয়ে উঠলেন।বলতে লাগলেন "ভাই বেডে লাথি দিলেন কেনে " আমিতো অবাক হালারপো জনসভার মঞ্চের চেয়ারকে তোমার বিছানা মনে হয়?কিন্তু সিনিয়র বলে মুখে কিছু বলতে পারলাম না।কিন্তু ভদ্রলোক ক্রমাগত একই প্রশ্ন করে যাচ্ছে আমার কাছ থেকে কোন উত্তর না পেয়ে তিনি এবার আমাকে ধাক্কা দিয়ে বলতে লাগলেন "বোবায় ধরছেনি মিয়া তোমারে, বেডে লাথি দিলা কেন " উনার ধাক্কায় আমার ঘুম ভেংগে গেলো দেখি দোতলা বেডের উপর তলায় শুয়ে আছি আর রুমমেট ক্রমাগত বলেই যাচ্ছে এতো রাত্রে বেড নাড়াও কেন মিয়া। উপলব্ধি করলাম আমি বাংলাদেশে নয়, প্যারিসের একটা মেসে শুয়ে আছি(নাক ডাকা আর পাদের অত্যাচার যারা মেসে থাকেন তারাই বুঝবেন) আর ব্যারিস্টার মঈনুল স্বপ্নে সেই "অত্যাচারী" ব্যাক্তিদের প্রতিনিধিত্ব করছেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যারিস্টার সাহেবের এত ঘুম পায় কেন?

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

প্রফেসর সাহেব বলেছেন: হ্যারে জিগাইতে হইবো

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমি একটা বন্য শুয়োর

খাই ঘুমাই ঘুমাই খাই

ফূর্তি ফূর্তি উদর পুর্তি

ঘোঁত ঘোঁত ঘোঁত ঘোঁত

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

প্রফেসর সাহেব বলেছেন: হুম হুম হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.