নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃটিশ আমলে আসানসোল মহকুমা প্রশাসক মাইকেল ক্যারিটকে এক পাঞ্জাবি ঠিকাদার বলেছিল ‘হুজুর এদেশে তিন ধরনের মানুষ আছে।
১.যারা ঘুষ খায় না।
২.যারা ঘুষ খায় এবং কাজ করে।
৩. এই দলে আছে কিছু শুয়োরের বাচ্চা, যারা ঘুষ খায় কিন্তু কাজ করে দেয় না।
ড. আকবর আলি খানের ‘পরার্থপরতার অর্থনীতি’ বইয়ের একটা প্রবন্ধের নাম হচ্ছে 'শুয়োরের বাচ্চাদের অর্থনীতি'। যেখানে তিনি মূলত সেই সব ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছেন যারা ঘুষ খায় কিন্তু কাজ করেনা,তত্ত্বের উৎপত্তি মূলত উপরোক্ত গল্প থেকেই।
এটা তো ইতিহাস থেকে একটা গল্প শুনলেন, এবার আপনাদের শুনাবো বর্তমানের একেবারে উল্টো একটা গল্প।
কিছুদিন আগে এক ভদ্রলোক তার উপর করা এক প্রভাবশালীর মিথ্যা মামলা থেকে বাচতে ব্যাংক থেকে লোন তুলে তদন্ত কর্মকর্তাকে উৎকোচ বাবদ কিছু টাকা দিলেন,এবং বাকি টাকা চার্জশীট দেওয়ার পর দিবেন বলে ওয়াদা করলেন।
কিন্তু চার্জশীটে দেখা গেলো ভদ্রলোককে রেহাই দেওয়াতো হয়নিই বরং অক্টোপাসের মতো আইনের ধারাগুলি উনার আপাদমস্তক জড়িয়ে আছে, ভদ্রলোক মনে মনে নয় বেশ জোরেশোরেই বললেন "এ্য তো দেখি শুয়রকা বাচ্চা নিকলা "।তদন্ত কর্মকর্তার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে কপালে যা আছে তাই হবে ভেবে তিনি ভারাক্রান্ত মন আর ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়লেন।
(এখন আসল ক্লাইম্যাক্স, প্রস্তুত তো?)
ভদ্রলোক শুয়ে আছেন, হঠাৎ সেই তদন্ত কর্মকর্তার কল আসলো, তিনি ভদ্রলোকের কাছে মাফি চেয়ে যা বললেন তার সারমর্ম হলো,থানার বড়বাবু (শুয়রের বাচ্চা) বাদীর কাছ থেকে বিবাদীর উপর এজহারে বর্ণিত অভিযোগ আর ধারাগুলি চার্জশীটে বহাল রাখার শর্তে বড় অংকের উৎকোচ গ্রহণ করায় বিবাদীর দেওয়া অল্প কয়টা টাকা ধোপে ঠিকেনি, এবং.........তিনি এখন সেই টাকাগুলা বাদিকে ফেরত দিতে চান।
এটাও সম্ভব? আশ্চর্য!
ভদ্রলোক হাতে টাকা পেয়ে যারপরনাই খুশি, তিনিতো অবাক যে বাংলাদেশে এমনও "সৎ" পুলিশ অফিসার আছে,যে ঘুষ নিয়েও কাজ করতে না পারায় তা ফেরত দেয়।
নিজের ভবিষ্যত জেল কাটার দুশ্চিন্তা ভুলে ভদ্রলোক টাকা ফেরত পাওয়ার আনন্দে আনন্দিত আর পুলিশের "সততায়" বিস্মিত .
আসলেই আমাদের দেশে এখনো "সৎ" পুলিশ আছে।সব তো আর "শুয়রের বাচ্চা" না
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
প্রফেসর সাহেব বলেছেন: অবশ্যই আছে
২| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২৯
মোছাব্বিরুল হক বলেছেন: আজব ঘটনা। ভাবতে হবে।
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
প্রফেসর সাহেব বলেছেন: ভাবুন ভাবুন।
৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৩
কাইকর বলেছেন: ভাল লিখেছেন।
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
প্রফেসর সাহেব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০
অচেনা হৃদি বলেছেন: ভাইয়া ভালো খারাপ তো সব জায়গাতে আছে । খারাপদের কারণে সবাইকে সমানভাবে মন্দ বলা উচিৎ ?
০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
প্রফেসর সাহেব বলেছেন: কিছু ভালোদের জন্য সবকয়টি খারাপকে কি ভালো বলা উচিত?
৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারপরও যদি শুয়রের বাচ্চাদের হুঁশ হয়...
০২ রা জুন, ২০১৮ রাত ২:২১
প্রফেসর সাহেব বলেছেন: আসলেই
৬| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৪
ঢাবিয়ান বলেছেন: পুলিশ এবং সৎ শব্দদুটো এখন বীপরিত শব্দ।
০২ রা জুন, ২০১৮ রাত ২:২২
প্রফেসর সাহেব বলেছেন: আসলেই
৭| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৩
মোছাব্বিরুল হক বলেছেন: লেখক বলেছেন: ভাবুন ভাবুন
ভেবেই চলেছি, কোন কিনারা পাচ্ছিনা।
৮| ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৯
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ!! এমন সৎ পুলিশ অফিসার আরো চাই।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ইন্টারেস্টিং! কিছু পুলিশ সৎ অবশ্যই আছে।