নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

৫ বছর পরে খালেদা যখন জেল থেকে বের হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০


পাচ বছর পর খালেদা জিয়া যখন জেল থেকে বের হবে তখন দুনিয়ার অনেক কিছুই বদলে যাবে।সে জেল থেকে বের হয়ে দেখবে...

*নোয়াখালী বিভাগ হয়েছে।
*এরশাদ এখনো রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখে।
*শাকিব খান l'oreal লিপস্টিকের বিজ্ঞাপন করছে।
*সালমান খান বিয়ে করে ফেলেছে।
*খান হেলাল তার মিথিলাকে পেয়েছে
* তারেক এখনো লন্ডনে 'চিকিৎসা' করাচ্ছে।
*হিরো আলম হলিউডের ফিল্মে নায়কের রোল পেয়েছে।
*প্রশ্নপত্র ফাসের ভয়ে টাকলা সিদ্দ্বান্ত নিয়েছে প্রশ্ন ছাড়াই পরিক্ষা নিবে।
*সাগর রুনি আর তনুর খুনিরা এখনো রাস্তায় ঘুরে বেরাচ্ছে।
*রিজবী এখনো বিএনপির দলীয় কার্যালয় পাহারা দিচ্ছে।
*দেশে কাকের চাইতে ইউটিউবারের সংখ্যা বেশি হয়ে গিয়েছে।
*রোহিঙ্গারা তাদের ঘরে ফিরে গিয়েছে।
*ফরহাদ মাজহাররা এখনো লুকুচুরি(ইরিবিরি) খেলা খেলছে।
*সাকিব এখনো তিন ফরম্যাটে বিশ্ব সেরা অলরাউন্ডার।
* ডঃ মাহফুজুর রহমানের গ্রামি এওয়ার্ড জয়।
*সনু এখনো মনুকে ভরসা করেনা।
* নুডলস দিয়ে কেকা আপু মজাদার সব রেসিপি দিয়েই যাচ্ছে।
*বিএনপি এখনো ঈদের পর রোজার পর আন্দোলনের ইচ্ছা প্রকাশ করছে।
* এসএসসিতে এখন ১০ টা সৃজনশীল।
*ফিলিস্তিন এখনো পরাধীন।
* শাহরুখ স্ক্রিপ্ট নির্বাচনে সতর্ক হয়েছে।
*টরান্টিনো ডিরেকশনের জন্য অস্কার পেয়েছে।
*ক্রিশ্চিয়ানো,মেসি অবসরে চলে গেছে।
*মনিকা বেলুচ্চি এখনো আগের মতোই চার্মিং আর এট্রাক্টিভ।
*পুলিশের টিয়ারসেলে আরো কয়েক সিদ্দিকুর অন্দ্ব।
*মানুষ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার আর ইন্টারনেট ইউজারের মধ্যে পার্থক্য বুঝতে শুরু করেছে।

পাচ বছর পর হয়তো কোন এক বই মেলায় খালেদার বই বের হবে,বইয়ের নাম হবে "জালিমের বন্দীশালায় যৌবনের পাচ বছর"

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

রক বেনন বলেছেন: আদৌ কি বের হতে পারবে??

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

প্রফেসর সাহেব বলেছেন: আল্লাহ মালুম, কিন্তু ভাই আপনার নাম তো পুরাই নস্টালজিক বানাইয়া দিলো

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

মোহাম্মদ আছেম বলেছেন: কিছু কথা খারাপ হলেও ভাল লাগছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

প্রফেসর সাহেব বলেছেন: কিছু বিষয় আমি মনে প্রানে চাই ঘটুক, কিছু চাই যাতে কখনো না ঘটে, আর কিছু শুধু মজা করার জন্য লেখা।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: আমার ধারনা খালেদা জিয়ার কেলের মধ্যেই মৃত্যু হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭

প্রফেসর সাহেব বলেছেন: আল্লাহই জানেন

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

আখেনাটেন বলেছেন: হা হা হা। সাথে আরো কিছু যোগ হোক। যেমন:

১। কবি মকবুল পাটোয়ারী তার হারিয়ে যাওয়া প্রেমিকা সুপারমডেল পরী বেগম চিকনিকোমরকে দুই পোলাসহ ফেরত পেয়েছে।

২। ছাতন ব্যাপারীর ঢাকা দেখার খায়েস পুরুন হয়েছে।

৩। এমপি ফকির কালাচাঁনের গোপন বাবা'র ব্যবসা এখন দাদা'তে রূপ নিয়েছে।

৪। বাটালু মজিদ দল পাল্টাপাল্টিতে রেকর্ড করে গিনিস বুকে নাম তুলেছে।

৫। প্রফেসর সাহেব সামুতে যুগান্তকারী পোস্টের জন্য একুশে পদকে ভূষিত হয়েছে। :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

প্রফেসর সাহেব বলেছেন: ৫ নম্বরটা সঠিক হওয়ার সম্ভাবনা প্রচুর

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

অবেলার পানকৌড়ি বলেছেন: আল মাহমুদ আর নেই! :'(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

প্রফেসর সাহেব বলেছেন:

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

অবেলার পানকৌড়ি বলেছেন: আরও এড হতে পারে, শামীম ওসমান এখনও খেলার আহবান করেন ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

প্রফেসর সাহেব বলেছেন: হাহাহা, এইটা তো মাথায় ছিলোনা। ভালো বলেছেন

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

রাসেল ০০৭ বলেছেন: আম্লিগ কী নিশ্চিহ্ন হইয়া যাইবো ?
আম্লিগের কথা কিছু লিখলেননা যে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

প্রফেসর সাহেব বলেছেন: ২০ বছর ক্ষমতার বাইরে থেকেও আওয়ামীলীগ নিশ্চিহ্ন হয়নি, আর এই পাচ বছরে হবে বলে মনে হয়না।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

বাংলার জামিনদার বলেছেন: ওনার মেকাপ কালেকশন সব এক্সপায়ার্ড হই গেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

প্রফেসর সাহেব বলেছেন: হাহহায়া।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

অবেলার পানকৌড়ি বলেছেন: হা হা! হলেই বা কি না হলেই বা কি! আপনি যেগুলি লিখেছেন সেগুলিই মাস্টারপি। এছাড়া আরও কিছু এড হতে পারে যেমনঃ
বাংলাদেশ এখনও টেস্টে ড্রো হওয়ার জন্যই খেলে,
কিম এখনও আমেরিকাকে হুমকি দেয় ইত্যাদি! কিংবা আর্জেন্টিনা এবারো কাপ পেলোনা(যদিও আমি আর্জেন্টাইন সমর্থক) হা হা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

প্রফেসর সাহেব বলেছেন: আপনার গুলা কিন্তু ভালো।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: আরো অনেক কিছুই হবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

প্রফেসর সাহেব বলেছেন: হ্যা, সবতো আমার মাথায় আসেনা।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ সব বিষয় তুলে ধরেছেন ভাই .... ভালো লাগলো।
তবে, শেষে বইয়ের নামকরণে একটু উল্টাপাল্টা রয়ে গেছে, 'যৌবন' না হয়ে 'বৃদ্ধার' হইলে সত্যতা থাকতো আরকি .....

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

প্রফেসর সাহেব বলেছেন: খালেদাকে আপনি বুড়ি বললেন?আপনার নামে তো সে মামলা করবে রে ভাই

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জোকস বলেছেন: আরো আছে, ৫ বছর পর এসে দেখবে জোকস নিকটার বয়স ৬ বছর হয়ে গেছে :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

প্রফেসর সাহেব বলেছেন: আমারটা ৯ বছর হয়ে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.