নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া বা না যাওয়ার পেছনে তার অঙ্গসংগঠনগুলির বিগতদিনের কর্মকাণ্ড মূখ্য ভূমিকা রাখে.
তাই যদি সেই দল ক্ষমতায় যেতে না পারে তাহলে সরকারী দল কতৃক তাকে যে অত্যাচার সহ্য করতে হয় তা তাদের প্রাপ্য বলেই মনে করি.
আর সেই দল ক্ষমতায় গেলে তার অঙ্গসংগঠনগুলি যে প্রভাব বিস্তার করে আর "ন্যায্য" সুবিধা ভোগ করে তা করার অধিকার তাদের আছে বলেই মনে করি
তাই তাদের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত না হয়ে তা তাদের প্রাপ্য ন্যায্য অধিকার মনে করে গালে হাত দিয়ে বসে থাকাই উত্তম,এবং তা নিজের অতীত পাপের প্রায়শ্চিত্ত বলে বিশ্বাস করা উচিত।
"আমার দল ক্ষমতায় গেলে আমিও দেখে নেবো" মনে মনে এইরূপ আশা করা গোনাহের কাজ না, তাই করা যেতেই পারে। কারন কারো কর্মকাণ্ড যদি তাদের দলকে ভবিষ্যতে বিরোধী দলে পরিণত করে তাহলে তাদেরও তো এইরূপ "প্রাপ্য" কাওকে না কাওকে তো দিতেই হবে.
২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩
সচেতনহ্যাপী বলেছেন: সংক্ষিপ্ত হলেও বক্তব্যটা আজকের মূল সমস্যা।।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২১
প্রফেসর সাহেব বলেছেন: লতা যে চারিদিকে জড়িয়ে রয়েছে
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
মেইন সংগঠন রাজনীতি করে না, লতাপাতা দিয়ে কি হবে!