নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

অকালমৃত্যু

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৯

আজকাল রাস্তাঘাটে মাঝেমধ্যে ব্যানার দেখা যায় যে "অমুকের অকালমৃত্যুতে আমরা শোকাহত "।
আসলে অকালমৃত্যু বলতে কি বুঝায়?
অকাল শব্দের অর্থ হল -অসময়,যার যে সময় নয়,বা অপরিণত কাল।
তার মানে অকাল মৃত্যু হচ্ছে অসময়ে মৃত্যু বা অপরিণত বয়সে মৃত্যু। যার এখনো মৃত্যুর সময় আসেনি সে যদি মারা যায় তাহলে সেটাকে অকালমৃত্যুু বলে।

"যার এখনো মৃত্যুর সময় আসেনি" মানে? মৃত্যুর সময় কে ঠিক করে?

দেখি কোরআন কি বলে-

অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহুর্তও বিলম্বিত কিংবা তরান্বিত করতে পারবে না।( সূরা নাহল :৬১)

আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না-সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে (সূরা আল-ইমরান :১৪৫)

প্রত্যেক সম্প্রদায়ের জন্যই একেকটি ওয়াদা রয়েছে, যখন তাদের সে ওয়াদা এসে পৌঁছে যাবে, তখন না একদন্ড পেছনে সরতে পারবে, না সামনে ফসকাতে পারবে,।(সূরা ইউনুস :৪৯)

অতএব মৃত্যু বিষয়টা আল্লাহ কতৃক নির্ধারিত। কার কখন মৃত্যু হবে তা আল্লাহ আগেই ফয়সালা করে রেখেছেন। যার মৃত্যু জন্মের পরেই হয় সেটাই তার জন্য নির্ধারিত ছিল। ২৫ বছরের টগবগে যুবকের মৃত্যু কিংবা ১০০ বছরের বুড়ো সবার মৃত্যুই যথা সময়ে হয়।

যার যখন মারা যাওয়ার কথা সে সেসময়ই মারা যায় যা আল্লাহ তায়ালা কতৃক নির্ধারিত।অকালমৃত্যু বলতে কিছুই নাই।প্রতিটি মৃত্যুই স্বকালে অর্থাৎ তার নির্দিষ্ট কাল বা সময়েই ঘটে।

একজন মুসলমানের কাছে কোন মৃত্যুই অকালমৃত্যু হতে পারেনা। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ নির্ধারিত এবং সঠিক সময়েই মৃত্যু দান করেন। মৃত্যু সব সময়ই বেদনার,বেদনা আরো বেড়ে যায় যখন মৃত ব্যক্তি অল্পবয়স্ক হন। কিন্তু তাই বলে অল্পবয়স্ক কেউ মারা গেলে এটা অকালমৃত্যু নয়, বরং এটাই তার জন্য নির্ধারিত সময় মৃত্যুবরণ করার।

অকালমৃত্যু একটা ভূল শব্দ।এটি ইসলামের শ্বাশত চেতনা বিরোধী।

সংবাদমাধ্যম গুলোতে "অকালমৃত্যু" শব্দটার অবাধ ব্যাবহারের ফলে সাধারণ মুসলমানেরাও শব্দটার ব্যাবহার করতে একটু চিন্তা করেননা যে উনি কি বলছেন!।আমাদেরকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিৎ। আল্লাহ্‌ সবাইকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন,আমিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

মিরাজ হোসেন ইবনেসিনা বলেছেন: এবিষয়টা প্রত্যেকের জানাটা খুবই প্রয়োজন। আমরা অনেকেই অকাল মৃত্যু বিষয়টা উল্লেখ করে মাইকিং করে থাকি। অথচ এটা সম্পূর্ণ ভূল। আল্লাহ ক্ষমাশীল।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

প্রফেসর সাহেব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.