নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন রাজনীতিবিদকে একবার এক ঘরোয়া বৈঠকে কথা প্রসঙ্গে বলতে শুনেছিলাম যে আমলারা হচ্ছে একেকটা চুতিয়া,অত্যন্ত উঁচু মানের চুতিয়া, যখন ওরা বুঝবে বা তুমি বুঝাতে সক্ষম হবে যে তুমি ওদেরকে "ধরে" ফেলেছ তখনই ওরা তোমায় দাম দিবে,অন্যথায় ওদের কাছ থেকে কাজ আদায় করা মুসকিল।
রাজনীতিবিদদের সাথে এইরূপ "ধরাধরি" খেলতে খেলতে আমাদের এই বাংলাদেশের আমলাদের মাঝে আজ লর্ডশীপ বা লিডারশীপ কোয়ালিটি এসে গেছে,যা আমজনতার জন্য বিপদজনক।
একজন রাজনীতিবিদকে যদি কাজ আদায় করতে "ধরাধরি" করতে হয় তাহলে "ম্যাংগো পিপল" কি করবে? টাকা ছাড়া তো ওদের কাছে আমলা ধরার আর কোন অস্ত্র নাই।আর যার কাছে টাকাই নাই সে?
প্রজাতন্ত্রের কর্মচারী তারা সেটা বেমালুম আছে ভূলে
তাইতো অজস্র সম্ভাবনা আজ লাল ফিতায় গেছে ঝুলে।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬
আলআমিন১২৩ বলেছেন: আমলাদের নিয়ে গাএদাহ সঠিক না া আমলাদের দায়িত্বই হলো যে কোন কাজ আইনানুগ ভাবে এবং পদ্বতি মেনে কাজ করা। এজন্য তারা বিভিন্ন প্রশিক্ষন ও অভিজ্ঞতায় সমৃদ্ধ-যেটা রাজনীতিবিদের নেইা এখানে ধরে ফেলার কিছু নেই। জেনে পোসট দেয়া উচিত।