নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক জার্মান দার্শনিক বলেছিলেন "সাংবাদিকরা কুকুরের মতো, যখনি কোনকিছু নড়ে তারা চিল্লানো শুরু করে"
এটা ভালো, সাংবাদিকদের উচিৎ "ওয়াচডগ" হওয়া "লেপডগ" না।
কিন্তু বর্তমানকালের সাংবাদিকরা হচ্ছে "পাগলা ডগ"।
পরিস্থিতি কি তা ভালোভাবে অনুধাবন না করেই খবর ছাপে,চিল্লাতেই থাকে চিল্লাতেই থাকে। অসংখ্যবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতৃক নিষেধ করা সত্ত্বেও তারা জঙ্গী দমন অভিযানের লাইভ নিউজ থেকে বিরত নয়।
সুরমা না কুশিয়ারা নামক এক টিভি চ্যানেল গতকাল নিউজ দিলো নাসিরপুর থেকে ১১ জঙ্গী আটক, অথচ তখনও অভিযান চলছিল বাস্তবে একটাও জঙ্গী ধরা হয়নি।
এইরকম "পাগলা ডগ"দের TRP আর পেপারের কাটতি বাড়ানোর লোভে দেশের অনেকেই জনগনের কাছে নায়ক থেকে গুন্ডায় আবার গুন্ডা থেকে নায়কে পরিণত হচ্ছে।
পরিশেষে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রণ সৈয়দ মহসিন আলিকে শ্রদ্ধার সাথে স্বরন করছি।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: ইহাদের বেলায় ৫৭ ধারা খাটে?