নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিটারেলি Crush(ক্রাশ) মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া,কিন্তু ব্যাপক অর্থে ক্রাশ হচ্ছে কারো প্রতি ব্যাপক আকর্ষণ বা আগ্রহ অনুভব করা। বর্তমানে ডিজুস পোলাপান কাউকে দেখে ভাল লাগলেই প্রতীকী অর্থে ক্রাশ খেয়েছি এমনটা বলে থাকে।ভাল লাগার কথা জানান দেয়ার/প্রকাশের বিকল্প শব্দ হিসেবে "ক্রাশ" শব্দটার ব্যাবহার করা হয়।
অতএব কাউকে প্রথম দেখার পর থেকে তার প্রতি অদ্ভুত একধরণের আকর্ষণবোধ করাকেই ক্রাশ বলে।
সবারই ক্রাশ আছে।কারো কম কারো আবার ক্রাশ লিস্ট অনেএএএক লম্বা, আজকালকার ছেলে পেলেরা তো উঠতে বসতে ক্রাশ খায়।সকালে একজনের উপর তো বিকেলে আরেকজন।এইরকম করে চলছেই চলছেই।এখন দেখে নিন আমার ক্রাশ লিস্ট
১।জিনা পার্কার: মাই চাইল্ডহুড ক্রাশ। রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজ যারা পড়েছেন তাদেরকে আর জিনার সাথে পড়িচয় না করিয়ে দিলেও চলবে।আমার প্রথম প্রেম।
২।প্রীতি জিনতা: প্রীতির যে জিনিসটার প্রেমে আমি পড়েছিলাম তা হচ্ছে ওর গালের টোলের।এখনও ভালো লাগে।
৩।মৌসুমি: জাতীয় ক্রাশ।বাংলা সিনেমার এই নায়িকাকে যখন প্রথম দেখি তখনই প্রেমে পড়ে যাই।মোটামুটি সকল বাংলাদেশি যুবকই কখনওনা কখনো তার উপর ক্রাশ খেয়েছেন।
৪।পূর্ণিমাঃ অসম্ভব ভালো লাগতো ওকে।এখনও যখন দেখি বুকের বাম পাশে ধক করে উঠে।
৫।কেট উইন্সলেট: টাইটানিক দেখে ওর প্রেমে পড়ি।আমার কি দোষ বলেন,এমন কেউ কি আছে যে টাইটানিক দেখেছে অথচ কেটের উপর ক্রাশ খায়নি?পরে যখন ওর অন্যান্য মুভি দেখি তখন তার প্রতি প্রেম আরো বেড়ে যায়।
৬।হিনা রব্বানী খার: হ্যা ভাই এই পাকিস্তানির উপরও ক্রাশ খেয়েছিলাম।তবে এখন আর আগের মত আকর্ষণ নাই।
৭।শ্রুতি হাসান: কমল হাসান তনয়ার উপর ক্রাশ খাই ওর মিস্টি হাসি দেখে।এখনও ভালো লাগে।
৮।জয়া আহসান: আরেকজন জাতীয় ক্রাশ।ছোটবেলা থেকে আমার সপ্নের নায়িকা। এখনও যখন দেখি নতুন করে আবার প্রেমে পড়ি।
৯।সোনম কাপুর: এই বলিউড বিউটির উপর আমি প্রতি সেকেন্ডে ক্রাশ খাই।অসম্ভব আকর্ষণ অনুভব করি ওর প্রতি।অন্যরকম আকর্ষণ।
১০।ক্যাটরিনা কাইফ: ওকে আমার কেনো জানি খুব আপন লাগে।বেশি কিছু বলতে চাইনা। হে হে হে
১১।আগ্নিয়েস্কা রেদওয়ানাস্কা: পোল্যান্ডের এই টেনিস স্টারের কোন খেলা আমি মিস করতে পারিনা।আর যত বার দেখি ততবার ক্রাশ খাই।আমি আসলে ওর খেলার জন্য খেলা দেখিনা,হারুক বা জিতুক আমার কিছু যায় আসেনা,তবে জিতলে খুশি হই
১২।গিগি হাদিদ : উনার কথা আর কি বলবো, নিজেই গুগলসার্চ দেন।ক্রাশ না খেয়ে কি উপায় আছেরে ভাউ।
১৩।মধুমিতা সরকার: চেনেন নাই? আরে পাখি,বোঝেনা সে বোঝেনা'র পাখি।তাই বলে ভাববেননা যে আমি সিরিয়ালটা দেখি।ওইসব সিরিয়াল আমার দু চোখের দুশমন। সিরিয়াল পছন্দ করিনা তো কি হয়েছে, নায়িকার উপর ক্রাশ খেতে তো দোষ নাই।
১৪।লিন্ডসে স্টার্লিং: উনাকে সবাই হয়তো চিনবেন না। আমেরিকা গট টেলেন্ট স্টার। অসম্ভব ভালো লাগে।শুধু এই স্বর্ণকেশীর বিউটির প্রেমে নয়,ওর ভায়োলিনেরও আমি অন্ধ ভক্ত।সিম্পলি আই লাভ হার।
১৫।মনিকা বেলুচ্চি: উনাকে তো না চেনার কারন নাই।মেলেনা দেখে উনার উপর ক্রাশ খাই,এখনও খেয়ে যাচ্ছি।
এই লিস্ট সময়ে সময়ে আপডেট হতে থাকবে।ধন্যবাদ
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
প্রফেসর সাহেব বলেছেন: কারে দেইখা মোচর দিছে ভাউ?
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
লিষ্টে আমার ক্রাশের ৫/৬ আছে।
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
প্রফেসর সাহেব বলেছেন: বলেন কি?আমার ক্রাসের উপর ভাগ বসান। আপনার তো সাহস কপম না
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
হাসান রাজু বলেছেন:
আমি সব সময় এখানেই ক্রেশ খাইছি -
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১০
প্রফেসর সাহেব বলেছেন: আহারে
৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সেইরাম ক্রাশ!!!!!!! না খাবার কুন কারণ নাই! যদিনা ....
++++
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১
প্রফেসর সাহেব বলেছেন: যদিনা.........
৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
ইয়াশফিশামসইকবাল বলেছেন: আমার একমাত্র ক্রাশ ব্লগার শায়মা...
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২
প্রফেসর সাহেব বলেছেন: ভালো
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
সাহসী সন্তান বলেছেন: ধুরঅ মিয়া, এইগুলা কি দিলেন! সাত সকালে অজুডা ভাইঙ্গা গেল! যাই মুখ ধুইয়া আসি......
বুকের কই জানি মোচড় দিতাছে!!